লাইফস্টাইল Health Tips: ভরপেট খেয়েও খিদে খিদে ভাব! ভয়ঙ্কর রোগ শরীরে বাসা বাঁধছে? পাঁচটি বিরাট কারণ, শুধরে নিন আজই Gallery May 6, 2024 Bangla Digital Desk সবাই খাবার খাই কেননা যাতে ক্ষুধা নিবারণ হয়ে থাকে ৷ খিদে মিটে গেলেই পেট ভরে যায় ৷ কিন্তু অনেক সময়েই এমন ঘটনা ঘটে থাকে যে পেট ভরে খাওয়ার পরেও ফের খিদে খিদে ভাব ৷ প্রতীকী ছবি ৷ উপরোক্ত বিষয়গুলির ব্যবহারিক প্রয়োগের আগের চিকিৎসকের পরামর্শ আবশ্যিক ৷ প্রতীকী ছবি ৷ এমন ঘটনা ঘটলেই ধরে নিতে হবে কোনও বড় রকমের সমস্যা তৈরি হচ্ছে ৷ এই সমস্যা অনেকেরই হয়ে থাকে ৷ কিন্তু কীভাবে সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তা মোটেই বোঝা যায়না ৷ প্রতীকী ছবি ৷ জনপ্রিয় পুষ্টিবিদ আয়ুষী যাদব জানিয়েছেন ভরপেট খাওয়ার পরেও খিদে খিদে পায় এর পিছনে রয়েছে পাঁচটি বড়সড় কারণ ৷ প্রতীকী ছবি ৷ প্রোটিন ও ফাইবার জাতীয় খাবারে দুটি এমন উপাদান থাকে যা দীর্ঘ সময় পর্যন্ত পেট ভরা রাখতে সাহায্য করে ৷ অকারণের খিদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব ৷ প্রতীকী ছবি ৷ এই কারণে খাবারে এই দুই উপাদান কম থাকলে হঠাৎ হঠাৎ করে খিদে পায় ৷ প্রতীকী ছবি ৷ ভরপেট খাওয়ার পরেও যদি বারেবারে খিদে পায় সেক্ষেত্রে ধরে নিতে হবে শরীরে জলের অভাব দেখা দিয়েছে ৷ প্রতীকী ছবি ৷ এই কারণেই দিনে কমপক্ষে ৮ গ্লাস জলপান করা উচিৎ ৷ খাওয়ার পরেই যখন যখন খিদে পাবে ঠিক তখনই জলপান করে নিতে হবে ৷ প্রতীকী ছবি ৷ খাওয়ার পরেও যদি খিদে খিদে পায় এর অর্থ কোনও ভাবেই ব্লাডসুগার শরীরে বাসা বাঁধছে না তো? প্রতীকী ছবি ৷ যদি প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে নিয়মিত রক্তপরীক্ষা করা উচিৎ ৷ খাওয়ার পরেও খিদে খিদে ভাব ডায়াবেটিসের লক্ষণ হতে পারে ৷ প্রতীকী ছবি ৷ অন্যতম খারাপ অভ্যাস হল খাওয়ার দ্রুত বেগে খাওয়ার খাবার সময় সর্বদা আসতে আসতে খেতে হবে ৷ সময় নিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে হবে ৷ প্রতীকী ছবি ৷ প্রয়োজনের তুলনায় বেশি শরীরচর্চা করলে বেশি পরিমাণে শরীরে ক্যালোরি প্রয়োজন হয়ে থাকে ৷ একই সঙ্গে প্রোটিন ও ফাইবার জাতীয় খাবার খেতে হবে ৷ প্রতীকী ছবি ৷ প্রচুর শরীরিক কসরত করার পরে শরীরে খাবারের দরকার হয়ে থাকে ৷ সেই কারণে ভরপেট খাবার পরেও খিদে পেয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷ খাবার পরে ফের কিদে খিদে ভাব হবেনা যদি প্রোটিন, ফাইবার খাবারে না খাওয়া হয় পর্যাপ্ত পরিমাণে, তাই খাবারে থাকতে হবে যথার্থ ভাবে প্রোটিন ও ফাইবার ৷ প্রতীকী ছবি ৷ দিনভর পর্যাপ্ত পরিমাণে জলপান করতে হবে, মধ্যাহ্নভোজে প্রচুর পরিমাণে পুষ্টিগত খাবার খেতে হবে, আস্তে আস্তে ও ভাল করে চিবিয়ে খাবার খেতে হবে ৷ প্রতীকী ছবি ৷ অকারণে টেনশন মোটেই করবেন না ৷ ব্লাডসুগার সর্বদা মেনটেন করতে হবে ৷ প্রতিদিন ৮ ঘণ্টার নিশ্চিন্ত ঘুম দরকার ৷ খিদে পেলে স্বাস্থ্যকর নোনতা খেতে হবে ৷ প্রতীকী ছবি ৷