Tag Archives: CSK

IPL 2024 CSK vs RR: বিরলভাবে আউট জাদেজা, তবুও রাজস্থানকে হারিয়ে প্লে-অফের দৌড়ে এক ধাপ এগোলেন ধোনিরা

রাজস্থানকে পাঁচ উইকেটে হারিয়ে প্লে-অফের দৌড়ে এক ধাপ এগোলেন ধোনিরা। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিনে উঠলেন ধোনিরা। ধোনিদের জয়ের দিনে চর্চায় উঠে এল জাদেজার উইকেট।

রবিবার চিপকে চেন্নাই বনাম রাজস্থান ম্যাচে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৪১ রান তোলে রাজস্থান। আরআরের হয়ে ৩৫ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন রিয়ান পরাগ। চেন্নাইয়ের হয়ে সেরা বোলিং করেন সিমারজিৎ সিং। চার ওভার বল করে ৩ উইকেট নিয়ে মাত্র ২৬ রান দিয়েছেন সিমরজিৎ। পরে ব্যাট করতে নেমে ১.৪ ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় চেন্নাই। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ রান ঋতুরাজের, ৪১ বলে ৪২ করে অপরাজিত থাকেন ঋতুরাজ।

আরও পড়ুন: কেকেআরকে প্লে-অফে তুলেই লজ্জার রেকর্ড নারিনের, কী করেছেন নাইট তারকা?

চেন্নাইয়ের জয়ের দিনে সবচেয়ে বেশি চর্চায় জাদেজার উইকেট। ১৬ তম ওভারে ব্যাট করছিলেন জাদেজা এবং ঋতুরাজ। আবেশ খানের বলে জাদেজা দুই রান নিতে চাইলেও ঋতুরাজ রাজি হননি। কিন্তু জাদেজা ক্রিজ থেকে বেরিয়ে যান। তখন সঞ্জু স্যামসন বল ধরে উইকেটের দিকে ছুড়তে যান। বল উইকেটে না লেগে জাদেজার গায়ে লাগে। রাজস্থান আউট চাইলে অবস্ট্রাক্টিং দ্য ফিলড নিয়মে আউট হন জাদেজা।

আরও পড়ুন: সাসপেন্ড ঋষভ পন্থ! প্লে-অফের জন্য ‘বিরাট’ ম্যাচে শাস্তি পন্থের, কী করেছেন?

এ দিন জয়ের ফলে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রইল চেন্নাই। অন্য দিকে, ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরেই রইল রাজস্থান।

IPL 2024 Playoffs Scenario: প্রথম দল হিসেবে প্লে অফে কেকেআর, বাকি ৩ দল কারা? পয়েন্ট টেবিলে বড় চমক

