একই মঞ্চ থেকে তাপস রায়কে প্রশংসায় ভরালেন কুণাল ঘোষ৷

Kunal Ghosh praises Tapas Roy: তাপস রায় পিছিয়ে নেই, বিজেপি প্রার্থীকে পাশে নিয়ে দাবি কুণালের! খোঁচা সুদীপকে

কলকাতা: কলকাতা উত্তরে আর ঠিক একমাস বাদে নির্বাচন৷ তার আগেই বিরাট চমক৷ ভোটের আগে একই মঞ্চে হাজির তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং বিজেপি প্রার্থী তাপস রায়৷ দু জনে এই সাক্ষাৎকে অরাজনৈতিক বললেও কুণাল এবং তাপস প্রকাশ্যেই পরস্পরের ভূয়সী প্রশংসা করেছেন৷ এমন কি, জনপ্রতিনিধি হিসেবে তাপসকে তিনি এক ইঞ্চি পিছিয়ে রাখতে পারবেন না বলে মন্তব্য করেও তৃণমূল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন কুণাল৷

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে কলকাতা উত্তরের সাংসদ এবং তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একযোগে সরব হয়েছিলেন কুণাল ঘোষ এবং তাপস রায়৷ এর পর বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন তাপস৷ কলকাতা উত্তর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থীও করে বিজেপি৷ দল বদলের পরও তাপস এবং কুণালের সম্পর্কে চিড় ধরেনি, এ দিনের ঘটনা তারই প্রমাণ৷ বরং এ দিনও তাপসের হয়ে সওয়াল করতে গিয়ে নাম না করেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছেন কুণাল ঘোষ৷

আরও পড়ুন: গাড়ি থেকে নামিয়ে ছিলেন,সেই কাঞ্চনকে নিয়ে প্রচার করে কল্যাণকেই জবাব দিলেন দেব?

কলকাতা পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের একটি ক্লাবের রক্তদান শিবিরে এ দিন আমন্ত্রিত ছিলেন তাপস রায় এবং কুণাল ঘোষ৷ ঘটনাচক্রে দু জনে একই সময়ে ওই রক্তদান শিবিরে হাজির হন৷ মঞ্চে উঠে বক্তব্য রাখতে গিয়ে নিজের বিরোধী শিবিরের প্রার্থী তাপস রায়কে প্রশংসায় ভরিয়ে দেন কুণাল৷
তাপস রায় সম্পর্কে কুণাল বলেন, ‘তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র৷ তাঁর দরজা সারাদিন সারারাত কর্মী, সাধারণ মানুষের জন্য খোলা থাকে৷ তাপসদা জানেন আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে৷ দুর্ভাগ্য, রাজনীতির ময়দানে আমরা অন্যদিকে চলে গিয়েছি৷’

এর পরেই তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিয়ে কুণাল বলেন, ‘সুদীপ বন্দ্যোপাধ্যায় এখান থেকে প্রার্থী হয়েছেন৷ কিন্তু জনপ্রতিনিধি হিসেবে তাপসদাকে এক ইঞ্চি পিছিয়ে রাখতে পারব না৷ পরে সাংবাদিক বৈঠক করেও নিজের বক্তব্যে অনড় থেকে নাম না করে সুদীপকে খোঁচা দিয়েই কুণাল বলেন, যাঁরা নিয়মিত এলাকায় যোগাযোগ রাখেন, ওই রক্তদান শিবিরে তাঁদেরকেই ডাকা হয়েছিল৷ শুধু ভোটের সময় রাস্তায় বেরোলে তো হয় না৷ কেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রক্তদান শিবিরে ডাকল না, ভেবে দেখা উচিত৷ তাপস রায় ভাল বলেই তো তাঁকে দলে রাখার চেষ্টা করা হয়েছিল৷ খারাপ হলে তো দলে রাখার চেষ্টা হত না৷’

ঘটনাচক্রে এ দিন কলকাতা উত্তর কেন্দ্রে বড় রোড শো করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু সেখানে হাজির না হয়ে অরাজনৈতিক মঞ্চ থেকে কুণাল যেভাবে তাপসের প্রশংসা করলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে৷

পাল্টা কুণালের প্রশংসা করেছেন তাপসও৷ বিজেপি প্রার্থী বলেন, ‘ব্যক্তি কুণাল ঘোষ আমার অত্যন্ত স্নেহের ছোট ভাইয়ের মতো৷ বরাবর মন দিয়ে সংগঠনটা করে৷ আমি অবাক হয়ে যাই, দু বছর দশ মাস ওকে অন্যায় ভাবে জেলে রাখা সত্ত্বেও তৃণমূলের হয়ে এ ভাবে গলা ফাটায়৷ কুণাল যখন জেলে ছিল, সেই সময় কিন্তু খ্যাঁক খ্যাঁক করে হেসে আনন্দ প্রকাশ করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ সেটাও নিশ্চয়ই কুণাল ঘোষের মনে আছে৷ ও যা কথা বলে সহজ, সত্যি কথা৷ মানুষের সমর্থন কার দিকে রয়েছে সেটা আপনারা সময় মতো জানতে পারবেন৷’

এর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুণাল, তাপসের বিদ্রোহেও শেষ পর্যন্ত কলকাতা উত্তরের সাংসদের পাশেই ছিল দল৷ ক্ষোভে দলের পদও ছেড়েছিলেন কুণাল৷ এবার ভোটের মুখে কুণালের এ দিনের মন্তব্য তৃণমূলের অন্দরে নতুন বিতর্ক তৈরি করে কি না, সেটাই দেখার৷