Tag Archives: Cyber Fraud

Mobile Blocked: ২৮,২০০ মোবাইল ব্লক করার নির্দেশ, যাচাই করা হবে ২০ লক্ষের বেশির কানেকশন

দিন দিন বেড়েই চলেছে সাইবার ফ্রডের ঘটনা ৷ প্রতিদিনই কেউ না কেউ সাইবার জালিয়াতির শিকার হচ্ছেন ৷ চলছে লক্ষ লক্ষ টাকার ফ্রড ৷ এবার দেশের নাগরিকদের সাইবার ফ্রডের হাত থেকে বাঁচাতে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ ৷
দিন দিন বেড়েই চলেছে সাইবার ফ্রডের ঘটনা ৷ প্রতিদিনই কেউ না কেউ সাইবার জালিয়াতির শিকার হচ্ছেন ৷ চলছে লক্ষ লক্ষ টাকার ফ্রড ৷ এবার দেশের নাগরিকদের সাইবার ফ্রডের হাত থেকে বাঁচাতে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ ৷
ডিপার্টমেন্ট অফ টেলিকমিনিউকেশন (DoT) শুক্রবার জানিয়েছে টেলিকম সার্ভিস অপারেটর্সদের (TSPs) ২৮২০০ মোবাইল হ্যান্ডসেট ব্লক করার নির্দেশ দিয়েছে ৷ এবং পাশাপাশি সংশ্লিষ্ট ২০ লাখের বেশি পুনরায় যাচাই করার নির্দেশ জারি করা হয়েছে ৷
ডিপার্টমেন্ট অফ টেলিকমিনিউকেশন (DoT) শুক্রবার জানিয়েছে টেলিকম সার্ভিস অপারেটর্সদের (TSPs) ২৮২০০ মোবাইল হ্যান্ডসেট ব্লক করার নির্দেশ দিয়েছে ৷ এবং পাশাপাশি সংশ্লিষ্ট ২০ লাখের বেশি পুনরায় যাচাই করার নির্দেশ জারি করা হয়েছে ৷
সাইবার ক্রাইম ও ফাইন্যান্সিয়াল ফ্রডের ক্ষেত্রে টেলিকম পরিষেবার অপব্যবহার আটকাতেই ডিওটি, স্বরাষ্ট্র মন্ত্রক ও রাজ্য পুলিশ যৌথ ভাবে পদক্ষেপ নিতে চলেছে ৷ ডিওটি জানিয়েছে,‘ এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নেটওয়ার্ক সম্পূর্ণ ভাবে বিছিন্ন করা এবং নাগরিকদের এরকম প্রতারণা থেকে সুরক্ষিত রাখা ৷’
সাইবার ক্রাইম ও ফাইন্যান্সিয়াল ফ্রডের ক্ষেত্রে টেলিকম পরিষেবার অপব্যবহার আটকাতেই ডিওটি, স্বরাষ্ট্র মন্ত্রক ও রাজ্য পুলিশ যৌথ ভাবে পদক্ষেপ নিতে চলেছে ৷ ডিওটি জানিয়েছে,‘ এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নেটওয়ার্ক সম্পূর্ণ ভাবে বিছিন্ন করা এবং নাগরিকদের এরকম প্রতারণা থেকে সুরক্ষিত রাখা ৷’
জানা গিয়েছে, সাইবার ফ্রডের জন্য প্রায় ২৮২০০ মোবাইল হ্যান্ডসেটের অপব্যবহার করা হচ্ছে ৷ শুধু তাই নয় এই হ্যান্ডসেটে প্রায় ২০ লাখ কানেকশন ব্যবহার করা হয়েছে ৷ সেই জন্যেই ২৮২০০ মোবাইল হ্যান্ডসেট ব্লক করার পাশাপাশি এই হ্যান্ডসেটে ব্যবহার হওয়া ২০ লাখ মোবাইল কানেকশন রিভেরিফাই করার নির্দেশ দেওয়া হয়েছে ৷
জানা গিয়েছে, সাইবার ফ্রডের জন্য প্রায় ২৮২০০ মোবাইল হ্যান্ডসেটের অপব্যবহার করা হচ্ছে ৷ শুধু তাই নয় এই হ্যান্ডসেটে প্রায় ২০ লাখ কানেকশন ব্যবহার করা হয়েছে ৷ সেই জন্যেই ২৮২০০ মোবাইল হ্যান্ডসেট ব্লক করার পাশাপাশি এই হ্যান্ডসেটে ব্যবহার হওয়া ২০ লাখ মোবাইল কানেকশন রিভেরিফাই করার নির্দেশ দেওয়া হয়েছে ৷
