হুগলি: রাতের অন্ধকারে ঝলসে গেল শসার ক্ষেত! ফলন্ত সতেজ শসার গাছ যেখানে ফল ধরেছিল আগের দিন পর্যন্ত সেখানেই এক রাতে সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। শসার ক্ষেত শুকিয়ে যাওয়ায় পিছনে রহস্য খুঁজেছেন জমির মালিক। অজানা কোন কারণ নাকি শত্রুতার জেরে উদ্দেশ্য প্রণোদিতভাবে মেরে ফেলা হয়েছে জীবন্ত গাছ গুলোকে। স্থানীয় সূত্রে খবর, ওই জমির মালিক পোলবা-দাদপুর ব্লকের সাটিথান গ্রাম পঞ্চায়েতের আমরা গ্রামের তৃনমূল নেত্রী দীপা বাউল দাস। যিনি পোলবা-দাদপুর পঞ্চায়েত সমিতির তৃনমূল সদস্য। পেশায় একজন কৃষক। তারই এক বিঘা জমিতে চাষ করেছিলেন শসা। কিন্তু রাতের অন্ধকার এই হঠাৎই শসা গাছ মরে শুকিয়ে গেছে অজানা কারণে ! যদিও এর পিছনে রাজনৈতিক কারণ দেখছে তৃণমূল।
আরও পড়ুন: আকাশ থেকে উড়ে পড়ল ওটা কী? চুঁচুড়ায় মারাত্মক কাণ্ড! আতঙ্ক-শোরগোল
দীপা বাউল দাসের অভিযোগ তিনি তৃনমূল করেন বলে তার এক বিঘা শশা খেত ওষুধ দিয়ে নষ্ট করে দিয়েছে বিজেপি। সকালে দেখতে পান সব শশা গাছ ঝলসে গেছে।ফলন্ত গাছ মরে যাওয়ায় অনেক টাকার ক্ষতি হয়েছে তার। আর কদিন পরেই ভোট হুগলিতে তার আগে তৃনমূল নেত্রীর ফসল নষ্টে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।বিজেপি যদিও অভিযোগ অস্বীকার করেছে। বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাউ বলেন,তৃনমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল।সাটিথান পঞ্চায়েতে তৃনমূলের সদস্যরা আবাস যোজনা থেকে শৌচালয়ের টাকা নিজেদের অ্যাকাউন্টে নিয়েছে তার অভিযোগ উঠেছে।সেই সব সামাল দিতে পারছে না তাই বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাহী হালদার