আইপিএলের ইতিহাসে এর আগে মিচেল স্টার্ককে সবচেয়ে বেশি ২৪.৭৫ কোটি টাকা দিয়ে কিনেছিল কেকেআর। কিন্তু এবার তারা মিচেল স্টার্ককে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স।

IPL 2024 Virat Kohli: আইপিএলের মরণবাঁচন ম্যাচে অনন্য নজিরের সামনে কিং কোহলি

বেঙ্গালুরু: ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচ খেলতে নামতে চলেছে বেঙ্গালুরু। আপাতত দুই দলেরই পয়েন্ট ১২। এই ম্যাচ যে দল জিতবে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকবে সেই দল, অন্য দিকে যে দল হারবে প্লে-অফের আশা শেষ হবে সেই দলের। কার্যত নক-আউট সেই ম্যাচে বিরল নজিরের সামনে কিং কোহলি।

আরও পড়ুন: কেকেআরকে প্লে-অফে তুলেই লজ্জার রেকর্ড নারিনের, কী করেছেন নাইট তারকা?

দিল্লির বিরুদ্ধে ম্যাচ দিয়ে আরসিবির হয়ে ২৫০টি ম্যাচ খেলার নজির গড়তে চলেছেন বিরাট কোহলি। একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে এত ম্যাচ খেলার রেকর্ড অন্য কোনও ক্রিকেটারের নেই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং বিরাট কোহলি, নাম দুটো যেন একে অপরের পরিপূরক। ২০০৮ সালে আরসিবির জার্সি গায়ে চাপিয়েছিলেন বিরাট কোহলি। তার পরে ১৭ বছর বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অনেক পট পরিবর্তন ঘটেছে, কিন্তু মরচে ধরেনি বিরাট-আরসিবি সম্পর্কে। তবে সেই ২০০৭ থেকে শত চেষ্টা করেও বিরাট যেটা পাননি সেটা হল আইপিএল ট্রফি। তিন বার রানার্স এবং চার বার প্লে-অফে উঠেও আইপিএল জিততে পারেননি বিরাট।

আরও পড়ুন: সাসপেন্ড ঋষভ পন্থ! প্লে-অফের জন্য ‘বিরাট’ ম্যাচে শাস্তি পন্থের, কী করেছেন?

১৭ বছরে ২৪৯টি ম্যাচ খেলে ৭৮৯৭ রান করেছেন বিরাট, করেছেন ৮টি শতরান এবং ৫৫টি অর্ধ শতরান। আইপিএলের সব মরসুম মিলিয়ে স্ট্রাইক রেট ১৩১.৬৪। এই বছর দুরন্ত ছন্দে আছেন বিরাট, ১২টি ম্যাচ খেলে ৪১৩ বলে ৬৩৪ রান করেছেন তুমি।