চলতি সপ্তাহের শুরুতে ডিওটি তাদের ওয়েব পোর্টাল Chakshu-তে রেজিস্টার হওয়া একটি সাইবার ফ্রডের অভিযোগের ঘটনার পর একটি মোবাইল নম্বর বন্ধ করে দিয়েছে এবং কমপক্ষে ওই নম্বরের সঙ্গে লিঙ্কড ২০টি মোবাইল ডিভাইস ব্লক করে দেওয়া হয়েছে
চলতি সপ্তাহের শুরুতে ডিওটি তাদের ওয়েব পোর্টাল Chakshu-তে রেজিস্টার হওয়া একটি সাইবার ফ্রডের অভিযোগের ঘটনার পর একটি মোবাইল নম্বর বন্ধ করে দিয়েছে এবং কমপক্ষে ওই নম্বরের সঙ্গে লিঙ্কড ২০টি মোবাইল ডিভাইস ব্লক করে দেওয়া হয়েছে

Cyber Crime: সারা বছরে ভারতে কত টাকার সাইবার প্রতারণা হয়? জানলে পায়ের তলার মাটি সরে যাবে

কলকাতাঃ ভারতের বিভিন্ন সাইবার থানা থেকে আরম্ভ করে স্থানীয় থানায়, প্রতিদিন সাইবার অপরাধের অসংখ্য অভিযোগ জমা পড়ছে। কখনও কী ভেবে দেখেছেন সারা ভারতবর্ষে বছরে কত টাকার প্রতারণার অভিযোগ জমা পড়ে? সেই সংখ্যা যদি শোনেন তাহলে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, ভারতবর্ষে বড় শহর থেকে ছোট শহরগুলিতে সাইবার প্রতারণার শিকার বেশি। সাইবার শিকার করতে গেলে যে তথ্য দরকার। সেই তথ্য পাওয়া যায় কোথা থেকে?  ২০২২সালে সাইবার প্রতারণার আর্থিক অংক ছিল ১০০০০ কোটি টাকার এদিক ওদিক। ২০২৩এ সেই আর্থিক প্রতারণার অঙ্ক এসে দাঁড়ায় ৭০,০০০কোটি টাকার কম বেশি। সেই প্রতারণার টাকার ১০%বেশি উদ্ধার হয়নি এখনও পর্যন্ত।

আরও পড়ুনঃ গরমে ভুলেও ছোঁবেন না এই ৫ খাবার! নিমেষে হতে পারে চরম বিপদ! হৃদরোগ, এমনকী মৃত্যুও…জানুন বিশেষজ্ঞের মত

সাইবার দফতরের বক্তব্য অনুযায়ী, অভিযোগ পাওয়া গেলেও যখনই তদন্ত নেমেছে সাইবার পুলিশ। প্রথমত তারা দেখেছে সেই প্রতারকদের IP Address বিদেশি। যেমন দুবাই, বাংলাদেশ, পাকিস্তান প্রভৃতি দেশের। রাজ্যের সাইবার আধিকারিকদের দাবি, পাকিস্তান কিংবা ওই জাতীয় যে সমস্ত দেশ রয়েছে, সেখানে ওই IP সংক্রান্ত কোনও চিঠি লিখলে তার উত্তর পাওয়া যায় না। যার ফলে ওই প্রতারকদের নাগাল পাওয়া যায় না।   সাইবার ক্রাইম আধিকারিক সূত্রে খবর, প্রতিবছর ১৫-২০% হারে সাইবার অপরাধ বাড়ছে। সারা দেশের মধ্যে বছরে পশ্চিম বঙ্গে বছরে ৮০,০০০ এর বেশি সাইবার অপরাধের অভিযোগ জমা পড়ছে। যে অভিযোগ কলকাতা, শিলিগুড়ি, বর্ধমান, বাঁকুড়া এই ধরনের রাজ্যের ছোট বড় শহরগুলির থেকে হচ্ছে। এছাড়াও সারা বাংলার অভিযোগ রয়েছে। তবে সাইবার অপরাধীরা গ্রাম বাংলাকে অপেক্ষাকৃত কম টার্গেট করছে।

তবে এখন প্রশ্ন সমস্ত নথি কী করে পাচ্ছে অপরাধীরা? এক্ষেত্রে এক সাইবার দফতরের আধিকারিকের বক্তব্য, এই সমস্ত তথ্য পাচারের ক্ষেত্রে ব্যাঙ্কগুলির ভূমিকা সব থেকে বেশি। কারণ ব্যাঙ্কগুলি বিভিন্ন এজেন্ট মারফত লোন দেবার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের গোপন নথি জোগাড় করে। যেগুলি সাইবার প্রতারকদের হাতে চলে যায়। ফলে সাইবার প্রতারকদের ফোন ৮০% বিশ্বাসযোগ্য হয়ে ওঠে ওদের শিকারদের কাছে।   তবে এ পর্যন্ত যে সমস্ত সাইবার অপরাধী ধরা পড়েছে, তাদের শাস্তি হয়েছে।

Cyber Crime: সাবধান! ছোট্ট ভুলেই মুহূর্তে ফাঁকা হয়ে যাবে অ্যাকাউন্ট

সম্প্রতি টেকনোলজি যত উন্নত হচ্ছে লাগামছাড়া হয়ে উঠেছে সাইবার প্রতারণা। ফোনের মধ্যে একটি ভুল ওটিপি আর সেই ওটিপি ফোনের মাধ্যমে কোন অপরিচিত মানুষকে বললেই আর কোনও গল্প নেই,  মুহূর্তে ব্যাঙ্ক থেকে টাকা গায়েব করে দেওয়া হচ্ছে।
সম্প্রতি টেকনোলজি যত উন্নত হচ্ছে লাগামছাড়া হয়ে উঠেছে সাইবার প্রতারণা। ফোনের মধ্যে একটি ভুল ওটিপি আর সেই ওটিপি ফোনের মাধ্যমে কোন অপরিচিত মানুষকে বললেই আর কোনও গল্প নেই,  মুহূর্তে ব্যাঙ্ক থেকে টাকা গায়েব করে দেওয়া হচ্ছে।
সেই পরিস্থিতিতে আমজনতাকে সতর্ক করতে কয়েকটি পরামর্শ দিলেন সাইবার ক্রাইমের আইনজীবী সুরজিৎ সিনহা। সাইবার জালিয়াতি রুখতে কী কী করতে হবে, কী কী করতে হবে না? জেনে নিন পুরো বিষয়টি-
সেই পরিস্থিতিতে আমজনতাকে সতর্ক করতে কয়েকটি পরামর্শ দিলেন সাইবার ক্রাইমের আইনজীবী সুরজিৎ সিনহা। সাইবার জালিয়াতি রুখতে কী কী করতে হবে, কী কী করতে হবে না? জেনে নিন পুরো বিষয়টি-
ওটিপি ছাড়াই ব্যাঙ্ক থেকে তুলে নেওয়া হচ্ছে পেনশনের টাকা থেকে শুরু করে নিজের ফিক্সড ডিপোজিটের টাকা- সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে এরকম আর্থিক জালিয়াতির অভিযোগ উঠছে। যাঁরা প্রযুক্তিতে অতটা পাকাপোক্ত নন, শুধুমাত্র তাঁদের যে এরকম আর্থিক জালিয়াতির মুখে পড়তে হচ্ছে ; সেটা নয়। যাঁরা প্রযুক্তিতে যথেষ্ট স্বাচ্ছন্দ্য, তাঁরাও এরকম প্রতারণার শিকার হচ্ছেন।

ওটিপি ছাড়াই ব্যাঙ্ক থেকে তুলে নেওয়া হচ্ছে পেনশনের টাকা থেকে শুরু করে নিজের ফিক্সড ডিপোজিটের টাকা- সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে এরকম আর্থিক জালিয়াতির অভিযোগ উঠছে। যাঁরা প্রযুক্তিতে অতটা পাকাপোক্ত নন, শুধুমাত্র তাঁদের যে এরকম আর্থিক জালিয়াতির মুখে পড়তে হচ্ছে ; সেটা নয়। যাঁরা প্রযুক্তিতে যথেষ্ট স্বাচ্ছন্দ্য, তাঁরাও এরকম প্রতারণার শিকার হচ্ছেন।
বিশেষজ্ঞরা যেটা জানাচ্ছেন, 'আধার এনেবেলড পেমেন্ট সিস্টেম'-কে ব্যবহার করে প্রতারণার জাল বিছিয়েছে জালিয়াতরা। ফিঙ্গারপ্রিন্ট ও আধার কার্ডের তথ্য ব্যবহার করে চোখের নিমেষে হাজার হাজার লক্ষ লক্ষ, কোটি-কোটি টাকা গায়েব করে দিচ্ছে। সেই পরিস্থিতিতে আমজনতাকে সাইবার জালিয়াতির গ্রাস থেকে সুরক্ষিত থাকতে কয়েকটি পরামর্শ দিলেন আইনজীবী।
