Mobile Blocked: ২৮,২০০ মোবাইল ব্লক করার নির্দেশ, যাচাই করা হবে ২০ লক্ষের বেশির কানেকশন

দিন দিন বেড়েই চলেছে সাইবার ফ্রডের ঘটনা ৷ প্রতিদিনই কেউ না কেউ সাইবার জালিয়াতির শিকার হচ্ছেন ৷ চলছে লক্ষ লক্ষ টাকার ফ্রড ৷ এবার দেশের নাগরিকদের সাইবার ফ্রডের হাত থেকে বাঁচাতে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ ৷
দিন দিন বেড়েই চলেছে সাইবার ফ্রডের ঘটনা ৷ প্রতিদিনই কেউ না কেউ সাইবার জালিয়াতির শিকার হচ্ছেন ৷ চলছে লক্ষ লক্ষ টাকার ফ্রড ৷ এবার দেশের নাগরিকদের সাইবার ফ্রডের হাত থেকে বাঁচাতে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ ৷
ডিপার্টমেন্ট অফ টেলিকমিনিউকেশন (DoT) শুক্রবার জানিয়েছে টেলিকম সার্ভিস অপারেটর্সদের (TSPs) ২৮২০০ মোবাইল হ্যান্ডসেট ব্লক করার নির্দেশ দিয়েছে ৷ এবং পাশাপাশি সংশ্লিষ্ট ২০ লাখের বেশি পুনরায় যাচাই করার নির্দেশ জারি করা হয়েছে ৷
ডিপার্টমেন্ট অফ টেলিকমিনিউকেশন (DoT) শুক্রবার জানিয়েছে টেলিকম সার্ভিস অপারেটর্সদের (TSPs) ২৮২০০ মোবাইল হ্যান্ডসেট ব্লক করার নির্দেশ দিয়েছে ৷ এবং পাশাপাশি সংশ্লিষ্ট ২০ লাখের বেশি পুনরায় যাচাই করার নির্দেশ জারি করা হয়েছে ৷
সাইবার ক্রাইম ও ফাইন্যান্সিয়াল ফ্রডের ক্ষেত্রে টেলিকম পরিষেবার অপব্যবহার আটকাতেই ডিওটি, স্বরাষ্ট্র মন্ত্রক ও রাজ্য পুলিশ যৌথ ভাবে পদক্ষেপ নিতে চলেছে ৷ ডিওটি জানিয়েছে,‘ এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নেটওয়ার্ক সম্পূর্ণ ভাবে বিছিন্ন করা এবং নাগরিকদের এরকম প্রতারণা থেকে সুরক্ষিত রাখা ৷’
সাইবার ক্রাইম ও ফাইন্যান্সিয়াল ফ্রডের ক্ষেত্রে টেলিকম পরিষেবার অপব্যবহার আটকাতেই ডিওটি, স্বরাষ্ট্র মন্ত্রক ও রাজ্য পুলিশ যৌথ ভাবে পদক্ষেপ নিতে চলেছে ৷ ডিওটি জানিয়েছে,‘ এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নেটওয়ার্ক সম্পূর্ণ ভাবে বিছিন্ন করা এবং নাগরিকদের এরকম প্রতারণা থেকে সুরক্ষিত রাখা ৷’
জানা গিয়েছে, সাইবার ফ্রডের জন্য প্রায় ২৮২০০ মোবাইল হ্যান্ডসেটের অপব্যবহার করা হচ্ছে ৷ শুধু তাই নয় এই হ্যান্ডসেটে প্রায় ২০ লাখ কানেকশন ব্যবহার করা হয়েছে ৷ সেই জন্যেই ২৮২০০ মোবাইল হ্যান্ডসেট ব্লক করার পাশাপাশি এই হ্যান্ডসেটে ব্যবহার হওয়া ২০ লাখ মোবাইল কানেকশন রিভেরিফাই করার নির্দেশ দেওয়া হয়েছে ৷
জানা গিয়েছে, সাইবার ফ্রডের জন্য প্রায় ২৮২০০ মোবাইল হ্যান্ডসেটের অপব্যবহার করা হচ্ছে ৷ শুধু তাই নয় এই হ্যান্ডসেটে প্রায় ২০ লাখ কানেকশন ব্যবহার করা হয়েছে ৷ সেই জন্যেই ২৮২০০ মোবাইল হ্যান্ডসেট ব্লক করার পাশাপাশি এই হ্যান্ডসেটে ব্যবহার হওয়া ২০ লাখ মোবাইল কানেকশন রিভেরিফাই করার নির্দেশ দেওয়া হয়েছে ৷
চলতি সপ্তাহের শুরুতে ডিওটি তাদের ওয়েব পোর্টাল Chakshu-তে রেজিস্টার হওয়া একটি সাইবার ফ্রডের অভিযোগের ঘটনার পর একটি মোবাইল নম্বর বন্ধ করে দিয়েছে এবং কমপক্ষে ওই নম্বরের সঙ্গে লিঙ্কড ২০টি মোবাইল ডিভাইস ব্লক করে দেওয়া হয়েছে
চলতি সপ্তাহের শুরুতে ডিওটি তাদের ওয়েব পোর্টাল Chakshu-তে রেজিস্টার হওয়া একটি সাইবার ফ্রডের অভিযোগের ঘটনার পর একটি মোবাইল নম্বর বন্ধ করে দিয়েছে এবং কমপক্ষে ওই নম্বরের সঙ্গে লিঙ্কড ২০টি মোবাইল ডিভাইস ব্লক করে দেওয়া হয়েছে