শেষ হল আইপিএল ২০২৪-এর গ্রুপ পর্বের খেলা। রবিবার কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ ভেস্তে যেতেই ঠিক হয়ে যায় লিগ টেবিলের প্রথম চার দলের অবস্থান।

আইপিএল প্লে-অফে কে কার বিরুদ্ধে খেলবে? কেকেআরের ম্যাচ কার সঙ্গে? দেখুন হিসেব

কলকাতা: অনেকেই বলেছিলেন, আরসিবির প্লে-অফ খেলার সুযোগ এক শতাংশ। সবাইকে অবাক করে সেই আরসিবি প্লে-অফ খেলবে। টানা ৬টি ম্যাচে জয় পেয়েছে বিরাট কোহলিদের দল।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্লে-অফের জন্য প্রায় এক মাস লড়াই করতে হল। নাটকীয় ভাবে প্লে অফে জায়গা পাকা করেছে তারা। এরই মধ্যে এবারের আইপিএল প্লে অফের চারটি দল নিশ্চিত হয়ে গিয়েছে। কেকেআর, রাজস্থান, আরসিবি ও সানরাইজার্স।

এবার প্রশ্ন হল, প্লে অফে কোন দল কার বিরুদ্ধে খেলবে? লিগ টেবিলের শীর্ষে কেকেআর। কেকেআর কোন দলের বিরুদ্ধে খেলবে! আসলে আজ, রবিবারের দুটি ম্যাচের উপর অনেক কিছু নির্ভর করছে।

আরও পড়ুন- অসম্ভব বলে কিছু নেই! দেখিয়ে দিল আরসিবি, ধোনির মগজাস্ত্র ফেল এবার আইপিএলে!

আজ কেকেআর খেলবে দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এই ম্যাচ হারলেও কেকেআর শীর্ষস্থানেই থাকবে। ফলে কেকেআরের উপর এখন আর হার-জিতের কোনও প্রভাব পড়বে না।

মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার খেলতে নামবে কেকেআর। জিতলে সরাসরি ফাইনাল। শ্রেয়স আইয়ারের দল কাদের বিরুদ্ধে খেলবে! সেটাই এখন বড় প্রশ্ন।

আজ প্রথম ম্যাচে হায়দরাবাদ যদি জেতে এবং দ্বিতীয় ম্যাচে যদি রাজস্থান হারে, তা হলে হায়দরাবাদ উঠে আসবে ২ নম্বরে। তখন নাইটদের খেলতে হবে হায়দরাবাদের বিরুদ্ধে।

আরও পড়ুন- কোমড় ভেঙে গিয়েছে কেকেআরের! রাজস্থান ম্যাচ ও প্লেঅফের আগে বড় চিন্তায় গম্ভীর

আজ যদি হায়দরাবাদ ও রাজস্থান জেতে তা হলে রাজস্থান ২ নম্বরে থাকবে। সেক্ষেত্রে কেকেআর খেলবে রাজস্থানের বিরুদ্ধে। আজ যদি হায়দরাবাদ হেরে যায় তা হলে তৃতীয় স্থানেই তাকবে। তখন আজকের কেকেআর বনাম রাজস্থান ম্যাচের ফল যাই হোক না কেন, মঙ্গলবারের প্রথম কোয়ালিফায়ারে কেকেআর খেলবে রাজস্থানের বিরুদ্ধে।