Kunal Ghosh: কুণালকে পদ থেকে সরাল তৃণমূল, তাপস রায়ের প্রশংসা করেই পড়লেন দলের রোষে?

কলকাতা: এ দিন সকালেই একই মঞ্চে হাজির হয়ে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করেছিলেন৷ দলের অস্বস্তি বাড়িয়ে দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষও করেছিলেন কুণাল ঘোষ৷ এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই কুণালের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস৷ দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হল কুণাল ঘোষকে৷ তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন বিবৃতি দিয়ে কুণালের বিরুদ্ধে এই পদক্ষেপের কথা জানিয়েছেন৷

সুদীপের সঙ্গে সংঘাতের জেরে কয়েক মাস আগে দলের মুখপাত্রের পদ থেকেও ইস্তফা দেন কুণাল৷ এবার দলের সমস্ত পদ থেকেই সরিয়ে দেওয়া হল তাঁকে৷

ডেরেক ও ব্রায়েন বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘সম্প্রতি কুণাল ঘোষ এমন কিছু মন্তব্য করেছেন যা দলের মতামতের সঙ্গে মেলে না৷ এটা স্পষ্ট করে দেওয়া দরকার যে এগুলি তাঁর ব্যক্তিগত মতামত এবং কোনওভাবে দলের নয়৷ একমাত্র তৃণমূল কংগ্রেসের সদর দফতর থেকে যে বিবৃতি দেওয়া হবে সেগুলিকেই দলের মতামত বলে গণ্য করতে হবে৷ ‘

একই সঙ্গে ওই বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়, ‘কুণাল ঘোষকে আগেই দলের মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল৷ এবার তাঁকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকেও সরিয়ে দেওয়া হল৷’ কুণালের কোনও বক্তব্যকে তৃণমূলের সঙ্গে না জড়ানোর জন্যও সংবাদমাধ্যমের কাছে অনুরোধ করা হয়েছে৷

আরও পড়ুন: তাপস রায় পিছিয়ে নেই, বিজেপি প্রার্থীকে পাশে নিয়ে দাবি কুণালের! খোঁচা সুদীপকে

এ দিন সকালে কলকাতা পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরে একই মঞ্চে দেখা যায় কুণাল ঘোষ এবং কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়কে৷ ওই মঞ্চ থেকেই তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেন কুণাল৷ এমন কি, প্রার্থী হিসেবে তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের থেকে পিছিয়ে নেই বলে মন্তব্য করেও শোরগোল ফেলে দেন কুণাল৷ পাশাপাশি কুণাল আরও বলেন, ‘একটাও ছাপ্পা ভোট দেবেন না৷ যে যোগ্য প্রার্থী তাঁকে মানুষের ভোটে জিততে দিন৷’

স্বভাবতই এই ঘটনায় তৃণমূলের অস্বস্তি বাড়ে৷ ওই অনুষ্ঠান থেকে ফেরার পর সাংবাদিক বৈঠকেও নিজের বক্তব্যে অনড় থাকেন কুণাল৷ এমন কি, নাম না করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন তিনি৷ এই ঘটনার পরই কুণালের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করল তৃণমূল৷

তবে দলের এই শাস্তি ঘোষণার পর কুণালের প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে কুণালের সঙ্গে দলের মতপার্থক্য অবশ্য নতুন কিছু নয়৷ লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার আগে সুদীপের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন কুণাল এবং তাপস৷ পরে তাপস রায় দল ছাড়লেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে বিষয়টি মিটমাট করে নেন কুণাল৷ তবে সেই সংঘাত যে মেটেনি, এ দিন তা ফের স্পষ্ট হয়ে গেল৷