আজ, মঙ্গলবার ভোটের বঙ্গে জোড়া কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Amit Shah: আজ ভোটের বঙ্গে জোড়া শাহী সভা, মতুয়া গড়ে কী বার্তা দেবেন অমিত শাহ?

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আজ, মঙ্গলবার ভোটের বঙ্গে জোড়া কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে একাধিকবার রাজ্যে এসেছেন অমিত শাহ। কোথাও দলীয় প্রার্থীদের হয়ে করেছেন সভা। আবার কোথাও বা রোড শো।

আরও পড়ুন– রাজ্যে ফের শুষ্ক আবহাওয়া ও শুকনো গরমের দাপট বাড়বে! বৃষ্টির সামান্য পূর্বাভাস কোন কোন জেলায়? জেনে নিন

আজ, মঙ্গলবার বাংলায় দু-দুটি রাজনৈতিক সভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রথমে বনগাঁতে, সেখানে দলীয় প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে সভা করবেন অমিত শাহ। তারপর বিকেলে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আমতাতে জনসভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। মঙ্গলবারের দুটি সভার মধ্যে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বনগাঁর সভা। কারণ নাগরিকত্ব সংশোধনী আইন ইতিমধ্যেই লাগু হয়েছে। যদিও শাসক দলের শীর্ষ নেতৃত্ব থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত সিএএ লাগু হতে দেবেন না বলে প্রতিদিনই হুঙ্কার দিচ্ছেন। অন্যদিকে পদ্ম শিবির তাদের স্পষ্ট কথা, সিএএ হবেই। কেউ আটকাতে পারবে না। সব মিলিয়ে শাসক-বিরোধী তুমুল তরজা চলছেই।

আরও পড়ুন– রাশিফল ১৪ মে; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

লোকসভা ভোটের প্রচারে বিভিন্ন সভা থেকেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ নিয়ে সুর চড়াচ্ছেন। বনগাঁ। মতুয়া সম্প্রদায়ের গড় হিসেবে পরিচিত কেন্দ্র। সেখানেই অমিত শাহর আজ সভা। সিএএ এখন আইনে পরিণত হয়েছে। কেউ নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করার ক্ষেত্রে বাধা দিলে কাউকে ছেড়ে কথা বলা হবে না বলে আগেই হুঁশিয়ারির সুর শোনা গিয়েছে অমিত শাহর গলায়। আর সিএএ নিয়ে তরজার আবহেই আজ, মঙ্গলবার শাহী সভা মতুয়া সম্প্রদায়ের গড় হিসেবে পরিচিত লোকসভা কেন্দ্র বনগাঁতে।

সিএএ প্রতিশ্রুতি দিয়ে গত বছরের লোকসভা ভোটে মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশের সমর্থন পেয়েছিল বিজেপি। আর এবার লোকসভা ভোটের আগে সিএএ লাগু করার কথা সরকারিভাবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের আবহে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সিএএ নিয়ে বনগাঁর মাটিতে দাঁড়িয়ে কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।