ক্যারাটে চ্যাম্পিয়নশিপ

South 24 Parganas News: ডায়মন্ড হারবারে জেলার ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্যারাটে চ্যাম্পিয়নশিপ

ডায়মন্ড হারবার: এই প্রথম ডায়মন্ড হারবারে অয়োজিত হল দক্ষিণ ২৪ পরগনা জেলার ছাত্র-ছাত্রীদের নিয়ে বড় আকারের ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। ভারত সেবাশ্রম সংঘের মাঠে এই প্রতিযোগিতা হয়। যেখান থেকে ৬৫ জন রাজ্যস্তরে খেলার সুযোগ পেয়েছে। এতদিন জেলার বিভিন্ন প্রান্তে একাধিক ট্রেনিং সেন্টারে এই ক্যারাটে শেখানো হত। এবং বিভিন্ন প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করত। তবে এবার একত্রিতভাবে তার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় জেলার ৫ টি মহাকুমা থেকেই ছাত্র-ছাত্রীরা এসেছিল।

আরও পড়ুন: জেলা জুড়ে কমছে কলেজে ভর্তির হার! ভিড় বাড়ছে বৃত্তিমূলক প্রশিক্ষণে

তারমধ্যে আলিপুর থেকে ২০ জন, বারুইপুর থেকে ১৩০ জন, ডায়মন্ডহারবার থেকে ৮৫ জন, ক্যানিং থেকে ৭১ জন, কাকদ্বীপ থেকে ৬৫ জন, সব মিলিয়ে ৩৭১ জন ছাত্র-ছাত্রী এসেছিল এখানে।এই প্রতোযোগিতায় উত্তীর্ণ ৬৫ জন আগামীদিনে যাদবপুরে রাজ্যস্তরে খেলতে যাবে। প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ড্রিস্ট্রিক্ট স্কুল গেমসের সেক্রেটারি শুভেন্দু ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরখ। এ নিয়ে আয়োজকদের পক্ষ থেকে বিজয় প্রামাণিক জানিয়েছেন, এত বড় ধরণের এবং জেলার সমস্ত অংশের ছাত্র-ছাত্রীদের নিয়ে ডায়মন্ডহারবারে এত বড় ধরণের আয়োজন প্রথম। সমস্ত ছাত্র-ছাত্রীদের উপর তাঁর আশীর্বাদ রয়েছে বলে তিনি জানিয়েছেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নবাব মল্লিক