বিশেষজ্ঞরা যেটা জানাচ্ছেন, ‘আধার এনেবেলড পেমেন্ট সিস্টেম’-কে ব্যবহার করে প্রতারণার জাল বিছিয়েছে জালিয়াতরা। ফিঙ্গারপ্রিন্ট ও আধার কার্ডের তথ্য ব্যবহার করে চোখের নিমেষে হাজার হাজার লক্ষ লক্ষ, কোটি-কোটি টাকা গায়েব করে দিচ্ছে। সেই পরিস্থিতিতে আমজনতাকে সাইবার জালিয়াতির গ্রাস থেকে সুরক্ষিত থাকতে কয়েকটি পরামর্শ দিলেন আইনজীবী।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে কী কী করতে হবে জানুন সর্বপ্রথম আধারের বায়োমেট্রিক লক করতে হবে। 'এম আধার'অ্যাপ ডাউনলোড করে আধার বায়োমেট্রিক লক করতে পারবেন।কেওয়াইসি জমা দেওয়ার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। শেষ চারটি নম্বর ছাড়া আধার কার্ডের বাকি অংশ ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে কী কী করতে হবে জানুন সর্বপ্রথম আধারের বায়োমেট্রিক লক করতে হবে। ‘এম আধার’অ্যাপ ডাউনলোড করে আধার বায়োমেট্রিক লক করতে পারবেন।কেওয়াইসি জমা দেওয়ার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। শেষ চারটি নম্বর ছাড়া আধার কার্ডের বাকি অংশ ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ব্যাঙ্ক থেকে টাকা উধাও হয়ে গেলে যত দ্রুত সম্ভবত সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাছে অভিযোগ জানাতে হবে। ২৪ ঘণ্টার মধ্যেই অতি অবশ্যই টাকা ফেরত চাওয়ার কাজটা সেরে ফেলতে হবে গ্রাহকদের।ব্যাঙ্ক থেকে টাকা উধাও হয়ে গেলে বা কোনও জালিয়াতি হয়েছে বলে বুঝতে পারলে, যত দ্রুত সম্ভব স্থানীয় থানা বা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করতে হবে গ্রাহকদের।
ব্যাঙ্ক থেকে টাকা উধাও হয়ে গেলে যত দ্রুত সম্ভবত সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাছে অভিযোগ জানাতে হবে। ২৪ ঘণ্টার মধ্যেই অতি অবশ্যই টাকা ফেরত চাওয়ার কাজটা সেরে ফেলতে হবে গ্রাহকদের।ব্যাঙ্ক থেকে টাকা উধাও হয়ে গেলে বা কোনও জালিয়াতি হয়েছে বলে বুঝতে পারলে, যত দ্রুত সম্ভব স্থানীয় থানা বা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করতে হবে গ্রাহকদের।
তবে সুরক্ষিত থাকতে কি কি না করবেন? ভেরিফিকেশন বা যাচাই না করে কোনও প্ল্যাটফর্মে একাধিকবার বায়োমেট্রিক দেবেন না। কারণ একাধিক ঘটনায় দেখা গিয়েছে যে মেশিন বুঝতে পারছে না বলে দাবি করে একাধিকবার সংশ্লিষ্ট ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেওয়া হয়। পরবর্তীতে সেই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে খুব সহজে জালিয়াতি করা হয় বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করে দেওয়া হয়।
তবে সুরক্ষিত থাকতে কি কি না করবেন? ভেরিফিকেশন বা যাচাই না করে কোনও প্ল্যাটফর্মে একাধিকবার বায়োমেট্রিক দেবেন না। কারণ একাধিক ঘটনায় দেখা গিয়েছে যে মেশিন বুঝতে পারছে না বলে দাবি করে একাধিকবার সংশ্লিষ্ট ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেওয়া হয়। পরবর্তীতে সেই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে খুব সহজে জালিয়াতি করা হয় বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করে দেওয়া হয়।
হুটহাট করে কোথাও আধার নম্বর দেবেন না। অথবা অজানা কাউকে নিজের বায়োমেট্রিক দেওয়া থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ সবমিলিয়ে নিজে একটু সতর্ক থাকলেই এই বড় বড় সমস্যা থেকে আপনি রেহাই পেতে পারবেন।
হুটহাট করে কোথাও আধার নম্বর দেবেন না। অথবা অজানা কাউকে নিজের বায়োমেট্রিক দেওয়া থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ সবমিলিয়ে নিজে একটু সতর্ক থাকলেই এই বড় বড় সমস্যা থেকে আপনি রেহাই পেতে পারবেন।

Stop Money Loss: ‘দাদা বাবা অসুস্থ হাসপাতালে ভর্তি করতে টাকা লাগবে, পাঠা’ আদৌ ভাই কথা বলছে তো

২০২৩ সাল মানব সভ্যতার ইতিহাসে তৈরি করেছে একটি মাইলস্টোন। আর সেই ফলকে লেখা রয়েছে যে নাম সেটি অবশ্যই AI। চ্যাটবটের কল্যাণে এক বছরে প্রযুক্তি এগিয়ে গিয়েছে হৈ হৈ করে। কিন্তু তারই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জালিয়াতি। পরিস্থিতি এমনই ভয়ঙ্কর যে, এখন ভয়েস ক্লোনিং-ও হয়ে গেছে নিতান্ত সাধারণ বিষয়। তাই যেকোনও দিন যেকোনও মানুষের কাছে তাঁর পরিচিত কোনও মানুষ বা প্রিয়জনের গলা করে আসতে পারে ফোন, সাহায্যের আর্তি। তারই পিছনে থাকতে পারে ভয়ঙ্কর ফাঁদ।
২০২৩ সাল মানব সভ্যতার ইতিহাসে তৈরি করেছে একটি মাইলস্টোন। আর সেই ফলকে লেখা রয়েছে যে নাম সেটি অবশ্যই AI। চ্যাটবটের কল্যাণে এক বছরে প্রযুক্তি এগিয়ে গিয়েছে হৈ হৈ করে। কিন্তু তারই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জালিয়াতি। পরিস্থিতি এমনই ভয়ঙ্কর যে, এখন ভয়েস ক্লোনিং-ও হয়ে গেছে নিতান্ত সাধারণ বিষয়। তাই যেকোনও দিন যেকোনও মানুষের কাছে তাঁর পরিচিত কোনও মানুষ বা প্রিয়জনের গলা করে আসতে পারে ফোন, সাহায্যের আর্তি। তারই পিছনে থাকতে পারে ভয়ঙ্কর ফাঁদ।
কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে—অস্বাভাবিক ফোন কল: যদি কোনও পরিচিত মানুষ, বন্ধু বা আত্মীয়ের কাছ থেকে ফোন আসে তাহলেও সতর্ক হতে হবে। খেয়াল করতে হবে ফোনটি কোনও অচেনা, অদ্ভুত নম্বর থেকে এসেছে কিনা, খুব অস্বাভাবিক সময়ে এসেছে কিনা।
কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে—
