Tag Archives: 2024 Lok Sabha election

Lok Sabha Election 2024: প্রার্থীদের কাছে এই গ্রামের বাসিন্দাদের দাবি শুনলে চমকে উঠবেন!

বীরভূম: আগামী ১৩ মে বোলপুর লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ। তার আগে এখানকার মানুষজনের দাবি-দাওয়া কী, তাঁরা কেমন আছেন, রাজনৈতিক দলগুলোর থেকে কী চাইছেন তা নিয়ে খোঁজ নিলাম আমরা। আর সেখানেই উঠে এল এক চমকে দেওয়া ছবি।

ময়ূরেশ্বর বিধানসভার অন্তর্গত কুন্ডলা গ্রাম পঞ্চায়েতের বলুর, নারায়নঘাঁটি ও আকলপুর গ্রামের মানুষের সঙ্গে কথা বলি আমরা। এখানকার গ্রামবাসীরা জানিয়েছেন, কোন দলের প্রার্থী জিতবে তা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই। শুধু এলাকার উন্নয়ন চান তাঁরা। গত কয়েক বছরে এলাকায় রাস্তাঘাট, পানীয় জল সহ নানান পরিষেবার উন্নতি ঘটেছে। তবে এই কৃষি প্রধান এলাকায় জল সেচের বড় সমস্যা আছে। চাষের মরশুমে পর্যাপ্ত জল পাওয়া যায় না বলে এলাকাবাসীর অভিযোগ। আসন্ন লোকসভা নির্বাচনে বোলপুর কেন্দ্র থেকে জিতে যিনিই সাংসদ হন না কেন তাঁর কাছে এখানকার মানুষের একটাই দাবি, জল সেচের পরিকাঠামোর উন্নতি করার পাশাপাশি এলাকার কৃষকরা এই কাজে সোলার ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ পেতে চাইছেন। কারণ তাতে খরচ কমবে বলে তাঁদের ধারণা।

আরও পড়ুন: কালবৈশাখীর আগে সিঁদুরে মেঘ! দু’বছর আগের অভিজ্ঞতা আবার হবে না তো?

এই এলাকার গ্রাম গ্রামগুলোতে ঘুরে আমরাও দেখলাম, চাষযোগ্য জমিতে ঠিকমত জল সেচের ব্যবস্থা নেই। বাম আমলের তৈরি পাকা নালার আজ ভগ্নদশা। এখনও বিভিন্ন চাষযোগ্য জমিগুলোতে পাকা নালার অভাবে ঠিকমত হচ্ছে না চাষ।

সৌভিক রায়

Lok Sabha Election 2024: বাড়িতেই বুথ! ঘরে বসে দিব্যি ভোট দিলেন এই জেলার ভোটাররা

নদিয়া: আগামী ১৩ মে চতুর্থ দফায় ভোট হবে নদিয়ার দুই লোকসভা কেন্দ্রে। তারই প্রাক্কালে বিশেষভাবে সক্ষম এবং প্রবীণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আগাম ভোট দেওয়ার ব্যবস্থা করল নির্বাচন কমিশন।

নদিয়ার বিভিন্ন এলাকার প্রবীণ নাগরিকেরা নিজের বাড়িতে বসে এভাবে ভোট দিতে পেরে খুশি। পোলিং অফিসার, সেক্টর ইন্সপেক্টর কেন্দ্রীয় বাহিনী, স্থানীয় বিএলও এবং বিভিন্ন রাজনৈতিক দলের পোলিং এজেন্টদের নিয়ে বাড়ি বাড়ি ভোট সংগ্রহ করা হয়।তবে সাধারণ মানুষের ক্ষেত্রে তা আগ্রহের বিষয় হলেও এলাকায় ঘুরে ঘুরে এই ভোট গ্রহণ ছিল কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। সে ক্ষেত্রে গণতান্ত্রিক উপায়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রভাববিহীন ভোট দান করতে পেরেছেন বলেই জানিয়েছেন ভোটাররা।

আরও পড়ুন: আগে এসেছিলেন শুভেন্দু, সভা শুরুর আগে গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধ’ করল তৃণমূল

নির্বাচন কমিশন সূত্রে খবর, চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, এক বা দুজন রাজ্য পুলিশের কর্মীকে নিয়ে প্রতি টিম এ থাকছেন দু’জন পোলিং অফিসার, একজন মাইক্রো অবজার্ভার, একজন ভিডিওগ্রাফার এবং গোটা প্রক্রিয়া সুপারভাইস করার জন্য সেক্টর অফিসার। সকাল আটটা থেকে ভোট গ্রহণ করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ শুরু করা হয় সেন্টার থেকে। একাধিক নির্বাচনী আধিকারিক উপস্থিত ছিলেন এই সেন্টারে। যদিও এই প্রক্রিয়াকে কেন্দ্র করে আঁটোসাঁটো করা ছিল নিরাপত্তা ব্যবস্থা। একাধিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং রাজ্য পুলিশের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