আইপিএল ২০২৪-এর প্রথম দল হিসেবে প্লেঅফে কোয়ালিফাই করেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফ্যানেদের সুখবর দিয়েছে কেকেআর। ১২ ম্য়াচে ৯ জয়, ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে নাইটরা।
আইপিএল ২০২৪-এর প্রথম দল হিসেবে প্লেঅফে কোয়ালিফাই করেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফ্যানেদের সুখবর দিয়েছে কেকেআর। ১২ ম্য়াচে ৯ জয়, ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে নাইটরা।
শুধু প্লে অফে কোয়ালিফাই করাই নয়, প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়াও পাকা করে ফেলেছে কেকেআর। বাকি ম্যাচগুলিতে কেকেআর ও রাজস্থান রয়্যালসের ফলাফলের উপর নির্ভর করবে লিগ টপার হবে কোন দল। তবে কেকেআরের রানরেট ভাল থাকায় প্রথম দুইয়ে জায়গা পাকা।
শুধু প্লে অফে কোয়ালিফাই করাই নয়, প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়াও পাকা করে ফেলেছে কেকেআর। বাকি ম্যাচগুলিতে কেকেআর ও রাজস্থান রয়্যালসের ফলাফলের উপর নির্ভর করবে লিগ টপার হবে কোন দল। তবে কেকেআরের রানরেট ভাল থাকায় প্রথম দুইয়ে জায়গা পাকা।
রাজস্থান রয়্যালসের বর্তমানে ১১ ম্যাচে ৮ জয়, ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। সরকারিভাবে প্লেঅফের টিকিট পাকা না হলেও কার্যত পাকা হয়ে গিয়েছে। আর দুটি ম্যাচ জিতলেই রাজস্থানেরও প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়া পাকা হয়ে যাবে।
রাজস্থান রয়্যালসের বর্তমানে ১১ ম্যাচে ৮ জয়, ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। সরকারিভাবে প্লেঅফের টিকিট পাকা না হলেও কার্যত পাকা হয়ে গিয়েছে। আর দুটি ম্যাচ জিতলেই রাজস্থানেরও প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়া পাকা হয়ে যাবে।
লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ১২ ম্যাচে ৭ জয়, ১৪ পয়েন্ট প্যাট কামিন্সের দলের। ফলে হায়দাবাদের কাছেও শেষ দুটি ম্যচ জিতলে প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়ার সুযোগ রয়েছে। আর রানরেট ভাল থাকায় একটি ম্যাচ জিতলে প্লেঅফ কার্যত পাকা হয়ে যাবে এসআরএইচের।
লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ১২ ম্যাচে ৭ জয়, ১৪ পয়েন্ট প্যাট কামিন্সের দলের। ফলে হায়দাবাদের কাছেও শেষ দুটি ম্যচ জিতলে প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়ার সুযোগ রয়েছে। আর রানরেট ভাল থাকায় একটি ম্যাচ জিতলে প্লেঅফ কার্যত পাকা হয়ে যাবে এসআরএইচের।
এরপর চতুর্থস্থান নিয়েই চলছে জোর টক্কর। ১২ ম্যাচে ৬ জয়, ১২ পয়েন্ট নিয়ে রানরেটের বিচারে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই, পঞ্চম স্থানে রয়েছে দিল্লি, ষষ্ঠ স্থানে রয়েছে লখনউ। ফলে আগামী ২টি ম্যাচ জিততে পারলে তিনটি দলের কাছেই সুযোগ রয়েছে প্লেঅফে যাওয়ার।
এরপর চতুর্থস্থান নিয়েই চলছে জোর টক্কর। ১২ ম্যাচে ৬ জয়, ১২ পয়েন্ট নিয়ে রানরেটের বিচারে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই, পঞ্চম স্থানে রয়েছে দিল্লি, ষষ্ঠ স্থানে রয়েছে লখনউ। ফলে আগামী ২টি ম্যাচ জিততে পারলে তিনটি দলের কাছেই সুযোগ রয়েছে প্লেঅফে যাওয়ার।
১২ ম্যাচ ৫ জয়, ১০ পয়েন্টে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত টাইটান্স। এই দুই দল যদি সব ম্যাচ জেতে তাহলে শেষ করবে ১৪ পয়েন্টে। প্লেঅফে যাওয়ার ক্ষীণ আশা থাকলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে। একমাত্র মুম্বই ও পঞ্জাবের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে।
১২ ম্যাচ ৫ জয়, ১০ পয়েন্টে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত টাইটান্স। এই দুই দল যদি সব ম্যাচ জেতে তাহলে শেষ করবে ১৪ পয়েন্টে। প্লেঅফে যাওয়ার ক্ষীণ আশা থাকলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে। একমাত্র মুম্বই ও পঞ্জাবের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে।

Shubman Gill punished: সেঞ্চুরির পরেই আইপিএলে শাস্তির কোপে শুভমন, চেন্নাইয়ের বিরুদ্ধে এই কাজের জন্য বিপাকে গিল

আইপিএলে এ বার শাস্তির কবলে গুজরাতের অধিনায়ক শুভমন গিল। সিএসকের বিরুদ্ধে ম্যাচে জয়ের পরেই দুঃসংবাদ এল গুজরাত শিবিরে। মন্থর ওভার রেটের জন্য শাস্তির কবলে পড়েছেন শুভমন গিল সহ গুজরাতের বাকি খেলোয়ারেরা।

চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ প্রায় নকআউট ছিল গুজরাতের। ধোনিদের ৩৫ রানে হারিয়ে আইপিএলের প্লেঅফের লড়াইয়ে এখনও টিকে রয়েছে গুজরাত। এর মধ্যেই শাস্তির খবর এল গুজরাত শিবিরে। মন্থর ওভার রেটের জন্য ২৪ লক্ষ টাকা জরিমানা হয়েছে শুভমন গিলের। ইমপ্যাক্ট প্লেয়ার সহ গিল ছাড়া বাকি ১১জনের জরিমানার পরিমাণ ৬ লক্ষ টাকা বা ম্যাচ ফির ২৫ শতাংশ (যেটার পরিমাণ সবচেয়ে কম হবে)।

আরও পড়ুন: সাসপেন্ড ঋষভ পন্থ! প্লেঅফের জন্য ‘বিরাট’ ম্যাচে শাস্তি পন্থের, কী করেছেন?