অস্বাভাবিক ফোন কল:
যদি কোনও পরিচিত মানুষ, বন্ধু বা আত্মীয়ের কাছ থেকে ফোন আসে তাহলেও সতর্ক হতে হবে। খেয়াল করতে হবে ফোনটি কোনও অচেনা, অদ্ভুত নম্বর থেকে এসেছে কিনা, খুব অস্বাভাবিক সময়ে এসেছে কিনা।
জরুরি প্রয়োজন:ফোনে জরুরি সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ দেওয়া হতে পারে। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে ভুয়ো খবর দেওয়া হতে পারে। অথবা, ব্যাঙ্ক অ্যাকাউন্টে গোলমালের ভয় দেখানো হতে পারে।
জরুরি প্রয়োজন:
ফোনে জরুরি সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ দেওয়া হতে পারে। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে ভুয়ো খবর দেওয়া হতে পারে। অথবা, ব্যাঙ্ক অ্যাকাউন্টে গোলমালের ভয় দেখানো হতে পারে।
কণ্ঠস্বরে বিকৃতি:প্রযুক্তি অনেকখানি এগোলেও যন্ত্র মানবের কণ্ঠস্বরে কিছু ত্রুটি ধরা পড়বেই। কথা বলার কায়দা বা বক্তব্যে অসংগতি আছে কিনা নজর করতে হবে।
কণ্ঠস্বরে বিকৃতি:
প্রযুক্তি অনেকখানি এগোলেও যন্ত্র মানবের কণ্ঠস্বরে কিছু ত্রুটি ধরা পড়বেই। কথা বলার কায়দা বা বক্তব্যে অসংগতি আছে কিনা নজর করতে হবে।
 অর্থ বা ব্যক্তিগত তথ্যের অনুরোধ:সাধারণত এই ভাবে অর্থ চাওয়া হয়, অথবা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এমন হলে কোনও ভাবেই তা বলা যাবে না। সাধারণত পরিচিত মানুষ এমনটা করেন না। তাই সতর্ক থাকতে হবে।
অর্থ বা ব্যক্তিগত তথ্যের অনুরোধ:
সাধারণত এই ভাবে অর্থ চাওয়া হয়, অথবা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এমন হলে কোনও ভাবেই তা বলা যাবে না। সাধারণত পরিচিত মানুষ এমনটা করেন না। তাই সতর্ক থাকতে হবে।
mবাঁচার উপায়—অচেনা নম্বরের ফোন এড়িয়ে যাওয়া যেতে পারে। যিনি ফোন করেছেন তাঁর পরিচয় যাচাই করা যেতে পারে। কণ্ঠস্বর এক রকম হলেও ব্যক্তিগত কিছু তথ্য জিজ্ঞাসা করলে কৌশলে জেনে নেওয়া যাবে তিনি আদৌ পরিচিত মানুষটি, নাকি AI জেনেরেটেড ভয়েস।
বাঁচার উপায়—
অচেনা নম্বরের ফোন এড়িয়ে যাওয়া যেতে পারে।
যিনি ফোন করেছেন তাঁর পরিচয় যাচাই করা যেতে পারে। কণ্ঠস্বর এক রকম হলেও ব্যক্তিগত কিছু তথ্য জিজ্ঞাসা করলে কৌশলে জেনে নেওয়া যাবে তিনি আদৌ পরিচিত মানুষটি, নাকি AI জেনেরেটেড ভয়েস।
 দ্রুত কোনও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। যতই চাপ থাক, কাউকে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেওয়ার প্রয়োজন নেই। ব্যক্তিগত তথ্য কাউকে বলা যাবে না।
দ্রুত কোনও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। যতই চাপ থাক, কাউকে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেওয়ার প্রয়োজন নেই। ব্যক্তিগত তথ্য কাউকে বলা যাবে না।
