তমলুক থেকে কাঁথি, হাইভোল্টেজ ভোট ষষ্ঠ দফায়! ঝড়বৃষ্টিরও আশঙ্কা? কত সেনা মোতায়েন করল কমিশন?

Lok Sabha Election 2024: তমলুক থেকে কাঁথি, হাইভোল্টেজ ভোট ষষ্ঠ দফায়! ঝড়বৃষ্টিরও আশঙ্কা? কত সেনা মোতায়েন করল কমিশন?

কলকাতা: ২৫ মে রাজ‍্যে ষষ্ঠ দফার ভোটগ্রহণ। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া-সহ একাধিক কেন্দ্রে চলবে ভোটগ্রহণ। ষষ্ঠ দফায় ভোটে কোন জেলায় কত আধা সেনা মোতায়েন তা চূড়ান্ত করল কমিশন। পাশাপাশি শনিবারের ভোটে চিন্তা বাড়াচ্ছে প্রাকৃতিক দুর্যোগও।

সূত্রের খবর অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরে ২১৮ কোম্পানি, বাঁকুড়াতে ১৭৮ কোম্পানি, ঝাড়গ্রামে ১৩৩ কোম্পানি, পূর্ব মেদিনীপুরে ২৩৭ কোম্পানি, পুরুলিয়াতে ১৩৭ কোম্পানি, পূর্ব বর্ধমানে ১৬ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হচ্ছে।

আরও পড়ুন: বলুন তো কোন ‘ফল’ নিয়ে প্লেনে ওঠা যায় না! ধারালো অস্ত্র নয়, তাও কেন বারণ? ৯৯% লোকজনই জানেন না

ঝড় নিয়েও সতর্ক করল নির্বাচন কমিশন। ২৫ তারিখের ভোট নিয়ে বিশেষ বৈঠক ডাকল কমিশন। আগামীকাল জরুরি ভিত্তিতে বৈঠক ডাকল নির্বাচন কমিশন। আগামীকাল সিইও ডেকে পাঠালেন বিপর্যয় মোকাবিলা দফতরের সচিবকে। ঝড় নিয়ে পর্যালোচনা করতে ডাকা হল বৈঠক। পাশাপাশি ষষ্ঠ দফার ভোট নিয়ে সংশ্লিষ্ট জেলা গুলির ডিএমদের নিয়েও বৈঠক ডাকল কমিশন। আগামী ২৫ তারিখে বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস নিয়ে কী ব্যবস্থা আছে জেলাগুলোতে তা নিয়ে ভার্চুয়াল বৈঠক করবে কমিশন।

আরও পড়ুন: ছোট্ট ছোট্ট দানাই ইউরিক অ‍্যাসিডের মহাশত্রু! খালি পেটে এই বীজের এক গ্লাস জল খেলেই কেল্লাফতে

সপ্তম দফার ভোট নিয়েই বিশেষ সতর্কতা কমিশনের অন্দরে। সপ্তম দফার ভোটেও ১০২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। সপ্তম দফার ভোটে কলকাতা-সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভোট। ষষ্ঠ দফার ভোটের পর সপ্তম দফার ভোটেও ১০২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে বলেই সিদ্ধান্ত কমিশনের।