প্রধানমন্ত্রীর সভার প্রস্তুতি

আসছেন প্রধানমন্ত্রী, ভোটের বাজারে সেজে উঠছে হলদিয়া

হলদিয়া: প্রধানমন্ত্রীর সভার প্রস্তুতি ঘিরে সাজো সাজো রব হলদিয়ায়। ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনের প্রচারে পূর্ব মেদিনীপুর জেলায় আসছেন দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি।

২০ মে দুপুরে হলদিয়ায় লোকসভার ভোটের প্রচারে জনসভা করবেন তিনি। পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোক সভা কেন্দ্রের ভোট গ্রহণ ২৫ মে। তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে হলদিয়ার সিআইএসএফের ময়দানে সভা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তারই প্রস্তুতি চলছে জোর কদমে।

আরও পড়ুন- দাদুর বিবাহবার্ষিকীর সেলিব্রেশন, গঙ্গাস্নান করতে গিয়ে এ কী হল ২৫-এর যুবকের!

লোকসভা ভোটের প্রথম দফা থেকেই দলীয় প্রার্থীর হয়ে প্রচারে জনসভা করতে রাজ্যে বার বার আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট গ্রহণ পর্বের আগে রাজ্যে রবিবার ও সোমবার সভা করবেন দেশের প্রধানমন্ত্রী।

১৯ মে পুরুলিয়া, বিষ্ণুপুর ও খড়্গপুরে প্রধানমন্ত্রী সভা। এরপর সোমবার ২০ মে তমলুক লোকসভা কেন্দ্রের হলদিয়ায় দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করবেন।

পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা কেন্দ্রে জয় পেতে মরিয়া রাজ্যের বিরোধী দল বিজেপি। ফলে ভোটের আগের প্রধানমন্ত্রীর এই সভা ভোটের প্রচারের মাত্রা কে বাড়তি অক্সিজেন দিয়েছে। তাই বিজেপির কর্মকর্তারা এই সভা সফর করার উদ্দেশ্য নিয়ে মাঠে নেমে পড়েছে।

হলদিয়ায় প্রধানমন্ত্রী সভার প্রস্তুতি ঘিরে বিজেপি কার্যকর্তাদের ব্যস্ততা চোখে পড়ার মতো। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর এই সভা সফল করার জন্য রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ৩ লক্ষ মানুষের জমায়েত হওয়ার কথা ঘোষণা করেছেন।

আরও পড়ুন- নিমেষে বদলাবে আবহাওয়া, আর কিছুক্ষণেই ৪০ কিমি বেগে ঝড়বৃষ্টি দক্ষিণের এই জেলায়!

দলীয় প্রার্থীর সমর্থনে হলদিয়ার জনসভা থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুপুর ২ টোর পর ভাষণ দেবেন। বিজেপি দলীয় কার্যকর্তারা জানান, প্রধানমন্ত্রীর আগেই তারা সভামঞ্চে উপস্থিত হবেন।

হলদিয়ায় কড়া পাহারার মধ্যে প্রধানমন্ত্রীর সভামঞ্চ প্রস্তুত করা চলছে। রয়েছে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপের পাশাপাশি পুলিশের বিশাল বাহিনী। হলদিয়ার এই প্রধানমন্ত্রীর সভায় কত মানুষের ভিড় হয়,সেদিকে তাকিয়ে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

সৈকত শী