Lok Sabha Elections 2024: ভোটের আগের দিনই অশান্তি! বহরমপুরের সরকারি আবাসনে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ অধীর চৌধুরীর

দক্ষিণবঙ্গ: ভোটের আগের দিনই উত্তপ্ত হয়ে উঠল বহরমপুর। বহরমপুরের এক সরকারি আবাসনে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুললেন অধীর চৌধুরী। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মহিলাদের শ্লীলতাহানি  করা হয় বলেও অভিযোগ। শনিবার রাতেই ঘটনাস্থলে আসেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ আসলে পুলিশের অধীর চৌধুরীর কথা কাটাকাটি হয়। ঘটনাকে কেন্দ্র করে ছড়ায় ব্যাপক উত্তেজনা।

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ চতুর্থ দফা লাইভ

অবিলম্বে অভিযুক্ত তৃণমূলের দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন অধীর। তিনি বলেন, ‘‘কংগ্রেসকে সমর্থন করার জন্য মহিলাদের তৃণমূলে হেনস্থার শিকার হতে হয়েছে। সন্দেশখালিতে মা বোনেরাই তৃণমূলের হার্মাদকে জব্দ করেছিল। এখানেও মহিলাদেরকেই তৃণমূলের হার্মাদ বাহিনীকে জব্দ করতে হবে। আমি প্রত্যেকের সঙ্গে থাকব। বহরমপুর থানায় লিখিত অভিযোগে দায়ের করা হয়েছে। অভিযোগকারী রাজ সাহা বলেন, ‘‘কোনও রাজনৈতিক দল এই ঘটনায় জড়িত রয়েছে কি না, আমাদের জানা নেই। তবে যে বা যাঁরা জড়িত রয়েছে তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক।’’

আরও পড়ুন: লোকসভা ভোটের চতুর্থ দফা শুরু! মহুয়া অধীর দিলীপ…! আজ ভোটে হেভিওয়েট প্রার্থী আর কে কে? তালিকার বড় ‘মুখ’ যাঁরা

রবিবার দুপুরেই ওই সরকারি আবাসনে যান পুরপিতা নাড়ুগোপাল মুখোপাধ্যায় অভিযোগকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এদিন অধীর চৌধুরীকে পাল্টা আক্রমণ করে নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন তৃণমূলের কোনও কর্মী এই ঘটনায় জড়িত নেই। নিজের পরাজয় নিশ্চিত জেনে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ তুলে অধীর চৌধুরী নোংরা রাজনীতির পথ অবলম্বন করছেন। যে বা যারা এই ঘটনায় জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোটের আগের দিনই উত্তপ্ত হয়ে উঠল বহরমপুর। বহরমপুরের এক সরকারি আবাসনে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুললেন অধীর চৌধুরী। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মহিলাদের শ্লীলতাহানি  করা হয় বলেও অভিযোগ। শনিবার রাতেই ঘটনাস্থলে আসেন কংগ্রেস প্রার্থী  অধীর চৌধুরী।

আরও পড়ুন: ‘লুটতে ব্যস্ত তৃণমূল!,’ দুর্নীতি নিয়ে তুমুল তুলোধনা…বিনামূল্যে বিদ্যুৎ নিয়েও বড় প্রতিশ্রুতি মোদির

ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ আসলে পুলিশের অধীর চৌধুরীর কথা কাটাকাটি হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অবিলম্বে অভিযুক্ত তৃণমূলের দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন অধীর। তিনি বলেন, ‘‘কংগ্রেসকে সমর্থন করার জন্য মহিলাদের তৃণমূলের হেনস্থার শিকার হতে হয়েছ। সন্দেশখালিতে মা বোনেরাই তৃণমূলের হার্মাদকে জব্দ করেছিল। এখানেও মহিলাদেরকেই তৃণমূলের হার্মাদ বাহিনীকে জব্দ করতে হবে। আমি প্রত্যেকের সঙ্গে থাকব।’’