মৈনাক দেবনাথ

Lok Sabha Election 2024: আগে এসেছিলেন শুভেন্দু, সভা শুরুর আগে গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধ’ করল তৃণমূল

দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূল কংগ্রেসের হাইভোল্টেজ সভা। সমস্ত প্রস্তুতি সারা হয়ে গিয়েছে আগেই। সভা শুরুর জন্য অপেক্ষা করছে সকলে। কিন্তু তখনই দেখা গেল গোটা মাঠ জুড়ে গঙ্গা জল ছিটোতে শুরু করেছেন একদল মহিলা! ব্যাপারটা ঠিক কী?

খোঁজ নিয়ে জানা গেল শতাধিক মহিলা গঙ্গাজল নিয়ে আসছেন মাঠে। সভা শুরুর আগে মাঠ ধোওয়া হবে। এরপরই শুরু হবে সভা। এমনই দৃশ্য নজরে এলো দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে। আসলে কৃষ্ণচন্দ্রপুর বিবেক ময়দানে কয়েকদিন আগেই তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা করে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর সেই একই মাঠে সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কিন্তু সভা শুরুর আগে তৃণমূলের মহিলা কর্মীরা গঙ্গাজল ছিটিয়ে গোটা জায়গাটিকে ‘পরিশুদ্ধ’ করেন।

আরও পড়ুন: কচি নয়, এখানে লাউ পাকলে তবেই বিক্রি হয়! মেলে বেশি দাম

এই মাঠ শুদ্ধিকরণের জন্য স্থানীয় পাতালগঙ্গা থেকে মেয়েরা জল নিয়ে আসে। লাইনে দিয়ে জল ছড়িয়ে ছড়িয়ে মাঠে আসতে থাকে তারা। এরপর এই মাঠের চারিদিকে জল ছড়ায়। এরপর স্টেজেও জল ছড়ায়। তারপরই শুরু হয় তৃণমূলের সমাবেশ। এই প্রসঙ্গে তৃণমূল বিধায়িক লাভলি মৈত্র বলেন, বাংলার যেখানে যেখানে শুভেন্দু অধিকারী যাবেন, সেই মাটি ধুতেই হবে। এই উদ্যোগ বাংলার মায়েদেরই নিতে হবে।

নবাব মল্লিক

Lok Sabha Election 2024: ভোটের প্রচারে বেরিয়ে মুখোমুখি তৃণমূলের কল‍্যাণ ও বামেদের দীপ্সিতা! আর তারপর…দেখুন ভিডিও

Lok Sabha Election 2024: বুধবার শ্রীরামপুরে পেয়ারাপুরেপাড়ায় প্রচারে নামেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই বড় বেলু থেকে প্রচারে নামেন সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর।

General Knowledge: বলুন তো কোন কোন দেশে ভোট না দিলে শাস্তি দেওয়া হয়? ভারতেও আছে এমন নিয়ম? জানুন

চলতি বছর ভারতে ১৭তম লোকসভা অনুষ্ঠিত হচ্ছে। দেশের সব দল নিজেদের মত করে লড়াই মন্ত্র বেছে নিয়েছে। ভারতে ভোটকে বলা হয় গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব।
চলতি বছর ভারতে ১৭তম লোকসভা অনুষ্ঠিত হচ্ছে। দেশের সব দল নিজেদের মত করে লড়াই মন্ত্র বেছে নিয়েছে। ভারতে ভোটকে বলা হয় গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব।

 