চেন্নাইয়ের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে গুজরাত। সাই সুদর্শন এবং শুভমন গিল সেঞ্চুরি করেছেন শুক্রবারের ম্যাচে। ২৩২ রান তাড়া করতে নেমে ১৯৬ রানের মধ্যে গুটিয়ে যায় চেন্নাইয়ের ইনিংস। মইন আলি এবং ডারেল মিচেলের লড়াইয়ের পরেও জিততে পারেনি চেন্নাই। চেন্নাইয়ের আইপিএলের প্লেঅফ এখনও নিশ্চিত হয়নি। অন্য দিকে চেন্নাই ম্যাচ জিতে এখনও প্লেঅফে টিকে রয়েছে গুজরাত। এ বার শাস্তি হল গুজরাতের খেলোয়ারদের। গুজরাতের আগামী দুই ম্যাচ কলকাতা এবং হায়দরাবাদের বিরুদ্ধে।

চেন্নাই জিতে বিপদ বাড়াল আরেক দলের, IPL প্লে-অফের অঙ্ক আরও কঠিন!

চেন্নাই: আইপিএল ২০২৪-এ আজ হিমাচল প্রদেশের ধরমশালা স্টেডিয়ামে পঞ্জাব কিংস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে প্রথম ম্যাচ খেলা হল। এই ম্যাচে চেন্নাই সুপার কিংস ২৮ রানে হারাল পঞ্জাবকে।

পঞ্জাব কিংস টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে চেন্নাই ২০ ওভারে ১৬৭ রান করে। এই স্কোর তাড়া করতে সফল নেমে হিমশিম খায় পঞ্জাব। দুর্দান্ত বোলিংয়ে ভর করে এই ম্যাচ জিতেছে সিএসকে।

চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেন করতে নামা অজিঙ্কা রাহানে ফ্লপ। ৭ বলে ৯ রান করে আউট হন রাহানে। ফর্মে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। কিন্তু ২১ বলে ৩২ রান করে আউট হন তিনি। ড্যারিল মিচেল ১৯ বলে ৩০ রানের ইনিংস খেলেন।

আরও পড়ুন- KKR News: রবিতেই প্লে-অফের টিকিট পাকা হবে কেকেআরের! সুযোগ ‘সিংহাসন’ দখলের

এর পর রবীন্দ্র জাদেজা ছাড়া বাকি সব খেলোয়াড়ই ফ্লপ। মঈন আলি ১৭ রান, মহেন্দ্র সিং ধোনি ০ এবং মিচেল স্যান্টনারের মতো খেলোয়াড় ১১ রানের ইনিংস খেলেন। CSK-এর ইনিংস সামলাতে গিয়ে জাদেজা ২৬ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। সেই ইনিংসে তিনি মারেন ২টি ছক্কা ও ৩টি চার। জাদেজার দৌলতে সিএসকে-র স্কোর ২০ ওভারে ১৬৭ রানে পৌঁছে যায়।

পঞ্জাব কিংসের হয়ে দুর্দান্ত বোলিং করে ৩টি করে উইকেট নেন হর্ষল প্যাটেল ও রাহুল চাহার। পঞ্জাব কিংসের হয়ে বড় ইনিংস খেলতে পারেনি কোনো খেলোয়াড়। পাঞ্জাবের হয়ে ওপেন করার সময় ২৩ বলে ৩০ রান করে আউট হন প্রভসিমরান সিং।

আরও পড়ুন- আইপিএলে রান করলেও বিরাটের পাশে নেই ভারতের প্রাক্তন, কিন্তু মুগ্ধ পাক কিংবদন্তি

তাঁর সঙ্গে আসা জনি বেয়ারস্টো করেন ৭ বলে ৭ রান। রিলি রুশো ৩ বলে শূন্য রান করে আউট হন, শশাঙ্ক সিং ২০ বলে ২৭ রান করে আউট হন।মাত্র ১৩৯ রানে শেষ হয়ে যায় পঞ্জাব কিংসের ইনিংস। এই হারের ফলে চাপ বাড়ল পঞ্জাবের উপর। প্লে-অফে ওঠার রাস্তা তাদের জন্য আরও কঠিন হয়ে গেল।

IPL 2024: টসের জন্য আলাদা অনুশীলন করছেন আইপিএল অধিনায়ক, ব্যাপারটা কী

এমএস ধোনির পর চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন ঋতুরাজ গায়কোয়াড়। ব্যাট হাতে সিএসকে অধিনায়ক দুরন্ত ফর্মে থাকলেও টস ভাগ্য একাবারেই সাথ দিচ্ছে না ঋতুরাজের।
এমএস ধোনির পর চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন ঋতুরাজ গায়কোয়াড়। ব্যাট হাতে সিএসকে অধিনায়ক দুরন্ত ফর্মে থাকলেও টস ভাগ্য একাবারেই সাথ দিচ্ছে না ঋতুরাজের।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের পর ১০ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থান রয়েছে সিএসকে। যার ফলে চেন্নাইয়েপ প্লে-অফের ওঠার পথ অনেকটাই কঠিন হয়েছে।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের পর ১০ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থান রয়েছে সিএসকে। যার ফলে চেন্নাইয়েপ প্লে-অফের ওঠার পথ অনেকটাই কঠিন হয়েছে।
তবে সিএসকের এবছর একাধিক ম্যাচ হারার পিছনে অন্য এক কারণ সামনে এসেছে। আর সেই কারণ হল অধিনায়কের টস না জেতা। ১০ ম্যাচের মধ্যে ৯টি ম্যাচেই টস হেরেছেন ঋতুরাজ গায়কোয়াড়।
তবে সিএসকের এবছর একাধিক ম্যাচ হারার পিছনে অন্য এক কারণ সামনে এসেছে। আর সেই কারণ হল অধিনায়কের টস না জেতা। ১০ ম্যাচের মধ্যে ৯টি ম্যাচেই টস হেরেছেন ঋতুরাজ গায়কোয়াড়।
পঞ্জাব ম্যাচ শেষে টস হারার সমস্যার কথা নিজেই মেনে নিয়েছেন ঋতুরাজ। এমকী টস হারতে হারতে তাঁর এমন অবস্থা হয়েছে যে অনুশীলনের সময় টস আলাদা করে অনুশীলন করছেন তিনি।
পঞ্জাব ম্যাচ শেষে টস হারার সমস্যার কথা নিজেই মেনে নিয়েছেন ঋতুরাজ। এমকী টস হারতে হারতে তাঁর এমন অবস্থা হয়েছে যে অনুশীলনের সময় টস আলাদা করে অনুশীলন করছেন তিনি।
ঋতুরাজ গায়কোয়াড় বলেছেন,"কিছুতেই টসটা আমাদের পক্ষে যাচ্ছে না। বুঝতেই পারছি না এটার জন্য কী করব? সত্যি বলতে, এখন টস করতে গেলেই চাপে পড়ে যাই। টসের জন্য অনুশীলনও করছি।"
ঋতুরাজ গায়কোয়াড় বলেছেন,”কিছুতেই টসটা আমাদের পক্ষে যাচ্ছে না। বুঝতেই পারছি না এটার জন্য কী করব? সত্যি বলতে, এখন টস করতে গেলেই চাপে পড়ে যাই। টসের জন্য অনুশীলনও করছি।”

