Lok Sabha Elections 2024: হাতেনাতে নকল এজেন্ট ধরলেন মহম্মদ সেলিম! সকাল সকাল মুর্শিদাবাদে চরম উত্তেজনা, পৌঁছল পুলিশ

দক্ষিণবঙ্গ: আজ, মঙ্গলবার চব্বিশের লোকসভা নির্বাচনে সকাল সকালই বিক্ষিপ্ত উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের একাধিক জায়গায়৷ এরই মধ্যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের লোচনপুরে ঘটল বেনজির ঘটনা৷ সেখানে, সিপিএমের এজেন্টের ফর্ম নিয়ে অন্য দলের ‘ভুয়ো’ এজেন্ট বসেছিল বলে অভিযোগ ওঠে৷ অভিযোগ, প্রকৃত সিপিএম প্রার্থীকে বুথে ঢুকতে না দিয়ে ওই ‘ভুয়ো’ এজেন্ট ভিতরে ঢুকে যায়৷ কেন্দ্রের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম ঘটনার খবর পেয়ে পৌঁছন এলাকায়৷

LIVE : লোকসভা নির্বাচন ২০২৪ তৃতীয় দফা ভোটগ্রহণ

সূত্রের খবর, এরপর মহম্মদ সেলিম নিজে বুথে পৌঁছে এজেন্টের কাগজপত্র খতিয়ে দেখে তাঁকে পুলিশের হাতে ধরিয়ে দেন৷ পরে গ্রেফতার করা হয় ওই ‘ভুয়ো’ এজেন্টকে৷ ভুয়ো এজেন্ট হওয়ার কথা স্বীকারও করেন সংশ্লিষ্ট ব্যক্তি৷

বুথ থেকে বেরিয়ে সিপিএম প্রার্থী সেলিম জানান, লোচনপুরে সিপিএমের এজেন্টকে মারধর করে সরিয়ে সেই জায়গায় তৃণমূলের এজেন্ট বসানো হয়েছিল। তাঁকে গ্রেফতার করানো গিয়েছে৷

আরও পড়ুন: ‘গণতন্ত্রকে উৎসবের মতো পালন করুন,’ সাত সকালে অমিত শাহকে সঙ্গে নিয়েই গান্ধিনগরে ভোট দিলেন মোদি

এর আগে রানিনগরের ৩৬ নম্বর বুথের সিপিএমের এজেন্ট সম্পর্কিত অভিযোগ নিয়ে কমিশনের যায় রিপোর্ট। মকপোলিং-এর সময় দুজন এজেন্ট ঢুকতে চান। সেক্টর অফিসার একজনকে রেখে বাকি একজনকে বের করে দেন। নিয়ম অনুযায়ী বুথের মধ্যে একজনকেই রাখতে দেওয়া হয়। আপাতত, পরিস্থিতি শান্তিপূর্ণ বলে জানিয়েছে কমিশন।

রানিনগরের মরিচায় বোম ফাটানোর অভিযোগে একজনকে গ্রেফতার করে পুলিশ। এলাকায় ছড়ায় উত্তেজনা।

আরও পড়ুন: মুকুল-শুভ্রাংশুর বীজপুরে বিশাল রোড শো পার্থ ভৌমিকের, ভোটপ্রচারে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হনুমান মন্দিরে দিলেন পুজো

জঙ্গিপুর লোকসভাকেন্দ্রেও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির প্রার্থীর সঙ্গে বাক বিতন্ডা জড়িয়ে পড়েন রঘুনাথগঞ্জের তৃণমূল ব্লক সভাপতি গৌতম ঘোষ। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মীরগ্রাম প্রাথমিক বিদ্যালয় ৪৪ নম্বর বুথে বিজেপির প্রার্থী সঙ্গে ব্লক তৃণমূল সভাপতি গৌতম ঘোষের বাক বিতন্ডা তৈরি হয়।