ভরা আইপিএলে এবার একের পর এক বিতর্কও দেখা দিয়েছে। কখনও এক ব্যবসায়ীকে দেখা গিয়েছে, কেএল রাহুলকে প্রকাশ্যে ভর্ৎসনা করছেন। আবার কখনও হার্দিক পান্ডিয়াকে দেখা গিয়েছে, সতীর্থদের সঙ্গে দুর্ব্যবহার করছেন।

IPL Playoffs 2024: কেকেআর ১৬ বলে খুব আনন্দ, জানেন কী মোট ৬ টি দলের হতে পারে এই পয়েন্ট, ম্যাজিক নম্বর তাহলে কি!

KKR ফ্যানরা এবার বল্লে বল্লে করছেন৷ কিন্তু আইপিএল পয়েন্ট টেবলে এক নম্বরে থাকা দলের ফ্যানদের সেটাই করার কথা৷ ১৬ পয়েন্ট একটি আইডিয়াল নম্বর ধরা হচ্ছে প্লে অফ টিকিটের জন্যে৷ সেটাই দারুণ খবর৷ দুটি দল প্লে অফের টিকিট নিশ্চিত৷ সেটা হল রাজস্থান রয়্যালস এবং কেকেআর৷ কে কোথায় থেকে প্লে অফে যাবে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে৷ তাও ১৮ পয়েন্ট যে দলের হয়ে যাবে সে নিশ্চিতভাবেই প্লে অফে খেলবেই৷ Photo- Collected
KKR ফ্যানরা এবার বল্লে বল্লে করছেন৷ কিন্তু আইপিএল পয়েন্ট টেবলে এক নম্বরে থাকা দলের ফ্যানদের সেটাই করার কথা৷ ১৬ পয়েন্ট একটি আইডিয়াল নম্বর ধরা হচ্ছে প্লে অফ টিকিটের জন্যে৷ সেটাই দারুণ খবর৷ দুটি দল প্লে অফের টিকিট নিশ্চিত৷ সেটা হল রাজস্থান রয়্যালস এবং কেকেআর৷ কে কোথায় থেকে প্লে অফে যাবে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে৷ তাও ১৮ পয়েন্ট যে দলের হয়ে যাবে সে নিশ্চিতভাবেই প্লে অফে খেলবেই৷ Photo- Collected
প্লে অফের জন্য মরিয়া লড়াই করছে৷  টুর্নামেন্টের বাইরে ছিটকে যাওয়া দলে কিন্তু সিলমোহর কার্যত পড়ে গেছে৷  সঙ্গে যোগ হয়েছে আরও একটি নাম। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রাক্তন চ্যাম্পিয়নদের হারিয়ে তাদের সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে। তবে এই জয়ের পরেও, আরসিবির  প্লে অফে পৌঁছানো কঠিন। Photo- Collected
প্লে অফের জন্য মরিয়া লড়াই করছে৷  টুর্নামেন্টের বাইরে ছিটকে যাওয়া দলে কিন্তু সিলমোহর কার্যত পড়ে গেছে৷  সঙ্গে যোগ হয়েছে আরও একটি নাম। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রাক্তন চ্যাম্পিয়নদের হারিয়ে তাদের সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে। তবে এই জয়ের পরেও, আরসিবির  প্লে অফে পৌঁছানো কঠিন। Photo- Collected
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৭টি হারের পর জয়ের ধারায় রয়েছে। দলটি জয়ের হ্যাটট্রিক দিয়ে তাদের হারানো প্লে অফের আশা বাঁচিয়ে রাখার দিকে এক ধাপ এগিয়েছে। ১১টি ম্যাচ খেলে, আরসিবি দলের  ৪ টি জয় পেয়েছে এবং বাকি ৩টি ম্যাচ জিতলেও তারা সর্বোচ্চ ১৪ পয়েন্টে পৌঁছতে পারে। Photo- Collected
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৭টি হারের পর জয়ের ধারায় রয়েছে। দলটি জয়ের হ্যাটট্রিক দিয়ে তাদের হারানো প্লে অফের আশা বাঁচিয়ে রাখার দিকে এক ধাপ এগিয়েছে। ১১টি ম্যাচ খেলে, আরসিবি দলের  ৪ টি জয় পেয়েছে এবং বাকি ৩টি ম্যাচ জিতলেও তারা সর্বোচ্চ ১৪ পয়েন্টে পৌঁছতে পারে। Photo- Collected