কিন্তু বিশ্বের প্রায় ১৯ টি দেশ আছে যেখানে একজন ব্যক্তি ভোট না দেওয়ার জন্য শাস্তি পেতে পারেন। এখানে ভোট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
কিন্তু বিশ্বের প্রায় ১৯ টি দেশ আছে যেখানে একজন ব্যক্তি ভোট না দেওয়ার জন্য শাস্তি পেতে পারেন। এখানে ভোট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
এর মানে হল যে কোন নির্বাচনে ভোটারকে তার ভোট দেওয়া বা ভোট কেন্দ্রে উপস্থিত থাকা আবশ্যক।
এর মানে হল যে কোন নির্বাচনে ভোটারকে তার ভোট দেওয়া বা ভোট কেন্দ্রে উপস্থিত থাকা আবশ্যক।
সেই দেশগুলোর কথাই বলতে যাচ্ছি। যেখানে ভোট দেওয়া কঠোরভাবে বাধ্যতামূলক, অন্যথায় একজনের শাস্তি হতে পারে।
সেই দেশগুলোর কথাই বলতে যাচ্ছি। যেখানে ভোট দেওয়া কঠোরভাবে বাধ্যতামূলক, অন্যথায় একজনের শাস্তি হতে পারে।
এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, বেলজিয়াম, ব্রাজিল, চিলি, সাইপ্রাস, কঙ্গো, ইকুয়েডর, ফিজি, পেরু, সিঙ্গাপুর, তুরস্ক, উরুগুয়ে এবং সুইজারল্যান্ড।
এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, বেলজিয়াম, ব্রাজিল, চিলি, সাইপ্রাস, কঙ্গো, ইকুয়েডর, ফিজি, পেরু, সিঙ্গাপুর, তুরস্ক, উরুগুয়ে এবং সুইজারল্যান্ড।
১৯টি দেশে এই নিয়ম ভঙ্গের জন্য শাস্তি দেওয়া হয়। অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, সিঙ্গাপুর, তুরস্ক, বেলজিয়াম-সহ ১৯টি দেশের নির্বাচনী প্রক্রিয়া প্রায় ভারতের মতোই।
১৯টি দেশে এই নিয়ম ভঙ্গের জন্য শাস্তি দেওয়া হয়। অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, সিঙ্গাপুর, তুরস্ক, বেলজিয়াম-সহ ১৯টি দেশের নির্বাচনী প্রক্রিয়া প্রায় ভারতের মতোই।
আপনি জেনে অবাক হবেন যে সিঙ্গাপুরে একজন ব্যক্তি ভোট না দিলেও সেই ব্যক্তির থেকে ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়। যেখানে ব্রাজিলে কেউ ভোট না দিলে পাসপোর্টও বাজেয়াপ্ত করা হয়।
আপনি জেনে অবাক হবেন যে সিঙ্গাপুরে একজন ব্যক্তি ভোট না দিলেও সেই ব্যক্তির থেকে ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়। যেখানে ব্রাজিলে কেউ ভোট না দিলে পাসপোর্টও বাজেয়াপ্ত করা হয়।
এ ছাড়া বলিভিয়ায় ভোট না দেওয়ায় ৩ মাসের বেতন ফেরত নেওয়া হয়। এছাড়াও, বেলজিয়ামে ১৮৯৩ সাল থেকে ভোট না দেওয়ার জন্য জরিমানার বিধান রয়েছে।
এ ছাড়া বলিভিয়ায় ভোট না দেওয়ায় ৩ মাসের বেতন ফেরত নেওয়া হয়। এছাড়াও, বেলজিয়ামে ১৮৯৩ সাল থেকে ভোট না দেওয়ার জন্য জরিমানার বিধান রয়েছে।

Lok Sabha Election 2024: সভা থেকে ফেরার সময় ভয়াবহ দুর্ঘটনায় আহত ২০ তৃণমূল সমর্থক

দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যের শাসক দল তৃণমূলের নির্বাচনী সভা সেরে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন ২০ জন। রায়দিঘির ঘটনা। ইঞ্জিন ভ্যান উলটে ২০ জন তৃণমূল কর্মী-সমর্থক আহত হন।

মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপী হালদারের সমর্থনে সভা ছিল। সেই সভা সেরে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন তৃণমূল কর্মীর সমর্থকরা। ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌঁছন তৃণমূল প্রার্থী বাপী হালদার। সূত্রের খবর, রায়দিঘির মান্নার চকের কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ইঞ্জিনভ্যানটির সামনে একটি বাইক চলে এসেছিল। তাকে বাঁচানোর জন্য ইঞ্জিনভ্যানের চালক সজোরে ব্রেক কষেন। তাতেই ইঞ্জিনভ্যানটি উল্টে যায়।

আরও পড়ুন: বাঘের আক্রমণে নয়, নদীতে মাছ ধরতে গিয়ে অন্য কারণে সুন্দরবনের মৎস্যজীবীর মৃত্যু

ওই ইঞ্জিনভ্যানের পিছনে পিছনে আসা আরও একটি ভ্যান’ও এরফলে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর আশেপাশে থাকা তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মীরা সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে হাত লাগান। আহতরা সকলেই দিঘিরপাড়ের বকুলতলা গ্রামের বাসিন্দা। আহত ২০ জনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ডায়মন্ডহারবার মহাকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর আহতদের দেখতে হাসপাতালে যান বিধায়ক অলক জলদাতা। গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপী হালদার। এই ঘটনার পর বৃহস্পতিবার বাপী হালদার ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।

নবাব মল্লিক

Lok Sabha Election 2024: বামদের বর্ণাঢ্য শোভাযাত্রায় হঠাৎ বাজল ‘খেলা হবে’! বিক্ষোভে পথ অবরোধ কর্মী-সমর্থকদের

