আইপিএল চ্যাম্পিয়ন এবার কেকেআর! অদ্ভুত ‘এই’ হিসেব, দেখলে মাথা ঘুরে যাবে

এখনও পয়েন্ট টেবিলের শীর্ষে কেকেআর। এমনকী আজ রাজস্থানের বিরুদ্ধে হারলেও কেকেআর শীর্ষেই থাকবে। শ্রেয়স আইয়ারদের দল এবার আইপিএলে টপ পারফরমার।
এখনও পয়েন্ট টেবিলের শীর্ষে কেকেআর। এমনকী আজ রাজস্থানের বিরুদ্ধে হারলেও কেকেআর শীর্ষেই থাকবে। শ্রেয়স আইয়ারদের দল এবার আইপিএলে টপ পারফরমার।
আজকের দুটি ম্যাচের ফলের উপর নির্ভর করছে, প্লে-অফে কেকেআর কার বিরুদ্ধে খেলবে! তবে তার আগে একটি অদ্ভুত বহিসেব সামনে এসেছে।
আজকের দুটি ম্যাচের ফলের উপর নির্ভর করছে, প্লে-অফে কেকেআর কার বিরুদ্ধে খেলবে! তবে তার আগে একটি অদ্ভুত বহিসেব সামনে এসেছে।
গত ১০ বছর ধরে আইপিএল খেতাবের জন্য ছটফট করছে কেকেআর। তবে এবার যেন আশার আলো দেখছে কলকাতার ফ্র্যাঞ্চাইজি।
গত ১০ বছর ধরে আইপিএল খেতাবের জন্য ছটফট করছে কেকেআর। তবে এবার যেন আশার আলো দেখছে কলকাতার ফ্র্যাঞ্চাইজি।
২০১২ সালের সঙ্গে এবারের কেকেআরের অনেক মিল। সেই মিল দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। কারণ, সেই হিসেব বলছে, কেকেআর এবার চ্যাম্পিয়ন!
২০১২ সালের সঙ্গে এবারের কেকেআরের অনেক মিল। সেই মিল দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। কারণ, সেই হিসেব বলছে, কেকেআর এবার চ্যাম্পিয়ন!
২০১২ সালেই কেকেআর প্রথমবার আইপিএল খেতাব জিতেছিল। সেবার সেলিব্রেশনের মেতেছিল গোটা কলকাতা।
২০১২ সালেই কেকেআর প্রথমবার আইপিএল খেতাব জিতেছিল। সেবার সেলিব্রেশনের মেতেছিল গোটা কলকাতা।
২০১২ সালে মুম্বইকে তাদের ঘরের মাঠে হারিয়েছিল কেকেআর। এবারও তাই হয়েছে।
২০১২ সালে মুম্বইকে তাদের ঘরের মাঠে হারিয়েছিল কেকেআর। এবারও তাই হয়েছে।
২০১২ সালে রোহিত শর্মা সেঞ্চুরি করেছিলেন। এবারও হিটম্যানের ব্যাট থেকে সেঞ্চুরি এসেছে। সবটাই কাকতালীয় ঘটনা হিসেবে মিলে যাচ্ছে।
২০১২ সালে রোহিত শর্মা সেঞ্চুরি করেছিলেন। এবারও হিটম্যানের ব্যাট থেকে সেঞ্চুরি এসেছে। সবটাই কাকতালীয় ঘটনা হিসেবে মিলে যাচ্ছে।
২০১২ সালে টুর্নামেন্ট সেরা হন সুনীল নারিন। এবারও তিনি সেরা হওয়ার দৌড়ে রয়েছেন।
২০১২ সালে টুর্নামেন্ট সেরা হন সুনীল নারিন। এবারও তিনি সেরা হওয়ার দৌড়ে রয়েছেন।
২০১২ সালে আইপিএল ফাইনাল হয়েছিল চিপকে। এবারও সেই একই মাঠে হবে আইপিএল ফাইনাল।
২০১২ সালে আইপিএল ফাইনাল হয়েছিল চিপকে। এবারও সেই একই মাঠে হবে আইপিএল ফাইনাল।