এর পরেও যদি আরসিবি প্লে অফের টিকিট পেয়ে যায় তা কার্যত অলৌকিক ঘটনা হতে পারে। আপনি যদি পয়েন্ট টেবিলের দিকে  দেখলে  কেকেআর এবং রাজস্থান রয়্যালস দু দলেরই ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। কিন্তু কেকেআরের রান রেট দুর্দান্ত ১.৪৫৩ হওয়ায় তারা রাজস্থানকে ঠেলে নামিয়ে দিয়েছে৷  পঞ্জাবকে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে চেন্নাই। চতুর্থ স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ৷ এলএসজি এই তালিকায় পাঁচে রয়েছে৷ এসআরএইচের সঙ্গে পয়েন্ট এক অর্থাৎ ১২ হলেও রানরেটে এলএসজিকে টেক্কা সানরাইজার্সের৷ Photo- Collected
এর পরেও যদি আরসিবি প্লে অফের টিকিট পেয়ে যায় তা কার্যত অলৌকিক ঘটনা হতে পারে। আপনি যদি পয়েন্ট টেবিলের দিকে  দেখলে  কেকেআর এবং রাজস্থান রয়্যালস দু দলেরই ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। কিন্তু কেকেআরের রান রেট দুর্দান্ত ১.৪৫৩ হওয়ায় তারা রাজস্থানকে ঠেলে নামিয়ে দিয়েছে৷  পঞ্জাবকে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে চেন্নাই। চতুর্থ স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ৷ এলএসজি এই তালিকায় পাঁচে রয়েছে৷ এসআরএইচের সঙ্গে পয়েন্ট এক অর্থাৎ ১২ হলেও রানরেটে এলএসজিকে টেক্কা সানরাইজার্সের৷ Photo- Collected
সিএসকে, এসআরএইচ, এলএসজি সকলেই এখনও অন্তত ৩ টি করে ম্যাচ খেলতে পারবে তাহলে সকলেরই ১৬ পয়েন্ট পর্যন্ত পৌঁছে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে৷  ষষ্ঠ স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসও ১৬ পয়েন্টে পৌঁছতে পারে৷ কারণ তাদেরও ৩ টি ম্যাচ বাকি রয়েছে৷ তিনটিই জিতলে তারাও পৌঁছতে পারে ম্যাজিক ১৬ নম্বরে৷  তৃতীয় এবং চতুর্থ অবস্থানের জন্য কঠিন প্রতিযোগিতা রয়েছে। Photo- Collected
সিএসকে, এসআরএইচ, এলএসজি সকলেই এখনও অন্তত ৩ টি করে ম্যাচ খেলতে পারবে তাহলে সকলেরই ১৬ পয়েন্ট পর্যন্ত পৌঁছে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে৷  ষষ্ঠ স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসও ১৬ পয়েন্টে পৌঁছতে পারে৷ কারণ তাদেরও ৩ টি ম্যাচ বাকি রয়েছে৷ তিনটিই জিতলে তারাও পৌঁছতে পারে ম্যাজিক ১৬ নম্বরে৷  তৃতীয় এবং চতুর্থ অবস্থানের জন্য কঠিন প্রতিযোগিতা রয়েছে। Photo- Collected
পাঞ্জাব কিংস অষ্টম স্থানে থাকে দল  প্লে অফের রেস থেকে প্রায় বাদ পড়েছে। আরসিবির কাছে গুজরাট টাইটান্সের হার ছিল বিরাট ধাক্কা। এর ফলে জিটির প্লে অফের আশাও প্রায় শেষ। এই দলটি ১১টি ম্যাচ খেলে মাত্র ৪টি ম্যাচ জিতেছে৷  বাকি ৩টি ম্যাচ জিতলেও গুজরাত মাত্র ১৪ পয়েন্ট পাবে যা প্লে অফের জন্য যথেষ্ট হবে না। Photo- Collected
