রোহিত শর্মা ও কেকেআর এই দুটি শব্দ এখন একসঙ্গে বলা হচ্ছে৷ তোলপাড় করা ফের এক ফটোতে জল্পনা চরমে উঠেছিল৷ ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের দিন বৃষ্টির কারণে ম্যাচ অনেকটাই দেরিতে শুরু হয়৷ আর সেই সময়ে কেকেআর ড্রেসিংরুমে পৌঁছে গিয়েছিলেন রোহিত শর্মা৷ এই ফটো সামনে আসার পরেই তোলপাড় শুরু হয়৷ Photo Courtesy- Twitter

Rohit Sharma and KKR: শ্রেয়স আইয়ারের অধিনায়কের চাকরিটা কি তাহলে গেল বলে! রোহিতের কেকেআর ড্রেসিংরুমে মিটিংয়ে নতুন তোলপাড়

রোহিত শর্মা ও কেকেআর এই দুটি শব্দ এখন একসঙ্গে বলা হচ্ছে৷ তোলপাড় করা ফের এক ফটোতে জল্পনা চরমে উঠেছিল৷ ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের দিন বৃষ্টির কারণে ম্যাচ অনেকটাই দেরিতে শুরু হয়৷ আর সেই সময়ে কেকেআর ড্রেসিংরুমে পৌঁছে গিয়েছিলেন রোহিত শর্মা৷ এই ফটো সামনে আসার পরেই তোলপাড় শুরু হয়৷ Photo Courtesy- Twitter
রোহিত শর্মা ও কেকেআর এই দুটি শব্দ এখন একসঙ্গে বলা হচ্ছে৷ তোলপাড় করা ফের এক ফটোতে জল্পনা চরমে উঠেছিল৷ ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের দিন বৃষ্টির কারণে ম্যাচ অনেকটাই দেরিতে শুরু হয়৷ আর সেই সময়ে কেকেআর ড্রেসিংরুমে পৌঁছে গিয়েছিলেন রোহিত শর্মা৷ এই ফটো সামনে আসার পরেই তোলপাড় শুরু হয়৷ Photo Courtesy- Twitter
কারণ এর আগে শুক্রবারই রোহিত শর্মার কেকেআর নিয়ে একটি ভিডিও  মুছে ফেলা হয়েছিল৷ কিছু তো নিশ্চয় চলছে নইলে হঠাৎ ভিডিও ডিলিট হবে কেন! এদিকে ভিডিও ডিলিটে ঘটনার পর প্রতিপক্ষ শিবিরের ড্রেসিংরুমে ম্যাচের আগে বিপক্ষ দলের খেলোয়াড় ঢোকাও খুব একটা সাধারণ ঘটনার মধ্যে পড়ে না৷ কলকাতা ড্রেসিংরুম থেকে নতুন ভিজ্যুয়ালের এসেছে তার পরিপ্রেক্ষিতে, ভক্তরা অনুমান করতে শুরু করেছিলেন যে রোহিত শর্মা ২০২৫ -র আইপিএলে তাহলে কেকেআর জার্সিতেই খেলছেন৷ Photo Courtesy- Twitter Video Grab
কারণ এর আগে শুক্রবারই রোহিত শর্মার কেকেআর নিয়ে একটি ভিডিও  মুছে ফেলা হয়েছিল৷ কিছু তো নিশ্চয় চলছে নইলে হঠাৎ ভিডিও ডিলিট হবে কেন! এদিকে ভিডিও ডিলিটে ঘটনার পর প্রতিপক্ষ শিবিরের ড্রেসিংরুমে ম্যাচের আগে বিপক্ষ দলের খেলোয়াড় ঢোকাও খুব একটা সাধারণ ঘটনার মধ্যে পড়ে না৷ কলকাতা ড্রেসিংরুম থেকে নতুন ভিজ্যুয়ালের এসেছে তার পরিপ্রেক্ষিতে, ভক্তরা অনুমান করতে শুরু করেছিলেন যে রোহিত শর্মা ২০২৫ -র আইপিএলে তাহলে কেকেআর জার্সিতেই খেলছেন৷ Photo Courtesy- Twitter Video Grab