MS Dhoni: আইপিএলের সময় দিনে কখন ও কত সময় ঘুমান ধোনি? জানলে অবাক হবেন

আইপিএল ২০২৪-এ একাধিক ক্যামিও ইনিংস খেলে এমএস ধোনি বুঝিয়ে দিয়েছেন তিনি এখনও ফুরিয়ে যাননি। ফ্যানেরা মাহির ব্যাট হাতে ক্রিজে নামার অপেক্ষায় থাকেন।
আইপিএল ২০২৪-এ একাধিক ক্যামিও ইনিংস খেলে এমএস ধোনি বুঝিয়ে দিয়েছেন তিনি এখনও ফুরিয়ে যাননি। ফ্যানেরা মাহির ব্যাট হাতে ক্রিজে নামার অপেক্ষায় থাকেন।
 বয়স ৪২ হলেও এমএল ধোনির 'ফ্যান ফলোয়িং'-যে এখনও এতটুকু কমেনি তা আইপিএলের প্রত্যেকটি স্টেডিয়ামের দর্শদকদের উন্মাদনা-উচ্ছ্বাস বারবার প্রমাণ করে দিয়েছে।
বয়স ৪২ হলেও এমএল ধোনির ‘ফ্যান ফলোয়িং’-যে এখনও এতটুকু কমেনি তা আইপিএলের প্রত্যেকটি স্টেডিয়ামের দর্শদকদের উন্মাদনা-উচ্ছ্বাস বারবার প্রমাণ করে দিয়েছে।
ধোনির ব্যক্তিগত জীবনের নানা তথ্য নিয়েও জানার কৌতুহল কম নয় ফ্যানেদের। এই প্রতিবেদনে জানাব ধোনির ঘুম সম্পর্কে। আইপিএল চলাকালীন কতক্ষণ এবং কখন ঘুমান মাহি।
ধোনির ব্যক্তিগত জীবনের নানা তথ্য নিয়েও জানার কৌতুহল কম নয় ফ্যানেদের। এই প্রতিবেদনে জানাব ধোনির ঘুম সম্পর্কে। আইপিএল চলাকালীন কতক্ষণ এবং কখন ঘুমান মাহি।
এক সাক্ষাৎকারে ধোনি জানিয়েছেন, আইপিএলের ম্যাচগুলির সময়ের কারণে এই সময় তিনি নিজের ঘুমানোর সময় পরিবর্তন করেন। ধোনি কখন ঘুমান তা জানলে রীতিমত অবাক হবেন।
এক সাক্ষাৎকারে ধোনি জানিয়েছেন, আইপিএলের ম্যাচগুলির সময়ের কারণে এই সময় তিনি নিজের ঘুমানোর সময় পরিবর্তন করেন। ধোনি কখন ঘুমান তা জানলে রীতিমত অবাক হবেন।
ধোনি জানিয়েছেন,"রাত ১০ টা থেকে ৬ টা বা  ১১টা থেকে ৭টা পর্যন্ত ঘুমানোর পরিবর্তে, আমি ৩টে থেকে ১১টা পর্যন্ত ঘুমাই। ন্যূনতম ৮ ঘন্টা ঘুম যা আমারদে দরকার সেটা আমি অবশ্যই পূরণ করি।"
ধোনি জানিয়েছেন,”রাত ১০ টা থেকে ৬ টা বা ১১টা থেকে ৭টা পর্যন্ত ঘুমানোর পরিবর্তে, আমি ৩টে থেকে ১১টা পর্যন্ত ঘুমাই। ন্যূনতম ৮ ঘন্টা ঘুম যা আমারদে দরকার সেটা আমি অবশ্যই পূরণ করি।”
ধোনি এই জানিয়েছেন, নিজের ৮ ঘণ্টা ঘুম নিয়ে কোনও দিন কখনও কম্প্রোমাইজ করেন না। সেই কারণেই রাত পর্যন্ত ম্যাচ খেললেও ক্লান্ত অনুভব করেন না বলে জানিয়েছেন ধোনি।
ধোনি এই জানিয়েছেন, নিজের ৮ ঘণ্টা ঘুম নিয়ে কোনও দিন কখনও কম্প্রোমাইজ করেন না। সেই কারণেই রাত পর্যন্ত ম্যাচ খেললেও ক্লান্ত অনুভব করেন না বলে জানিয়েছেন ধোনি।

MS Dhoni: ‘ক্যাপ্টেন কুল’ থেকে হঠাৎ রুদ্ররূপ! ধোনিকে এভাবে কেউ দেখেনি, ভয়ঙ্কর ভিডিও এল সামনে

কলকাতা: রেগে গেলেন ধোনি! বোতল ছুড়লেন কাকে? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীন মাথা ঠান্ডা বলেই তাঁর নাম হয়েছে ‘ক্যাপ্টেন কুল’। কিন্তু সেই ধোনিই এবার রেগে গেলেন। অন্তত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে তেমনই দেখা গিয়েছে। আর সেই ভিডিও মহূর্তে ভাইরাল হয়েছে দেশজুড়ে।