পাঞ্জাব কিংস অষ্টম স্থানে থাকে দল  প্লে অফের রেস থেকে প্রায় বাদ পড়েছে। আরসিবির কাছে গুজরাট টাইটান্সের হার ছিল বিরাট ধাক্কা। এর ফলে জিটির প্লে অফের আশাও প্রায় শেষ। এই দলটি ১১টি ম্যাচ খেলে মাত্র ৪টি ম্যাচ জিতেছে৷  বাকি ৩টি ম্যাচ জিতলেও গুজরাত মাত্র ১৪ পয়েন্ট পাবে যা প্লে অফের জন্য যথেষ্ট হবে না। Photo- Collected
এছাড়াও, ৮টি ম্যাচ হেরে আইপিএল ২০২৪-এ মুম্বই ইন্ডিয়ান্সের প্লে অফের আশায় ফুলস্টপ পড়ে গেছে৷  তবে টুর্নামেন্টের ১০ টি দলের মধ্যে ৬ টি দল ১৬ পয়েন্টে পৌঁছতে পারে। ৬ টি দলের ১৬ বা তার বেশি পয়েন্টে পৌঁছানোর সুযোগ রয়েছে।  আরসিবি, যারা টানা ৬ ম্যাচে হেরেছিল এবং ৩ টি ম্যাচ জিতেছিল, তারা সমস্ত ম্যাচ জিতলেও মাত্র ১৪ পয়েন্টে পৌঁছাবে। Photo- Collected
এছাড়াও, ৮টি ম্যাচ হেরে আইপিএল ২০২৪-এ মুম্বই ইন্ডিয়ান্সের প্লে অফের আশায় ফুলস্টপ পড়ে গেছে৷  তবে টুর্নামেন্টের ১০ টি দলের মধ্যে ৬ টি দল ১৬ পয়েন্টে পৌঁছতে পারে। ৬ টি দলের ১৬ বা তার বেশি পয়েন্টে পৌঁছানোর সুযোগ রয়েছে।  আরসিবি, যারা টানা ৬ ম্যাচে হেরেছিল এবং ৩ টি ম্যাচ জিতেছিল, তারা সমস্ত ম্যাচ জিতলেও মাত্র ১৪ পয়েন্টে পৌঁছাবে। Photo- Collected
গুজরাত টাইটান্সও ৭ হারের মুখোমুখি হয়েছিল। বাকি ৩ ম্যাচ জিতলেও দল পৌঁছবে মাত্র ১৪ পয়েন্ট। মুম্বই মাত্র ৩টি ম্যাচ নিয়ে সবচেয়ে খারাপ জায়গায় রয়েছে৷  সবকটি ম্যাচ জিতলেও তারা মাত্র ১২ পয়েন্টে পৌঁছাবে। মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স ও পঞ্জাব প্লে অফের দৌড় থেকে প্রায় ছিটকে গেছে। Photo- Collected
গুজরাত টাইটান্সও ৭ হারের মুখোমুখি হয়েছিল। বাকি ৩ ম্যাচ জিতলেও দল পৌঁছবে মাত্র ১৪ পয়েন্ট। মুম্বই মাত্র ৩টি ম্যাচ নিয়ে সবচেয়ে খারাপ জায়গায় রয়েছে৷  সবকটি ম্যাচ জিতলেও তারা মাত্র ১২ পয়েন্টে পৌঁছাবে। মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স ও পঞ্জাব প্লে অফের দৌড় থেকে প্রায় ছিটকে গেছে। Photo- Collected
বাকি ৮ টি দল প্লে অফের দৌড়ে রয়েছে এবং শীর্ষ ৩ র‌্যাঙ্কিং রাজস্থান রয়্যালস প্রায় প্লে অফে পৌঁছে গেছে। কিন্তু চেন্নাই, কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদের দলগুলো প্লে অফের দরজায় এসে দাঁড়িয়েছে এবং আরও দুটি জয় এই ৩ টি দলের প্লে অফ নিশ্চিত করবে। কিন্তু বাকি দিল্লি ক্যাপিটালস আরসিবি তাদের পরের সব ম্যাচ জিতলে রান রেটের ভিত্তিতে প্লে অফের হিসাব করা হবে। Photo- Collected
বাকি ৮ টি দল প্লে অফের দৌড়ে রয়েছে এবং শীর্ষ ৩ র‌্যাঙ্কিং রাজস্থান রয়্যালস প্রায় প্লে অফে পৌঁছে গেছে। কিন্তু চেন্নাই, কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদের দলগুলো প্লে অফের দরজায় এসে দাঁড়িয়েছে এবং আরও দুটি জয় এই ৩ টি দলের প্লে অফ নিশ্চিত করবে। কিন্তু বাকি দিল্লি ক্যাপিটালস আরসিবি তাদের পরের সব ম্যাচ জিতলে রান রেটের ভিত্তিতে প্লে অফের হিসাব করা হবে। Photo- Collected