ছবির মধ্যিখানে থাকা ব্যক্তির মৃত্যু ঘটেছে

Hooghly News: মুখ্যমন্ত্রীর সভা থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক ঘটনা! তৃণমূলকর্মীর খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে ছুটে গেলেন বিধায়ক 

হুগলি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে বাড়ি ফেরার পথে হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু তৃণমূলকর্মীর! ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়ায়। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে খবর হাসপাতাল সূত্রের। মৃত ওই ব্যক্তির নাম স্বপন মাঝি। ৪৮ বছরের স্বপন মাঝি দলের একনিষ্ঠ কর্মী ছিলেন বলে খবর তৃণমূল সূত্রের।

স্থানীয় সূত্রে খবর, হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বুধবার চুঁচুড়া ময়দানে সমাবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভাতে যোগ দিতে আসেন পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পুরুষোত্তম পার্টি গ্রামের তৃণমূল কর্মী স্বপন মাঝি।

আরও পড়ুন: ‘এবার ওরা হারছে..,’ ২০০-ও পেরবে না বিজেপি, কোন কোন রাজ্যে হারছে…বুঝিয়ে দিলেন মমতা

সভা শেষে একজনের সঙ্গে স্কুটারে চেপে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ অসুস্থ হয়ে পরেন। তড়িঘড়ি তাঁকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: বদলেছে রাজনৈতিক নানা সমীকরণ! ২৫ মে মেদিনীপুর-ঝাড়গ্রামের ৫ আসনে ভোট, প্রচারে ঝড় তুলবেন মমতা-অভিষেক

খবর পেয়ে চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার হাসপাতালে যান। মৃত কর্মীর পরিবারকে সমবেদনা জানাতে তাঁর বাড়িতেও যান বিধায়ক। বিধায়ক জানান, মাস ছয়েক আগে একবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন স্বপন। দলের প্রতি ভালোবাসায় আজ মুখ্যমন্ত্রীর সভায় হাজির হন। সভা শেষে বাড়ি ফেরার পথে মৃত্যু হয় তার।

রাহী হালদার