ইতিমধ্যেই দেশজুড়ে চলছে আইপিএল ২০২৪-এর সিরিজ। গত মঙ্গলবার চিপকে লখনউ সুপার জায়েন্টসের সঙ্গে খেলা ছিল ধোনির চেন্নাই সুপারকিংসের। সেখানে চেন্নাইয়ের ব্যাটিংয়ের সময় স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ড্রেসিং রুম থেকে খেলা দেখছিলেন এমএস। সেই সময় ক্যামেরা তাঁকে তাক করে। ধোনির অভিব্যক্তি দেখার জন্য বার বারই ক্যামেরায় তাঁকে দেখানো হয়।

আরও পড়ুন: মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষী রাওয়াতের প্রেমকাহিনি কিন্তু চরম প্রেমের, শুনলে গায়ে কাঁটা দেবে! কীভাবে তাঁদের প্রথম দেখা জানেন?

ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়ে ধোনি রেগে গিয়ে ক্যামেরাম্যানের দিকে বোতল ছুড়ছেন। অনেকেই মনে করছেন, একাধিক বার ক্যামেরা তাঁকে তাক করায় হয়তো বিরক্ত হয়েছিলেন মাহি। সে কারণেই চটে গিয়ে ক্যামেরাম্যানের দিকে বোতল উঁচিয়ে সেই বার্তা দেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শিবম দুবে আউট হওয়ার পর দুই বল খেলতে মাঠে নেমেছিলেন তিনি।

আরও পড়ুন: ধোনিকে চিঠিতে মনের কথা লিখলেন সতীর্থের অভিনেত্রী স্ত্রী, মুহূর্তে ভাইরাল মাহি-মুগ্ধের ‘পাগলামি’!

যদিও ওই ম্যাচে জিততে পারেনি চেন্নাই সুপারকিংস। ২১১ রান তাড়া করতে নেমে ৬৩ বলে লখনউয়ের স্টয়নিজের বিধ্বংসী ১২৪ রানে আশাহত হয় চেন্নাই। পয়েন্ট টেবিলে এখন এলএসজি চতুর্থ স্থানে ও চেন্নাই রয়েছে পঞ্চমে।

CSK vs LSG: স্টয়নিসের দানবীয় ব্যাটিংয়ে ম্লান ঋতুরাজের ইনিংস, চেন্নাইকে ৬ উইকেটে হারাল লখনউ

চিপক: কাজে এল না ঋতুরাজ গায়কোয়াড়ের শতরান। একইসঙ্গে লখনউয়ের ঘরের মাঠে গিয়ে হারের পর ঋতুরাজ হুঙ্কার ছেড়েছিলেন নিজেদের হোম ম্যাচে জিতবেন। কিন্তু মার্কাস স্টয়নিসের দানবীয় শতরানের ইনিংস সেই ইচ্ছে পূরণ হতে দিল না সিএসকে অধিনায়কের। রুদ্ধশ্বাস ম্যাচে সিএসকে-কে ৬ উইকেটে হারাল এলএসজি। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রান করে চেন্নাই। সর্বোচ্চ ১০৮ রান করেন ঋতুরাজ গায়কোয়াড়। জবাবে ১৯.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় লখনউ সুপার জায়ান্টস। ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলেন মার্কাস স্টয়নিস।

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে শুরুটা ভাল হয়নি চেন্নাই সুপার কিংসের। অনবদ্য ব্যাটিং করেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন তিনি। শিবম দুবে ও ঋতুরাজ এগিয়ে নিয়ে যান দলের স্কোরবোর্ড। মারকাটারি ব্যাটিং করেন দুজনে। মাত্র ৫৬ বলে নিজের শতরান পূরণ করেন ঋতুরাজ গায়কোয়ার। এই মরশুমের এটিই তাঁর প্রথম সেঞ্চুরি। স্লগ ওভারে আরও আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই তারকা।

