বাড়িতে মারা হচ্ছে স্টিকার

South 24 Parganas News: ৩১ শে ডিসেম্বরের মধ্যে মিলবে পাকা বাড়ি, স্টিকার পড়ছে সুন্দরবনে!

দক্ষিণ ২৪ পরগনা: লোকসভা নির্বাচনের পর গরীর, দু:স্থ পরিবারের জন্য দেওয়া হবে পাকা বাড়ি। এই নিয়ে বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে স্টিকার মারছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। ঘূর্ণিঝড় আমফান ও ইয়াসের ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি সুন্দরবনের উপকূল এলাকার বাসিন্দারা। মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা, সাগর, মথুরাপুর এক নম্বর ও মথুরাপুর দু’নম্বর সহ কুলপি ব্লকের বহু বাসিন্দা এখনও আবাস যোজনার আওতায় পাকা বাড়ি পায়নি।বহু বাসিন্দা আবার বছরের পর বছর আবাস যোজনায় আবেদন জানিয়েও মেলেনি বাড়ি।এ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হয় তৃণমূল কংগ্রেস কর্মীরা।

আরও পড়ুন:  ধান থেকে আয় হচ্ছে না তেমন, সুন্দরবনে বিকল্প চাষের উদ্যোগ

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ‘বাংলার বাড়ি আমরাই দেব। বাংলার বাড়ি বাংলাই গড়ে দেবে।’এই ঘোষণার পর আশায় বুক বাঁধেন সুন্দরবনের উপকূল এলাকার বাসিন্দারা। এবার সেই বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য উদয় হালদারও জোরকদমে প্রচারে নেমেছেন। তিনি জানিয়েছেন ৩১ শে ডিসেম্বরের মধ্যে পাকা বাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় কাজ শুরু হয়ে যাবে। আমারা সেজন্য মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এই কাজ করছি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নবাব মল্লিক