গরমের ডায়েটে পাতিলেবু অত্যাবশ্যকীয়। এর স্বাস্থ্যগুণ উপেক্ষা করা যায় না কোনওভাবেই। কিন্তু জানেন কি পাতিলেবুর বাস্তুগুণও প্রচুর।

Vastu Tips for Lemon: প্রোমোশন, অগাধ টাকা, দাম্পত্য প্রেম, বাড়িতে সম্পদ ও শান্তি! শুধু কিছু পাতিলেবু রাখুন এভাবে

গরমের ডায়েটে পাতিলেবু অত্যাবশ্যকীয়। এর স্বাস্থ্যগুণ উপেক্ষা করা যায় না কোনওভাবেই। কিন্তু জানেন কি পাতিলেবুর বাস্তুগুণও প্রচুর।
গরমের ডায়েটে পাতিলেবু অত্যাবশ্যকীয়। এর স্বাস্থ্যগুণ উপেক্ষা করা যায় না কোনওভাবেই। কিন্তু জানেন কি পাতিলেবুর বাস্তুগুণও প্রচুর।

 

পাতিলেবুর সাহায্যে দূর হবে যাবতীয় সমস্যা। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারি।
পাতিলেবুর সাহায্যে দূর হবে যাবতীয় সমস্যা। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারি।

 

বাড়িতে আলোবাতাস খেলে এমন জায়গায় রাখুন তিনটে তাজা সুবজ পাতিলেবু। মনে করা হয় কুপ্রভাব দূর হবে বাড়ি থেকে।
বাড়িতে আলোবাতাস খেলে এমন জায়গায় রাখুন তিনটে তাজা সুবজ পাতিলেবু। মনে করা হয় কুপ্রভাব দূর হবে বাড়ি থেকে।

 

ফ্রিজের উপরে একটা পাত্রে চাল রেখে তার উপর রাখুন ৮ টা পাতিলেবু। মাঝে রাখুন ১ টা লেবু। সম্পদের অভাব হবে না।
ফ্রিজের উপরে একটা পাত্রে চাল রেখে তার উপর রাখুন ৮ টা পাতিলেবু। মাঝে রাখুন ১ টা লেবু। সম্পদের অভাব হবে না।

 

অফিসে নিজের ডেস্কের ড্রয়ারে রাখুন ৩ টে পাতিলেবু। কর্মোন্নতি হবে। সহকর্মীদের হিংসা, রেষারেষি থেকে মুক্তি পাবেন।
অফিসে নিজের ডেস্কের ড্রয়ারে রাখুন ৩ টে পাতিলেবু। কর্মোন্নতি হবে। সহকর্মীদের হিংসা, রেষারেষি থেকে মুক্তি পাবেন।

 

বাড়ির কোণে কোণে ছড়িয়ে দিন লেবুর রস। লেবুর খোসা বৃষ্টির জলে ভিজিয়ে সারা বাড়িতে এর নির্যাস ছড়িয়ে পড়তে দিন।
বাড়ির কোণে কোণে ছড়িয়ে দিন লেবুর রস। লেবুর খোসা বৃষ্টির জলে ভিজিয়ে সারা বাড়িতে এর নির্যাস ছড়িয়ে পড়তে দিন।

 

জলে লেবুর রস মিশিয়ে সেটা মূল্যবান অলঙ্কারের উপর ছড়িয়ে ছিটিয়ে দিন। অশুভ নজর থেকে রক্ষা করে আপনার ধনসম্পদ বৃদ্ধি পাবে কয়েক গুণ।
জলে লেবুর রস মিশিয়ে সেটা মূল্যবান অলঙ্কারের উপর ছড়িয়ে ছিটিয়ে দিন। অশুভ নজর থেকে রক্ষা করে আপনার ধনসম্পদ বৃদ্ধি পাবে কয়েক গুণ।

 

বিছানার পাশে টেবিলে রাখুন ৩ টে লেবু। দাম্পত্যে প্রেম ধরা থাকবে। তবে এই লেবু শুকিয়ে হলুদ হয়ে গেলে পাল্টে ফেলবেন।
বিছানার পাশে টেবিলে রাখুন ৩ টে লেবু। দাম্পত্যে প্রেম ধরা থাকবে। তবে এই লেবু শুকিয়ে হলুদ হয়ে গেলে পাল্টে ফেলবেন।

 

বেড়াতে গেলে পকেটে রাখুন তাজা পাতিলেবু। আপনার যাত্রা শুভ হবে।
বেড়াতে গেলে পকেটে রাখুন তাজা পাতিলেবু। আপনার যাত্রা শুভ হবে।

 

বাড়ির মূল প্রবেশদ্বারে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখুন। সব রকম কুপ্রভাব থেকে রক্ষা পাবে আপনার ঘর সংসার।
বাড়ির মূল প্রবেশদ্বারে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখুন। সব রকম কুপ্রভাব থেকে রক্ষা পাবে আপনার ঘর সংসার।