শতরানের পার্টনারশিপও পূরণ করেন ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবে। শেষ কয়েক ওভারে চিপকে ঝড় তোলেন দুজনে। ২২ বলে নিজের অর্ধশতরান করেন দুবে। দুই তারকার ব্যাটে ভর করেই দুশো পার করে চেন্নাই। ২৭ বলে ৬৬ করে শেষ ওভারে রান আউট হন দুবে। এক বল ব্যাট করে চার মারেন এমএস ধোনি। ৬০ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন ঋতুরাজ গায়কোয়াড়।

রান তাড়া করতে নেমে কুইন্টন ডিকক ও কেএল রাহুল এদিন রান পাননি। কিন্তু এদিন কার্যত একার হাতে দলকে টানেন মার্কাস স্টয়নিস। এখনও পর্যন্ত মরশুম খুব একটা ভাল না গেলেও সিএসেকের বিরুদ্ধে রানে ফেরেন অজি তারকা। মারকাটারি ব্যাটিং করে চেন্নাই বোলিংকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেন স্টয়নিস। মাঝে নিকোলাস পুরানের ৩৪ রান ছাড়া কেউ সেভাবে সঙ্গ দিতে পারেননি স্টয়নিসকে।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: ধোনির মত ছয় মেরে টিম ইন্ডিয়াকে কে টি-২০ বিশ্বকাপ জেতাবে? হয়ে গেল বড় ভবিষ্যদ্বাণী

নিকোলাস পুরান ও মার্কাস স্টয়নিসের ৭০ রানের পার্টনারশিপে ম্যাচে ফেরে লখনউ সুপার জায়ান্টস। পুরান ফিরলেও নিজের ইনিংস জারি রাখেন স্টয়নিস। ৫৬ বলে নিজের শতরান পূরণ করেন তিনি। একটা সময় ওভার পিছু লখনউয়ের দরকার ছিল ১৬ রান। কিন্তু স্টয়নিসের ব্যাটিং তাণ্ডব এদিন অনায়াসেই ৩ বল বাকি থাকতে এলএসজিকে জয়ের লক্ষ্যে পৌছে দেয়। ৬৩ বলে ১২৪ রান করে অপরাজিত থাকেন স্টয়নিস।

CSK vs LSG: ঋতুরাজের রাজকীয় শতরান, শিবম দুবের তাণ্ডব, লখনউকে ২১১ টার্গেট দিল সিএসকে

চিপক: ঘরের মাঠে চেনা ছন্দে চেন্নাই সুপার কিংস। ঋতুরাজ গায়কোয়াড়ের অনবদ্য শতরান, শিবম দুবের বিধ্বংসী ব্যাটিং। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২০ ওভারে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রান করে সিএসকে। দলের হয়ে সর্বোচ্চ ১০৮ রান করে অপরাজিত থাকেন ঋতুরাজ গায়কোয়াড়। ৬৬ রান করেন শিবম দুবে। এক বল ব্যাটিং করে চার মেরে ঘরের মাটে ফ্যানেদের আনন্দ দেন ধোনিও।

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে শুরুটা ভাল হয়নি চেন্নাই সুপার কিংসের। অজিঙ্কে রাহানে ১ ও ড্যারিল মিচেল ১১ রান করে আউট হন। তবে ওপেনিং এদিন অনবদ্য ব্যাটিং করেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন তিনি। তাঁকে কিছুটা সঙ্গ দেন রবীন্দ্র জাদেজা। অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুজনে। ১৬ রান করে আউট হন জাড্ডু।

এরপর শিবম দুবে ও ঋতুরাজ এগিয়ে নিয়ে যান দলের স্কোরবোর্ড। মারকাটারি ব্যাটিং করেন দুজনে। লখনউ বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেবা করেন দুই তরুণ ব্যাটার। ঝড়ের গতিতে অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন ঋতু-শিবম জুটি। মাত্র ৫৬ বলে নিজের শতরান পূরণ করেন ঋতুরাজ গায়কোয়ার। এই মরশুমের এটিই তাঁর প্রথম সেঞ্চুরি। স্লগ ওভারে আরও আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই তারকা।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের আগেই ভারতের পরবর্তী অধিনায়কের নাম ঘোষণা? মহাচমক ভারতীয় তারকার

শতরানের পার্টনারশিপও পূরণ করেন ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবে। শেষ কয়েক ওভারে চিপকে ঝড় তোলেন দুজনে। ২২ বলে নিজের অর্ধশতরান করেন দুবে। দুই তারকার ব্যাটে ভর করেই দুশো পার করে চেন্নাই। ২৭ বলে ৬৬ করে শেষ ওভারে রান আউট হন দুবে। এক বল ব্যাট করে চার মারেন এমএস ধোনি। ৬০ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন ঋতুরাজ গায়কোয়াড়।

MS Dhoni: ধোনিকে চিঠিতে মনের কথা লিখলেন সতীর্থের অভিনেত্রী স্ত্রী, মুহূর্তে ভাইরাল মাহি-মুগ্ধের ‘পাগলামি’!

