কোলাঘাট: রূপনারায়ণ নদে ডুবে গেল রেলের কাজ করতে আসা এক ঠিকা শ্রমিক। চোখের সামনে সহকর্মীকে ডুবতে দেখে বাকি কর্মীদের রূপনারায়ণ নদে ঝাঁপ । কোলাঘাট রূপনারায়ণ নদের উপরে রেলের তিন নম্বর ব্রিজের পিলার রিপিয়ারিং এর জন্য কয়েকদিন ধরে কাজ করছেন বেশ কয়েকজন ঠিকা শ্রমিক। প্রতিদিনের মত ১০ মে শুক্রবার নৌকা নিয়ে গিয় সাতজন কর্মী। কিন্তু কাজ থেকে ফেরার পথেই বিপদ ঘটল। নদীর জলে তালিয়ে গেল এক শ্রমিক। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোলাঘাট জুড়ে।
কোলাঘাটে রূপনারায়ণ নদের ওপর তিন নম্বর রেল ব্রিজের পিলার সংস্কারের কাজ করছিল বিভিন্ন রাজ্যের ঠিক শ্রমিকেরা। সেই ঠিকা শ্রমিকদের মধ্যে একজন তালিয়ে গেল নদীর স্রোতে। জানা যায় কাজ করে ফেরার সময় দুই শ্রমিক নদীর সাঁতারে পার করতে চেয়েছিল। রূপনারায়ণ নদীতে প্রবল জোয়ার থাকায় ওই দুই শ্রমিক নদীতে তালিয়ে যেতে থাকে।
আরও পড়ুন – ICC t20 world cup 2024: নতুন ফর্ম্যাটে হতে চলেছে এ বারের টি২০ বিশ্বকাপ, কোন দল ক’টি ম্যাচ খেলবে?
নৌকাতে থাকা বাকি শ্রমিকেরা নিজেদের সহকর্মীদের বাঁচাতে নদীতে ঝাঁপ দেয়। তবে এক সহকর্মীকে উদ্ধার করলেও আর এক সহকর্মীকে উদ্ধার করতে পারেনি অন্য শ্রমিকেরা। জলস্রোতে ওই সহকর্মী তালিয়ে যায়।
এ বিষয়ে অস্থায়ী শ্রমিকদের যাতায়াতের জন্য থাকা নৌকোর মাঝি জানান, প্রতিদিন শ্রমিকেরা নৌকায় করে নদীর মাঝে থাকা পিলারের কাছে যায় আবার কাজ শেষে নৌকায় করে ফিরে আসে। এদিন কাঁদতাছে দুই কর্মী সাঁতারের নদী পার করতে চেয়েছিল। আর তখনই তীব্র স্রোতে ওই দুই কর্মী তলিয়ে যায়। একজনকে উদ্ধার করা গিয়েছে। ইতিমধ্যেই কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং ডুবুরি নামানো হয়েছে কোলাঘাট রূপনারায় নদে। তবে ওই কর্মীর এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা যায় ওই ঠিকা শ্রমিকের বাড়ি রাজস্থানে নাম রাজকুমার।
Saikat Shee