দক্ষিণ ২৪পরগনা : তীব্র তাপপ্রবাহে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। খানিক শান্তি পেতে ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে চলছে দেদার খাওয়া। তাতে হয়ত এই গরম থেকে একটু স্বস্তি মিলছে। কিন্তু ঘন ঘন ফ্রিজের ঠান্ডা জল খেলে শরীরের কীকী ক্ষতিহয় জানেন?
বিশিষ্ট চিকিৎসক জে এন হালদার জানাচ্ছেন, ফ্রিজের ঠান্ডা জল এড়িয়ে চলাই ভাল। প্রথমত উচিত এই গরম থেকে বাড়িতে ফিরে ঠান্ডা পাখার তলায় কিছুক্ষণ বসুন। তারপর ফ্রিজের ঠান্ডা জলের সঙ্গে অন্য জল মিশিয়ে হালকা ঠান্ডা জল খান। এতে শরীরের অনেক বিপদ থেকে রক্ষা পেতে পারেন। যদি গরম থেকে বাড়িতে ফিরেই ঠান্ডা জল পান করেন তাহলে হার্টের সমস্যা দেখা দিতে পারে। যদি আগেথেকেই হার্টের সমস্যা থাকে, সেক্ষেত্রে সমস্যা আরও বাড়তে পারে।
সুমন সাহা