Lok Sabha Elections 2024: ভোটযুদ্ধে জমজমাট ওলন্দাজনগরী! চুঁচুড়ায় কতটা বাজিমাত করতে পারবে দীপ্সিতা? কোথায়ই বা দাঁড়িয়ে কল্যাণ 

হুগলি: ২০১৯ লোকসভার নিরিখে দেখলে আমরা দেখব এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছিলেন। ব্যবধান ছিল ৯৮,৫৩৬। ২০১৯ সালে মোট ভোটার ছিল ১৭,৮৩,৯৮৬। বুথ সংখ্যা ছিল ২,০৩৩। তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভোট পেয়েছিলেন  ৬,৩৭,৭০৭। মোট বৈধ ভোটের ৪৬.১৭ শতাংশ ভোট পেয়েছিলেন তিনি।

লোকসভা নির্বাচন ২০২৪ পঞ্চম দফার ভোট লাইভ

অন্যদিকে, বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার পেয়েছিলেন ৫,৩৯,১৭১, যা মোট বৈধ ভোটের ৩৯.০৪ শতাংশ। এই কেন্দ্রের বাম প্রার্থী তীর্থঙ্কর রায় পেয়েছিলেন ১,৫২,২৮১। অর্থাৎ, ১১.০২ শতাংশ। কংগ্রেস প্রার্থী দেবব্রত বিশ্বাস পেয়েছিলেন ৩২,৫০৯ ভোট। ২.৩৫ শতাংশ। এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে মোট নোটা ভোট সংখ্যা ছিল ২০,৫০১। এক নজরে দেখে নেব কোন বিধানসভায় কত ভোট পেয়েছিলেন তৃণমূল এবং বিজেপি প্রার্থী৷

জগৎবল্লভপুর  তৃণমূল কংগ্রেস ১,০০,৫৭১বিজেপি ৮৮,৬৪১ ডোমজুর তৃণমূল কংগ্রেস ১,২৫,৪১০, বিজেপি ৭০,৩৭৭, উত্তরপাড়া তৃণমূল কংগ্রেস ৭৫,৪৩৮, বিজেপি ৭১,৯৪৭, শ্রীরামপুর তৃণমূল কংগ্রেস ৭২,৮২৩, বিজেপি ৭৫,৩২৬ চাপদানী, তৃণমূল কংগ্রেস ৮০,৯৩০, বিজেপি ৭৯,০৭১, চইণ্ডীতলা তৃণমূল কংগ্রেস ৮৮,১০১৷

আরও পড়ুন: লকেট বনাম রচনা! তারকার কেন্দ্রে কোথায় দাঁড়িয়ে আছে ভোটের অঙ্ক?

বিজেপি ৭০,৮৮৫, জাঙ্গিপাড়া তৃণমূল কংগ্রেস ৯৩,৯৫৮, বিজেপি ৮২,০২৬, এবার একনজরে দেখে নেব ২০২১ বিধানসভার নিরিখে ওই লোকসভার বিধানসিভাগুলোর কী ফলাফল জগৎবল্লভপুর তৃণমূল কংগ্রেস ১,১৬,৫৬২, বিজেপি ৮৭,৩৬৬, ডোমজুর তৃণমূল কংগ্রেস ১,৩০,৪৯৯, বিজেপি ৮৭,৮৭৯, উত্তরপাড়া তৃণমূল কংগ্রেস ৯৩,৮৭৮, বিজেপি ৫৭,৮৮৯, শ্রীরামপুর তৃণমূল কংগ্রেস ৯৩,০২১, বিজেপি ৬৯,৫৮৮, চাপদানি তৃণমূল কংগ্রেস ১,০০,৯৭২, বিজেপি ৭০,৮৯৪, চন্ডীতলা তৃণমূল কংগ্রেস ১,০৩,১১৮, বিজেপি ৬১,৭৭১, জাঙ্গিপাড়া তৃণমূল কংগ্রেস ১,০১,৮৮৫, বিজেপি ৮৩,৯৫৯৷

আরও পড়ুন: ছ-ছ’টি রোড শো! তিন-তিনটি জনসভা! শনিবার থেকে টার্গেট ‘ডায়মন্ড’! মেগা ‘প্রচার’ শুরু অভিষেকের

২০২১ বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে ২৭ নম্বর  শ্রীরামপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ২,২০,৫৮৯ ভোটে। এবারে অবশ্য এই কেন্দ্রে ভোটের ফলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বামেরা৷ বামেদের প্রার্থী তরুণ মুখ দীপ্সিতা।

রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, বামেদের ভোট সে ফিরিয়ে আনবে৷ পোড়খাওয়া সাংসদের লড়াই তাই এবার ত্রিমুখী৷ এই লোকসভায় তৃণমূলের সংগঠনের হাল ভাল৷ সেটাকেই ইউএসপি ধরে আত্মবিশ্বাসী ঘাসফুল শিবির।