কলকাতা নাইট রাইডার্সের পোস্ট করা একটি ভিডিও ভাইরাল হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন৷
কলকাতা নাইট রাইডার্সের পোস্ট করা একটি ভিডিও ভাইরাল হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন৷
ছোট্ট  ক্লিপটি যা পরে কেকেআর পরে ডিলিট করে দিয়েছিল তা নিয়ে তোলপাড়ের মধ্যে আরও ইন্ধন দেন রোহিত৷ তিনি বুঝিয়ে দেন  যে এই মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স ক্যাম্পে যা চলছে তাতে তিনি খুব খুশি নন।
ছোট্ট  ক্লিপটি যা পরে কেকেআর পরে ডিলিট করে দিয়েছিল তা নিয়ে তোলপাড়ের মধ্যে আরও ইন্ধন দেন রোহিত৷ তিনি বুঝিয়ে দেন  যে এই মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স ক্যাম্পে যা চলছে তাতে তিনি খুব খুশি নন।
এর মধ্যে রোহিতকে ইডেন গার্ডেন্সে  বৃষ্টির বিলম্বের মধ্যে কেকেআর ফ্র্যাঞ্চাইজির সদস্য ও কোচদের সঙ্গেও কথা বলেন৷   তাঁদের ড্রেসিংরুমে একটি গভীর আলোচনারত অবস্থায় দেখা গেছে৷  যার পরে সোশ্যাল মিডিয়ায় হিল্লোল তৈরি করেছে৷
এর মধ্যে রোহিতকে ইডেন গার্ডেন্সে  বৃষ্টির বিলম্বের মধ্যে কেকেআর ফ্র্যাঞ্চাইজির সদস্য ও কোচদের সঙ্গেও কথা বলেন৷   তাঁদের ড্রেসিংরুমে একটি গভীর আলোচনারত অবস্থায় দেখা গেছে৷  যার পরে সোশ্যাল মিডিয়ায় হিল্লোল তৈরি করেছে৷
শনিবার, কলকাতা এবং মুম্বইয়ের মধ্যে আইপিএল ম্যাচটি বৃষ্টির কারণে দেড় ঘণ্টারও বেশি দেরি হয় কারণ কলকাতায় অবিরাম বৃষ্টির কারণে ম্যাচটি ভারতীয় সময় রাত ৯:১৫ তে শুরু হয়েছিল। আর ম্যাচ ডিলের এই সময়েই নিজের কাজ সেরে নিয়ে কেকেআর টিম ম্যানেজেমেন্টের সঙ্গে একটি মুখোমুখি বৈঠক সেরে নেন৷
শনিবার, কলকাতা এবং মুম্বইয়ের মধ্যে আইপিএল ম্যাচটি বৃষ্টির কারণে দেড় ঘণ্টারও বেশি দেরি হয় কারণ কলকাতায় অবিরাম বৃষ্টির কারণে ম্যাচটি ভারতীয় সময় রাত ৯:১৫ তে শুরু হয়েছিল। আর ম্যাচ ডিলের এই সময়েই নিজের কাজ সেরে নিয়ে কেকেআর টিম ম্যানেজেমেন্টের সঙ্গে একটি মুখোমুখি বৈঠক সেরে নেন৷
তাঁকে ফ্র্যাঞ্চাইজির সাপোর্ট স্টাফদের সঙ্গে কথোপকথনে ব্যস্ত দেখা গেছে যার মধ্যে সহকারী কোচ অভিষেক নায়ার এবং বোলিং কোচ ভরত অরুণ, কেএস ভরত এবং মনীশ পান্ডের মতো ক্রিকেটাররাও ছিলেন৷
তাঁকে ফ্র্যাঞ্চাইজির সাপোর্ট স্টাফদের সঙ্গে কথোপকথনে ব্যস্ত দেখা গেছে যার মধ্যে সহকারী কোচ অভিষেক নায়ার এবং বোলিং কোচ ভরত অরুণ, কেএস ভরত এবং মনীশ পান্ডের মতো ক্রিকেটাররাও ছিলেন৷