 সন্দেহ হলেই কল রিপোর্ট করে দিতে হবে। সোশ্যাল মিডিয়া বা অন্যত্র কী ধরনের তথ্য শেয়ার করছেন তা নিয়ে সতর্ক থাকতে হবে।কল ব্লকিং অ্যাপ ব্যবহার করা যেতে পারে প্রয়োজনে।
সন্দেহ হলেই কল রিপোর্ট করে দিতে হবে। সোশ্যাল মিডিয়া বা অন্যত্র কী ধরনের তথ্য শেয়ার করছেন তা নিয়ে সতর্ক থাকতে হবে।কল ব্লকিং অ্যাপ ব্যবহার করা যেতে পারে প্রয়োজনে।

Cyber Fraud: ‘ভাই ১ লাখ টাকা এখুনি দরকার, একটু পাঠিয়ে দিবি’- আদৌ দাদা ফোন করেছে তো

:  জেনারেটিভ AI এবং উন্নত মেশিন লার্নিং অ্যালগরিদম ডেকে এনেছে এক ভয়ঙ্কর বিপদ। সাইবার জালিয়াতির দরজা হাট করে খুলে দিচ্ছে প্রযুক্তির উন্নতি। ইতিমধ্যেই আমরা Deepfake ভিডিও-র কথা শুনেছি। সেখানে স্ক্যামাররা জনপ্রিয় সেলিব্রিটিদের বিশ্বাসযোগ্য কিছু জাল ভিডিও তৈরি করতে AI-কে ব্যবহার করছে। ঠিক একই ভাবে আসছে ভয়েস ক্লোনিং-এর বিপদ। গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে প্রতারণার এই নতুন কৌশলের কথা।
:  জেনারেটিভ AI এবং উন্নত মেশিন লার্নিং অ্যালগরিদম ডেকে এনেছে এক ভয়ঙ্কর বিপদ। সাইবার জালিয়াতির দরজা হাট করে খুলে দিচ্ছে প্রযুক্তির উন্নতি। ইতিমধ্যেই আমরা Deepfake ভিডিও-র কথা শুনেছি। সেখানে স্ক্যামাররা জনপ্রিয় সেলিব্রিটিদের বিশ্বাসযোগ্য কিছু জাল ভিডিও তৈরি করতে AI-কে ব্যবহার করছে। ঠিক একই ভাবে আসছে ভয়েস ক্লোনিং-এর বিপদ। গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে প্রতারণার এই নতুন কৌশলের কথা।
অত্যাধুনিক ভয়েস ক্লোনিং প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রতারকরা লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে নিচ্ছে। এই পদ্ধতিতে জালিয়াতরা কারও পরিবারের সদস্যদের গলা নকল করে টাকা চাওয়ার অভিযোগ উঠছে। মাত্র কয়েক সপ্তাহ আগে, সংবাদ মাধ্যমে একটি ঘটনার কথা জানা গিয়েছিল, সেখানে দিল্লির এক বৃদ্ধ ৫০ হাজার টাকা জালিয়াতির অভিযোগ করেছিলেন। তাঁর খুড়তুতো ভাইয়ের ছেলেকে অপহরণ করা হয়েছে ভেবে তিনি প্রতারিত হন। প্রতারক, উন্নত কৌশল অবলম্বন করে, ছেলেটির একটি ক্লোন করা ভয়েস রেকর্ডিং চালিয়ে চাপ প্রয়োগ করে। আতঙ্কিত হয়ে ওই ব্যক্তি Paytm-এর মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠিয়ে দেন।
