বেঙ্গালুরু: ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচ খেলতে নামতে চলেছে বেঙ্গালুরু। আপাতত দুই দলেরই পয়েন্ট ১২। এই ম্যাচ যে দল জিতবে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকবে সেই দল, অন্য দিকে যে দল হারবে প্লে-অফের আশা শেষ হবে সেই দলের। কার্যত নক-আউট সেই ম্যাচে বিরল নজিরের সামনে কিং কোহলি।
আরও পড়ুন: কেকেআরকে প্লে-অফে তুলেই লজ্জার রেকর্ড নারিনের, কী করেছেন নাইট তারকা?
দিল্লির বিরুদ্ধে ম্যাচ দিয়ে আরসিবির হয়ে ২৫০টি ম্যাচ খেলার নজির গড়তে চলেছেন বিরাট কোহলি। একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে এত ম্যাচ খেলার রেকর্ড অন্য কোনও ক্রিকেটারের নেই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং বিরাট কোহলি, নাম দুটো যেন একে অপরের পরিপূরক। ২০০৮ সালে আরসিবির জার্সি গায়ে চাপিয়েছিলেন বিরাট কোহলি। তার পরে ১৭ বছর বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অনেক পট পরিবর্তন ঘটেছে, কিন্তু মরচে ধরেনি বিরাট-আরসিবি সম্পর্কে। তবে সেই ২০০৭ থেকে শত চেষ্টা করেও বিরাট যেটা পাননি সেটা হল আইপিএল ট্রফি। তিন বার রানার্স এবং চার বার প্লে-অফে উঠেও আইপিএল জিততে পারেননি বিরাট।
Times change, teams change, but one thing that has remained constant is Virat donning the RCB colours with pride. 🤌
Walking out again today, wearing his pride for the 2️⃣5️⃣0️⃣th time in the IPL. 🫶🧿#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 pic.twitter.com/fTIVmdPx6V
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 12, 2024
আরও পড়ুন: সাসপেন্ড ঋষভ পন্থ! প্লে-অফের জন্য ‘বিরাট’ ম্যাচে শাস্তি পন্থের, কী করেছেন?
১৭ বছরে ২৪৯টি ম্যাচ খেলে ৭৮৯৭ রান করেছেন বিরাট, করেছেন ৮টি শতরান এবং ৫৫টি অর্ধ শতরান। আইপিএলের সব মরসুম মিলিয়ে স্ট্রাইক রেট ১৩১.৬৪। এই বছর দুরন্ত ছন্দে আছেন বিরাট, ১২টি ম্যাচ খেলে ৪১৩ বলে ৬৩৪ রান করেছেন তুমি।