কলকাতা: এম এস ধোনির ভক্ত গোটা বিশ্বজুড়ে। ৪২ বছরের ধোনিকে নিয়ে উত্তেজনার পারদ এতটুকুও কমেনি ভক্তমহলে। এবারের আইপিএল মরসুমেও মাঠে নামলেই টের পাওয়া যায় সেই উন্মাদনার আঁচ। কে বলবে পাঁচ বছর আগে তিনি আন্তর্জাতিক ক্রিকেটের পাট চুকিয়ে ফেলেছেন? অবসরে শুধু খেলেনে টেনিস-গল্ফ। আর পেশাদার ক্রিকেট বলতে আইপিএল।

এমনই ধোনির অন্ধভক্ত শিবম দুবের স্ত্রী অঞ্জুম খান। চেন্নাই সুপারকিংসের স্টার শিবম ও ধোনির সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করে আবেগঘন চিঠি লিখেছেন অঞ্জুম। আর মুহূর্তে সেই চিঠি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চিঠিতে অঞ্জুমের দাবি, ধোনির জন্যই তাঁর ক্রিকেটের প্রতি আকৃষ্ট হওয়া। তার আগে পর্যন্ত খেলা দেখলেও সেভাবে পাগলামি ছিল না।

আরও পড়ুন: পানাগড় ৪৫.১, তীব্র গরমে ঘেমে স্নান কলকাতা-সহ দক্ষিণবঙ্গ! উত্তরেও থাবা তাপপ্রবাহের? বৃষ্টির খবর দিল হাওয়া অফিস

 

View this post on Instagram

 

A post shared by Anjum Khan (@anjum1786)

কিন্তু মাহিকে যখন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক করা হয়, তখন থেকেই তিনি অন্ধভক্ত হয়ে ওঠেন। ভারতের যেখানেই ম্যাচ পড়ুক না কেন, অঞ্জুম চলে যেতেন ম্যাচ দেখতে। ২০২২ সালে শিবমকে দলে নিয়েছিল চেন্নাই। তার আগে আইপিএলে সেভাবে সফল হতে পারেননি ভারতীয় অলরাউন্ডার। বলা যায়, ধোনির হাতেই নতুন জন্ম ঘটে শিবমের। আর তাঁর স্ত্রী অঞ্জুম বহুদিন ধরেই ধোনির ভক্ত।

আরও পড়ুন: ইনভার্টার AC নাকি নন-ইনভার্টার AC, বিদ্যুতের বিল বাঁচাতে কোনটা কেনা বুদ্ধিমানের? আসল রহস্য জানুন

সোশ্যাল মিডিয়ায় তিনি আরও লেখেন, ‘আমার কাছে ধোনি মানেই ক্রিকেট আর ক্রিকেট মানেই ধোনি। ওকে আমি এতটাই সম্মান করি। সত্যি কথা বলতে, ধোনি একটা আবেগের নাম। এ বছর আমি ফের মুগ্ধ হয়ে গিয়েছি। ধোনিকে চুল বড় করতে দেখে মন খারাপও হচ্ছে। মনে হচ্ছে, সময় কত তাড়াতাড়ি চলে যায়। যেন পুরো ছোটবেলাটা এক ঝলকে ফিরে এল। কিন্তু আজও আমি সেই বিশ্বাসটাই রাখি। সবাই আউট হয়ে গেলেও মাহি আছে। ও ঠিক ম্যাচ জিতিয়ে দেবে। মাহি থাকলে সব সম্ভব।’ এরই সঙ্গে অঞ্জুম বলেছেন, ক্রিকেট মাঠে শিবম নামলে তিনি যতটা আনন্দ পান, তার থেকেও বেশি খুশি হন ধোনিকে দেখলে।