এদিকে কেকেআর ফ্যানদের সঙ্গে গলা মিলিয়েছেন প্রাক্তন ক্রিকেট তারকা ওয়াসিম আক্রমও৷ তিনি জানিয়েছেন তিনি চান  যে বর্তমান ভারতীয় অধিনায়ক আগামী বছর কলকাতা ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিন৷ তিনি এর জন্য বলেছেন  যে আইপিএল ২০২৫ মরশুমের আগে একটি মেগা নিলাম হবে। এই সপ্তাহের শুরুতে স্পোর্টসকিডার দেওয়া সাক্ষাৎকারে আক্রম বলেছিলেন যে  ইডেন গার্ডেন্সের অবস্থা তাঁর জন্য উপযুক্ত হবে।
এদিকে কেকেআর ফ্যানদের সঙ্গে গলা মিলিয়েছেন প্রাক্তন ক্রিকেট তারকা ওয়াসিম আক্রমও৷ তিনি জানিয়েছেন তিনি চান  যে বর্তমান ভারতীয় অধিনায়ক আগামী বছর কলকাতা ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিন৷ তিনি এর জন্য বলেছেন  যে আইপিএল ২০২৫ মরশুমের আগে একটি মেগা নিলাম হবে। এই সপ্তাহের শুরুতে স্পোর্টসকিডার দেওয়া সাক্ষাৎকারে আক্রম বলেছিলেন যে  ইডেন গার্ডেন্সের অবস্থা তাঁর জন্য উপযুক্ত হবে।
আক্রম আরও বলেন, তাঁর মনে হচ্ছে পরের মরশুমে রোহিত মুম্বই ইন্ডিয়ান্সে থাকবেন না। ‘‘আমি তাঁকে কেকেআর-এ দেখতে চাই। একবার ভাবুন সেখানে তাকে খেলানো, মেন্টর হিসেবে গোতি, অধিনায়ক হিসেবে আইয়ার। সেই উইকেটে (ইডেন গার্ডেন্সে) তাঁদের খুব শক্তিশালী ব্যাটিং হবে। যে কোনও উইকেটে সে খুব ভাল ব্যাট করে, সে দারুণ একজন খেলোয়াড়। তবে কেকেআর-এ তাঁকে ভাল দেখাবে৷’’
আক্রম আরও বলেন, তাঁর মনে হচ্ছে পরের মরশুমে রোহিত মুম্বই ইন্ডিয়ান্সে থাকবেন না। ‘‘আমি তাঁকে কেকেআর-এ দেখতে চাই। একবার ভাবুন সেখানে তাকে খেলানো, মেন্টর হিসেবে গোতি, অধিনায়ক হিসেবে আইয়ার। সেই উইকেটে (ইডেন গার্ডেন্সে) তাঁদের খুব শক্তিশালী ব্যাটিং হবে। যে কোনও উইকেটে সে খুব ভাল ব্যাট করে, সে দারুণ একজন খেলোয়াড়। তবে কেকেআর-এ তাঁকে ভাল দেখাবে৷’’
তাহলে একটাই লাখ টাকার প্রশ্ন কেকেআর কী তাহলে অধিনায়ক বদল করবে? এমনিতেই শ্রেয়স আইয়ারের ক্রিকেটার হিসেবে সময়টা ভাল যাচ্ছে না বোর্ডের বার্ষিক চুক্তি থেকেও বাদ পড়েছেন তিনি৷ আইপিএলে কেকেআরের অধিনায়ক হয়ে যে সম্মানটা আছে রোহিত যদি সত্যিই আসেন তাহলে তাঁর কী হবে৷
তাহলে একটাই লাখ টাকার প্রশ্ন কেকেআর কী তাহলে অধিনায়ক বদল করবে? এমনিতেই শ্রেয়স আইয়ারের ক্রিকেটার হিসেবে সময়টা ভাল যাচ্ছে না বোর্ডের বার্ষিক চুক্তি থেকেও বাদ পড়েছেন তিনি৷ আইপিএলে কেকেআরের অধিনায়ক হয়ে যে সম্মানটা আছে রোহিত যদি সত্যিই আসেন তাহলে তাঁর কী হবে৷