Buddha Purnima 2024: বুদ্ধ পূর্ণিমায় তৈরি হচ্ছে বিরল সংযোগ! লাল কাপড় দিয়ে এই কাজ করলে…টাকা তো আসবেই, ধারেকাছে ঘেঁষবে না অভাব

 চলতি বছরে বুদ্ধ পূর্ণিমা পড়ছে ২৩ মে৷ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৈশাখ পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমায় গ্রহ-নক্ষত্রের শুভ অবস্থানের কারণে অনেকগুলি শুভ সংযোগের ঘটনা ঘটছে। বুদ্ধ পূর্ণিমায় শিব যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগ হবে। এই দিনে শুক্র ও সূর্যের মিলনের ফলে শুক্রাদিত্য যোগ ও রাজভঙ্গ যোগ তৈরি হবে৷
চলতি বছরে বুদ্ধ পূর্ণিমা পড়ছে ২৩ মে৷ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৈশাখ পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমায় গ্রহ-নক্ষত্রের শুভ অবস্থানের কারণে অনেকগুলি শুভ সংযোগের ঘটনা ঘটছে। বুদ্ধ পূর্ণিমায় শিব যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগ হবে। এই দিনে শুক্র ও সূর্যের মিলনের ফলে শুক্রাদিত্য যোগ ও রাজভঙ্গ যোগ তৈরি হবে৷
যেখানে বৃষ রাশিতে বৃহস্পতি ও শুক্রের মিলনের ফলে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হচ্ছে, তেমনি বৃহস্পতি ও সূর্যের মিলনের ফলে গুরু আদিত্য যোগের সংযোগও তৈরি হচ্ছে। গজলক্ষ্মী রাজযোগে করা কাজ সম্পদ, সৌন্দর্য এবং সাফল্য নিয়ে আসবে বলে মনে করা হয়৷ অন্যদিকে, গুরু আদিত্য যোগ ব্যক্তিগত গুণ এবং জ্ঞান অর্জন করে৷ এছাড়া, তৈরি হচ্ছে বুধাদিত্য রাজযোগ৷
যেখানে বৃষ রাশিতে বৃহস্পতি ও শুক্রের মিলনের ফলে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হচ্ছে, তেমনি বৃহস্পতি ও সূর্যের মিলনের ফলে গুরু আদিত্য যোগের সংযোগও তৈরি হচ্ছে। গজলক্ষ্মী রাজযোগে করা কাজ সম্পদ, সৌন্দর্য এবং সাফল্য নিয়ে আসবে বলে মনে করা হয়৷ অন্যদিকে, গুরু আদিত্য যোগ ব্যক্তিগত গুণ এবং জ্ঞান অর্জন করে৷ এছাড়া, তৈরি হচ্ছে বুধাদিত্য রাজযোগ৷
অর্থ সমস্যা দূর করতে এই বিশেষ দিনে বিশেষ কিছু উপায় করার কথা জানাচ্ছেন তিরুপতির জ্যোতিষী এবং বাস্তু বিশেষজ্ঞ ডঃ কৃষ্ণ কুমার ভার্গব৷
অর্থ সমস্যা দূর করতে এই বিশেষ দিনে বিশেষ কিছু উপায় করার কথা জানাচ্ছেন তিরুপতির জ্যোতিষী এবং বাস্তু বিশেষজ্ঞ ডঃ কৃষ্ণ কুমার ভার্গব৷
পূর্ণিমা তিথিতে অশ্বত্থ  গাছে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন। এমন অবস্থায় বুদ্ধ পূর্ণিমায় সূর্যোদয়ের পর অশ্বত্থ গাছে জল নিবেদন করে ৭ বার প্রদক্ষিণ করুন৷ এতে আর্থিক সঙ্কট দূর হয়৷
পূর্ণিমা তিথিতে অশ্বত্থ  গাছে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন। এমন অবস্থায় বুদ্ধ পূর্ণিমায় সূর্যোদয়ের পর অশ্বত্থ গাছে জল নিবেদন করে ৭ বার প্রদক্ষিণ করুন৷ এতে আর্থিক সঙ্কট দূর হয়৷
বুদ্ধ পূর্ণিমার দিন কাঁচা দুধে চিনি ও চাল মিশিয়ে চন্দ্রকে অর্ঘ্য নিবেদন করুন। 
বুদ্ধ পূর্ণিমার দিন কাঁচা দুধে চিনি ও চাল মিশিয়ে চন্দ্রকে অর্ঘ্য নিবেদন করুন।
যদি আপনি অর্থের অভাবে কষ্ট পান তবে বুদ্ধ পূর্ণিমায় হলুদে ১১টি কড়ি রঞ্জিত করুন এবং দেবী লক্ষ্মীকে নিবেদন করুন এবং পরের দিন লাল কাপড়ে বেঁধে ধন-সম্পদ রাখার জায়গায় রাখুন৷
যদি আপনি অর্থের অভাবে কষ্ট পান তবে বুদ্ধ পূর্ণিমায় হলুদে ১১টি কড়ি রঞ্জিত করুন এবং দেবী লক্ষ্মীকে নিবেদন করুন এবং পরের দিন লাল কাপড়ে বেঁধে ধন-সম্পদ রাখার জায়গায় রাখুন৷
বুদ্ধ পূর্ণিমার দিনে আপনি যদি শিব যোগে আপনি ধ্যান করেন তবে আপনার চিন্তা প্রখর হতে পারে। এছাড়াও, আপনার জ্ঞান চোখ খুলতে পারে এবং আপনি প্রতিটি ক্ষেত্রে সফল হতে পারেন৷
বুদ্ধ পূর্ণিমার দিনে আপনি যদি শিব যোগে আপনি ধ্যান করেন তবে আপনার চিন্তা প্রখর হতে পারে। এছাড়াও, আপনার জ্ঞান চোখ খুলতে পারে এবং আপনি প্রতিটি ক্ষেত্রে সফল হতে পারেন৷
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।