DC vs RR: রাজস্থানকে ২০ রানের হারাল দিল্লি, প্লে-অফের লড়াইয়ে টিকে থাকল পন্থ-সৌরভরা

দিল্লি: এক সময় যে রাজস্থান রয়্যালসকে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল, সেই দলই আইপিএলে পরপর ২টি ম্যাচে হারের মুখ দেখল। সানরাইজার্সের পর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও প্লেঅফের টিকিট ১০০ শতাংশ পাকা করতে পারল না সঞ্জু স্যামসনের দল। অপরদিকে, প্লেঅফের লড়াইয়ে থাকতে হলে বাকি সবকটি ম্যাচই কার্যত ডু অর ডাই দিল্লির কাছে। কঠিন পরিস্থিতিতে রাজস্থানকে হারিয়ে প্লেঅফের আশা জিইয়ে রাখল ঋষভ পন্থরা। ম্যাচে প্রথমে ব্যাট করে ২২১ করে দিল্লি। জবাবে রাজস্থান করে ২০১ রান।

দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করেন জ্যাক ফ্রেসার ম্যাকগ্রাক ও অভিষেক পোড়েল। শুরু থেকে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন ম্যাকগ্রাক। ৪ ওভারের মধ্যে দলের স্কোর ৬০ রানে পৌছে দেন ম্যাকগ্রাক। ১৯ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। তবে ৫০ করেই আউট হন তিনি। এরপর একদিক থেকে অভিষেক পোড়েব আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান।

ওপেনিং জুটি ভাঙতেই অপর দিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দিল্লি। শাই হোপ ১, ঋষভ পন্থ ও অক্ষর প্যাটেল দুজনেই ১৫ রান করে আউট হন। অবশেষে ৩৬ বলে ৬৫ রান করে সাজঘরে ফেরেম অভিষেক পোড়েল। শেষের দিকে ট্রিস্টান স্টাবস ও গুলবদিন নইব ৪৫ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন। ১৯ রান করে আউট হন গুলবদিন। স্টাবস মারকাটারি ব্যাটিংয়ে করে ২০ বলে ৪১ রানের ইনিংস খেলে আউট হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২১ রান করে দিল্লি ক্যাপিটালস।

রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি রাজস্থান রয়্যালসের। শুরুতেই ৪ রান করে আউট হন যশস্বী জয়সওয়াল। এরপর সঞ্জু স্যামসন ও জস বাটলার মিলে এগিয়ে নিয়ে যান দলের স্কোরবোর্ড। অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুজনে। তবে বড় স্কোর করতে পারেননি বাটবার। বেশিরভাগ আক্রমণাত্মক শট খেলেন সঞ্জু। ১৯ রান করে আউট হন বাটলার। একদিক থেকে নিজের ইনিংস চালিয়ে যান রাজস্থান অধিনায়ক। নিজের অর্ধশতরানও পূরণ করেন। তবে অপরদিক থেকে রিয়ান পরাগ ২৭ রান করে আউট করে আউট হন।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: সূর্যকুমার যাদবের চোট! খেলবেন না টি-২০ বিশ্বকাপে? মিলল বড় আপডেট

উইকেট পড়লেও নিজের ঝোড়ো ব্যাটিং দমতে দেননিন সঞ্জু স্যামসন। শেষ পর্যন্ত ৪৬ বলে ৮৬ রানের ইনিংস খেলে আউট হন সঞ্জু স্যামসন। ৮টি চার ও ৬টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। সঞ্জু আউট হওয়ার পর শুভম দুবে ১২ বলে ২৫ রানের ইনিংস খেলে আউট হন। সঞ্জু ও শুভম আউট হতেই যেই ম্যাচ একটা সময় মনে হচ্ছিল রাজস্থান জিতবে, সেই খেলা ঘুড়ে যায়। রভম্যান পাওয়েল ১৩, ডনভ্যান পেরেইরা ১ ও রবিচন্দ্রন অশ্বিন ২ রান করে আউট হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ২০১ রান করে রাজস্থান। ২০ রানে ম্যাচ জেতে দিল্লি।