অত্যাধুনিক ভয়েস ক্লোনিং প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রতারকরা লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে নিচ্ছে। এই পদ্ধতিতে জালিয়াতরা কারও পরিবারের সদস্যদের গলা নকল করে টাকা চাওয়ার অভিযোগ উঠছে। মাত্র কয়েক সপ্তাহ আগে, সংবাদ মাধ্যমে একটি ঘটনার কথা জানা গিয়েছিল, সেখানে দিল্লির এক বৃদ্ধ ৫০ হাজার টাকা জালিয়াতির অভিযোগ করেছিলেন। তাঁর খুড়তুতো ভাইয়ের ছেলেকে অপহরণ করা হয়েছে ভেবে তিনি প্রতারিত হন। প্রতারক, উন্নত কৌশল অবলম্বন করে, ছেলেটির একটি ক্লোন করা ভয়েস রেকর্ডিং চালিয়ে চাপ প্রয়োগ করে। আতঙ্কিত হয়ে ওই ব্যক্তি Paytm-এর মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠিয়ে দেন।
পরে জানা যায় যে অপহরণের নাম করে তাঁর কাছ থেকে টাকা প্রতারণা করা হয়েছে। এই ধরনের জালিয়াতির খবর ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। স্ক্যামাররা আরও বিশ্বাসযোগ্য হওয়ার জন্য নতুন প্রযুক্তি এবং কৌশলগুলি আবিষ্কার করছে।
পরে জানা যায় যে অপহরণের নাম করে তাঁর কাছ থেকে টাকা প্রতারণা করা হয়েছে। এই ধরনের জালিয়াতির খবর ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। স্ক্যামাররা আরও বিশ্বাসযোগ্য হওয়ার জন্য নতুন প্রযুক্তি এবং কৌশলগুলি আবিষ্কার করছে।
এআই ভয়েস ক্লোনিং স্ক্যাম থেকে বাঁচার উপায়—১. সন্দেহজনক কোনও কথোপকথন সর্বদা যাচাই করে নেওয়া উচিত। স্ক্যামাররা ভয় দেখানোর চেষ্টা করবেই। তাই প্রথমেই ভয় পেয়ে যাওয়া চলবে না, শান্ত থাকতে হবে।
এআই ভয়েস ক্লোনিং স্ক্যাম থেকে বাঁচার উপায়—
১. সন্দেহজনক কোনও কথোপকথন সর্বদা যাচাই করে নেওয়া উচিত। স্ক্যামাররা ভয় দেখানোর চেষ্টা করবেই। তাই প্রথমেই ভয় পেয়ে যাওয়া চলবে না, শান্ত থাকতে হবে।
২. AI ভয়েস ক্লোনিং একটি অপেক্ষাকৃত নতুন প্রযুক্তি। এখনও ভয়েস ক্লোন করার সময় রোবটিক এবং ডিজিটাল শব্দ তৈরি হয়ে থাকে। বাক্যগুলি কীভাবে শেষ হচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে। ভয়েসের মধ্যে একটি রোবোটিক আন্ডারটোন আছে কিনা তা দেখে নিতে হবে।
২. AI ভয়েস ক্লোনিং একটি অপেক্ষাকৃত নতুন প্রযুক্তি। এখনও ভয়েস ক্লোন করার সময় রোবটিক এবং ডিজিটাল শব্দ তৈরি হয়ে থাকে। বাক্যগুলি কীভাবে শেষ হচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে। ভয়েসের মধ্যে একটি রোবোটিক আন্ডারটোন আছে কিনা তা দেখে নিতে হবে।
৩. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কণ্ঠস্বরও মিম রিলে ক্লোন করা হয়েছে। তবে হ্যাঁ, তাতে একটি রোবোটিক ভঙ্গি রয়েছে। তাই হঠাৎ কোনও আত্মীয় ফোন করে টাকা চাইলেও সতর্ক হতে হবে। তাঁর সঙ্গে অন্য উপায়ে যোগাযোগের চেষ্টা করতে হবে।
৩. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কণ্ঠস্বরও মিম রিলে ক্লোন করা হয়েছে। তবে হ্যাঁ, তাতে একটি রোবোটিক ভঙ্গি রয়েছে। তাই হঠাৎ কোনও আত্মীয় ফোন করে টাকা চাইলেও সতর্ক হতে হবে। তাঁর সঙ্গে অন্য উপায়ে যোগাযোগের চেষ্টা করতে হবে।