Vastu Tips: গৃহস্থ বাড়ির জন্য ভয়ঙ্কর অশুভ পায়রা!…উৎপাত থেকে রেহাই পেতে, বারান্দায়-জানলায় অবশ্যই লাগান এই ৩ গাছ

আমাদের অনেকেরই বাড়ি বা ফ্ল্যাটের জানলায় বা বারান্দায় আসে পায়রারা৷ প্রথম প্রথম যে সেটা মন্দ লাগে তা নয়৷ তবে, যত দিন যায় ততই বাড়তে থাকে তাদের সাঙ্গপাঙ্গ, সন্তানসন্ততি৷ তারপরে একটা সময় আসে যখন, এই পায়রারাই জানলা থেকে বারান্দা সব নোংরা করতে শুরু করে৷
আমাদের অনেকেরই বাড়ি বা ফ্ল্যাটের জানলায় বা বারান্দায় আসে পায়রারা৷ প্রথম প্রথম যে সেটা মন্দ লাগে তা নয়৷ তবে, যত দিন যায় ততই বাড়তে থাকে তাদের সাঙ্গপাঙ্গ, সন্তানসন্ততি৷ তারপরে একটা সময় আসে যখন, এই পায়রারাই জানলা থেকে বারান্দা সব নোংরা করতে শুরু করে৷
 পায়রার এই ভয়ঙ্কর উৎপাতে যে শুধু জানলা, বারান্দা নোংরা হয় তাই নয়, বাস্তুশাস্ত্র অনুসারে এটি যথেষ্ট অশুভও। এই ধরনের পরিস্থিতি সংসারে নেতিবাচক শক্তি বয়ে নিয়ে আসে, যা বাড়িতে পারিবারিক থেকে অর্থনৈতিক নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে।
পায়রার এই ভয়ঙ্কর উৎপাতে যে শুধু জানলা, বারান্দা নোংরা হয় তাই নয়, বাস্তুশাস্ত্র অনুসারে এটি যথেষ্ট অশুভও। এই ধরনের পরিস্থিতি সংসারে নেতিবাচক শক্তি বয়ে নিয়ে আসে, যা বাড়িতে পারিবারিক থেকে অর্থনৈতিক নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে।
ঝাড়খণ্ডের রাজধানী রাঁচীর জ্যোতিষী সন্তোষ কুমার চৌবে (রাঁচী বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষশাস্ত্রে স্বর্ণপদকপ্রাপ্ত এবং ১০ বছরেরও বেশি অভিজ্ঞতা) বলেছেন যে, পায়রা যদি ঘরে এসে ময়লা করে, তবে তা দ্রুত পরিষ্কার করে ফেলা দরকার৷ তবে বারবার যদি ময়লা তৈরি হয় তবে এটি পরিষ্কার করা কঠিন হয়ে পড়ে৷
ঝাড়খণ্ডের রাজধানী রাঁচীর জ্যোতিষী সন্তোষ কুমার চৌবে (রাঁচী বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষশাস্ত্রে স্বর্ণপদকপ্রাপ্ত এবং ১০ বছরেরও বেশি অভিজ্ঞতা) বলেছেন যে, পায়রা যদি ঘরে এসে ময়লা করে, তবে তা দ্রুত পরিষ্কার করে ফেলা দরকার৷ তবে বারবার যদি ময়লা তৈরি হয় তবে এটি পরিষ্কার করা কঠিন হয়ে পড়ে৷
এই নোংরা থাকাও অশুভ, কারণ এটি ঘরে নেতিবাচক শক্তি নিয়ে আসে এবং ঘরে সদস্যেরা নানা কাজে ব্যর্থ হতে শুরু করেন। এমন পরিস্থিতিতে পায়রাদের দূরে রাখতে বাড়ির জানলায় বা বারান্দায় বিশেষ কিছু গাছ লাগাতে পারেন৷
এই নোংরা থাকাও অশুভ, কারণ এটি ঘরে নেতিবাচক শক্তি নিয়ে আসে এবং ঘরে সদস্যেরা নানা কাজে ব্যর্থ হতে শুরু করেন। এমন পরিস্থিতিতে পায়রাদের দূরে রাখতে বাড়ির জানলায় বা বারান্দায় বিশেষ কিছু গাছ লাগাতে পারেন৷
সন্তোষ কুমার চৌবে জানাচ্ছেন, প্রাথমিক ভাবে বাড়ি বা ফ্ল্যাটের জানলা বা বারান্দায় রসুনের চারা লাগাতে পারেন। আসলে, রসুনের সুগন্ধ খুব শক্তিশালী, পায়রা তথা অন্যান্য পোকামাকড়ও তা সহ্য করতে পারে না। তাই রসুন গাছ লাগালে এ বিষয়ে যথেষ্ট উপকার পাওয়া যায়৷
সন্তোষ কুমার চৌবে জানাচ্ছেন, প্রাথমিক ভাবে বাড়ি বা ফ্ল্যাটের জানলা বা বারান্দায় রসুনের চারা লাগাতে পারেন। আসলে, রসুনের সুগন্ধ খুব শক্তিশালী, পায়রা তথা অন্যান্য পোকামাকড়ও তা সহ্য করতে পারে না। তাই রসুন গাছ লাগালে এ বিষয়ে যথেষ্ট উপকার পাওয়া যায়৷
 পায়রাদের উপদ্রব দূরে রাখতে পুদিনা গাছও খুব উপকারী। পায়রা পুদিনার গন্ধ পছন্দ করে না। তাই গাছ থেকে দূরে থাকে। তাই পুদিনা গাছও লাগাতে পারেন।
পায়রাদের উপদ্রব দূরে রাখতে পুদিনা গাছও খুব উপকারী। পায়রা পুদিনার গন্ধ পছন্দ করে না। তাই গাছ থেকে দূরে থাকে। তাই পুদিনা গাছও লাগাতে পারেন।
তবে এক্ষেত্রে ক্যাকটাস গাছ সবচেয়ে উপকারী বলে মনে করা হয়, কারণ ক্যাকটাস গাছকে এরা ভয় পায়। তাই তারা এই ধরনের গাছপালা থেকে দূরে থাকে।
তবে এক্ষেত্রে ক্যাকটাস গাছ সবচেয়ে উপকারী বলে মনে করা হয়, কারণ ক্যাকটাস গাছকে এরা ভয় পায়। তাই তারা এই ধরনের গাছপালা থেকে দূরে থাকে।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।