চেন্নাই-আরসিবি ম্যাচে, বৃষ্টি হলে কোন দলে যাবে প্লে-অফে? রয়েছে চমক

কলকাতা: আইপিএলে গুরুত্বপূর্ণ ম্যাচ। আরসিবি বনাম সিএসকে। দুটি দলই প্লে-অফের লড়াইয়ে রয়েছে। ফলে ১৮ মের ম্যাচটির দিকে দুই দলের সমর্থকদের নজর থাকবে।

এই ম্যাচে বৃষ্টির ভ্রুকূটি রয়েছে। এর আগে গুজরাত-কেকেআরের ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়েছে। আজও যদি একই ঘটনা ঘটে তা হলে কোন দল প্লে-অফে যাবে!

ম্যাচ ভেস্তে গেলে কী হবে? দেখতে হবে আইপিএলের পয়েন্ট টেবিল। সিএসকে এখন আছে তৃতীয় স্থানে। তাদের পয়েন্ট ১৪। ধোনিদের দল ১৩টি ম্যাচ খেলে নেট রান রেট +.৫২৮।

আরও পড়ুন- ভারতীয় ফুটবলে একটি যুগের অবসান, অবসর ঘোষণা সুনীল ছেত্রীর

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রয়েছে ষষ্ঠ স্থানে। ১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্টে তাদের। নেট রান রেট +.৩৮৭। চেন্নাই ও হায়দরাবাদ প্লে-অফের লড়াইয়ে এগিয়ে। দিল্লির পয়েন্ট ১৪। কিন্তু তাদের নেট রান রেট মাইনাসে।

আজ ম্য়াচ বৃষ্টিতে ভেস্তে গেলে আরসিবির পয়েন্ট হবে ১৩। ফলে আরসিবির প্লে-অফ খেলার আশা শেষ হয়ে যেতে পারে। অন্যদিকে, আজ বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে চেন্নাইয়ের পয়েন্ট হবে ১৫।

সানরাইজার্সের ১২ ম্যাচে ১৪ পয়েন্ট। হায়দরাবাদ পরের দুটি ম্যাচ জিতলে হবে ১৮ পয়েন্ট। ফলে তাদের প্লে-অফ নিশ্চিত হবে। এদিকে, চেন্নাই ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকবে। তখন আর নেট রান রেট দেখার কিছু থাকবে না। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে লাভ চেন্নাইয়ের। তবে আরসিবির আর প্লে-অফ খেলার কোনও আশা থাকবে না।

আরও পড়ুন- কেকেআর ছাড়ার আগে গম্ভীরের ‘গোপন কথা’ ফাঁস করে গিয়েছেন সল্ট! জানলে অবাক হবেন