Mamata Banerjee: রাহুলের পাশে মমতা! কংগ্রেস নেতার সপক্ষে মোদির বিরুদ্ধে তোপ, তুমুল কটাক্ষ তৃণমূলনেত্রীর

দক্ষিণবঙ্গ: পূর্ব বর্ধমানে এক দিনে মোদি-মমতা জোড়া সভা৷ নরেন্দ্র মোদি সভা করে যাওয়ার পরেই রায়নায় সভা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলাবাহুল্য এদিনের মঞ্চ থেকেও কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন মোদি৷ শুধু তাই নয়, এদিন কার্যত রাহুল গান্ধির পাশে দাঁড়াতে দেখা যায় তৃণমূলনেত্রীকে৷

রায়নার সভামঞ্চে দাঁড়িয়ে এদিন মমতা বলেন, ‘‘রাহুল গান্ধি কেন রায়বরেলিতে দাঁড়াতে গেল আজ তা বলছে? বেশ করেছে দাঁড়িয়েছে। তাতে তোমার কি? তুমিও তো দুই জায়গায় দাঁড়িয়েছ।’’

প্রসঙ্গত, শুক্রবারই কংগ্রেস ঘোষণা করেছে, সনিয়া গান্ধির রায়বরেলির আসন থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাহুল গান্ধি৷ তার পর থেকেই এ নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করে চলেছেন নরেন্দ্র মোদি৷

আরও পড়ুন : কত পেলে একাদশে ভর্তি? কোন বিষয়ে পেতে হবে কত নম্বর? এবার তালিকা প্রকাশ করে জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

এদিন পূর্ব বর্ধমানের সভামঞ্চ থেকেও মোদিকে বলতে শোনা যায়, ‘‘আমি সংসদে দাঁড়িয়েই বলেছিলাম কংগ্রেসের সবচেয়ে বড় নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস দেখাবেন না৷ তিনি রাজস্থানে পালিয়ে গিয়ে রাজ্যসভায় চলে গিয়েছেন৷ ওয়ানাদে ভোট শেষ হওয়ার পরেই আমি বলেছি শেহজাদা (রাহুল গান্ধি) হারছে৷ ওঁর আরেকটা আসন খোঁজা উচিত৷ ওঁ এত ভয় পেয়েছে যে অমেঠি ছেড়ে এবার রায়বরেলিতে পালিয়েছে৷ ওরা সব সময় সকলকে বলে ‘ডরো মত’(ভয় পেও না)৷ আমিও ওদের বলছি ‘ডরো মত, ভাগো মত (ভয় পেও না, পালিয়ে যেও না)’৷’’

আরও পড়ুন:মাধ্যমিকে এখন কত নম্বর পেলে পাশ হয় জানেন? পেতে হয় আগের চেয়েও কম…একটু খাটলেই হয়ে যায় মাধ্যমিক পাশ

এদিন বিজেপির বিরুদ্ধে আইএএস, আইপিএস অফিসারদের ফোনে ভয় দেখানোরও অভিযোগ তোলেন তিনি৷