পর্যটকদের জন্য দারুণ খবর

পর্যটকদের জন্য বিরাট খবর! দার্জিলিং ও ঘুমের মধ্যে চলবে স্পেশাল জয়রাইড… ভ্রমণ হবে মজাদার

পিক সিজনের সময়ে যাত্রীদের বর্ধিত চাহিদা পূরণ করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে ১৮ মে থেকে ৩০ জুন পর্যন্ত দৈনিক ভিত্তিতে দার্জিলিং ও ঘুমের মধ্যে ডিএইচআর-এর টয় ট্রেন পরিষেবার অধীনে দুটি ডিজেল স্পেশাল জয়রাইড চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

সেই অনুযায়ী, ট্রেন নম্বর ০২৫৪৮ (দার্জিলিং-ঘুম-দার্জিলিং) ডিজেল স্পেশাল জয়রাইড দার্জিলিং থেকে ১১.২৫ ঘণ্টায় রওনা দিয়ে ঘুমে পৌঁছবে ১২.১০-এ। ফেরত যাওয়ার সময় ট্রেনটি ঘুম থেকে ১২.৩০ ঘণ্টায় রওনা দিয়ে দার্জিলিঙে পৌঁছবে ১টায়।

অন্য আরেকটি ট্রেন নম্বর ০২৫৪৯ (দার্জিলিং-ঘুম-দার্জিলিং) ডিজেল স্পেশাল জয়রাইড দার্জিলিং থেকে দুপুর ১.২৫-এ ঘণ্টায় রওনা দিয়ে ঘুমে পৌঁছবে ২.১০-এ। ফেরার সময় ট্রেনটি ঘুম থেকে ২.৩৫-এ রওনা দিয়ে দার্জিলিঙে পৌঁছবে ৩.০৫-এ ।

ডিজেল স্পেশাল জয়রাইডগুলিতে থাকবে ৩টি করে ফার্স্ট ক্লাস চেয়ার কার। দুইটি কোচে ৩০টি আসন থাকবে এবং একটি কোচে ২৯টি আসন থাকবে।

উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে।