শৌচালয়ে সাপ!

Snake found in toilet: শৌচালয় থেকে আসছিল অদ্ভুত শব্দ, সামনে যেতেই ঘটল ভয়ঙ্কর ঘটনা

শৌচালয় থেকে ক’দিন ধরেই অদ্ভুত শোনা যাচ্ছিল, তখনও বাড়ির কেউ বুঝতে পারেননি কোথা থেকে আসছে এই শব্দ। হঠাৎ করেই শব্দের উৎসের খোঁজ পাওয়া গেল, সবাইকে চমকে দিয়ে শৌচালয় থেকে বেরোল ১০ ফুট লম্বা সাপ।

আরও পড়ুন: আইপিএলের মাঝেই দুঃসংবাদ, টেস্টের সিংহাসন হাতছাড়া ভারতের, কোথায় নামলেন রোহিতেরা?

সাপ দেখলে অনেকেই ভয়ে পান, বিষাক্ত হোক বা নির্বিষ, সাপে ভয় পান না এমন মানুষ খুব কমই আছেন। তার পরে যদি দেখা যায় সেই সাপের আস্তানা শৌচালয়ে তখন ভয় আরও বেড়ে যায়। এমনই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। সেখানকার শৌচালয় থেকে উদ্ধার হয়েছে ১০ ফুট লম্বা দাঁড়াশ সাপ। যদিও দাঁড়াস সাপ নির্বিষ, তাও ১০ ফুট লম্বা সাপ দেখে রীতিমতো ভয় পেয়েছিলেন বাড়ির বাসিন্দারা। সাপ দেখেই তিনি খবর দেন শীতল কসর নামের এক উদ্ধারকারীকে। তিনি এসে সাপটি উদ্ধার করেন।

আরও পড়ুন: কোভিশিল্ড নেওয়ার পরেই মেয়ের মৃত্যুর অভিযোগ, মামলা করতে পারে নিহতের পরিবার  

সাপটি উদ্ধার করে শীতল জানান, এটি দাঁড়াস সাপ, যা সম্পূর্ণ নির্বিষ। সাপটি হাত দিয়ে খালি হাতে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন উদ্ধারকারী শীতল। তাঁর আরও বক্তব্য, এই সাপ এমনিতেই অনেক লম্বা হয়, অনেক সময়ে গায়ে ডোরাকাটা দাগও দেখা যায়। দাঁড়াস সাপ মূলত জনবসতি এবং ইঁদুরের গর্তে পাওয়া যায়। তবে এই সাপ নির্বিষ, সাধারণ ইঁদুর বা ব্যাং খায়।