কলকাতাঃ আজ একসঙ্গে র‍্যালি করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন বামেদের ৫ প্রার্থী। সেই বামেদের মিছিল আলিপুর মিউজিয়াম পেরোলেই মাইক এ খেলা হবে গান বাজতে শুরু হয়। এর প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ করেন বাম কর্মীরা। পুলিশ আগে থেকে জানা সত্বেও কেন মাইক বাজিয়েছে। বাম কর্মীদের একাংশের দাবি পুলিশের অপদার্থতার জন‍্য যতক্ষণ না পুলিশ ক্ষমা চাইছি ততক্ষণ রাস্তায় বসে বিক্ষোভ করবেন তাঁরা।

আরও পড়ুনঃ লালে লাল কলকাতার রাজপথ, হাজরা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, আজ ৫ বাম প্রার্থীর মনোনয়ন

যাদবপুর লোকসভা কেন্দ্রের সৃজন ভট্টাচার্য, দক্ষিণ কলকাতার সায়রা শাহ হালিম, ডায়মন্ড হারবারের প্রতীকুর রহমান, মথুরাপুরের শরৎচন্দ্র হালদারের পাশাপাশি জয়নগরের আরএসপি প্রার্থী সমরেন্দ্র নাথ মণ্ডল হাজরা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে তাঁরা নিজেদের সংশ্লিষ্ট ইকেলটোরাল অফিসে মনোনয়ন পেশ করার কথা ছিল। দক্ষিণ কলকাতার ক্ষেত্রে আলিপুর সার্ভে বিল্ডিং এবং দক্ষিণ ২৪ পরগনার বাকি কেন্দ্রগুলোর ক্ষেত্রে আলিপুর জেলাশাসক অফিসে মনোনয়ন জমা পড়বে। এই ৫ কেন্দ্রের ভোট হবে শেষ দফায়, অর্থাৎ ১ জুন। চলতি বছর লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হবে ৪ জুন।

অপরদিকে, অক্ষয় তৃতীয়ার দিনে মনোনয়ন জমা দেবেন অভিষেক বন্দোপাধ্যায়। আগামিকাল, অর্থাৎ শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় তিনি আলিপুরে জেলাশাসকের অফিসে এই মনোনয়ন জমা দেবেন। অভিষেকের সঙ্গে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত বিভিন্ন বিধানসভার বিধায়করা থাকবেন। হাজরা থেকে গোপালনগর পর্যন্ত একটি রোড শো হতে পারে এই মনোনয়ন পর্ব ঘিরে।

Lok Sabha Election 2024: লালে লাল কলকাতার রাজপথ, হাজরা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, আজ ৫ বাম প্রার্থীর মনোনয়ন

কলকাতাঃ আজ একসঙ্গে র‍্যালি করে মনোনয়ন জমা দেবে বামেদের ৫ প্রার্থী। যাদবপুর লোকসভা কেন্দ্রের সৃজন ভট্টাচার্য, দক্ষিণ কলকাতার সায়রা শাহ হালিম, ডায়মন্ড হারবারের প্রতীকুর রহমান, মথুরাপুরের শরৎচন্দ্র হালদারের পাশাপাশি জয়নগরের আরএসপি প্রার্থী সমরেন্দ্র নাথ মণ্ডল হাজরা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে তাঁরা নিজেদের সংশ্লিষ্ট ইকেলটোরাল অফিসে মনোনয়ন পেশ করবেন।

আরও পড়ুনঃ ‘খুব খুশি’, শিক্ষকদের চাকরি বহালের নির্দেশে তৃপ্ত মমতা! ‘সত্যের জয়’, লিখলেন অভিষেক

দক্ষিণ কলকাতার ক্ষেত্রে আলিপুর সার্ভে বিল্ডিং এবং দক্ষিণ ২৪ পরগনার বাকি কেন্দ্রগুলোর ক্ষেত্রে আলিপুর জেলাশাসক অফিসে মনোনয়ন জমা পড়বে। এই ৫ কেন্দ্রের ভোট হবে শেষ দফায়, অর্থাৎ ১ জুন। চলতি বছর লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হবে ৪ জুন।

অপরদিকে, অক্ষয় তৃতীয়ার দিনে মনোনয়ন জমা দেবেন অভিষেক বন্দোপাধ্যায়। আগামিকাল, অর্থাৎ শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় তিনি আলিপুরে জেলাশাসকের অফিসে এই মনোনয়ন জমা দেবেন। অভিষেকের সঙ্গে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত বিভিন্ন বিধানসভার বিধায়করা থাকবেন। হাজরা থেকে গোপালনগর পর্যন্ত একটি রোড শো হতে পারে এই মনোনয়ন পর্ব ঘিরে।

Lok Sabha Election 2024: নেতাজিকে প্রণাম করে সুভাষগ্রামে প্রচারে সৃজন

দক্ষিণ ২৪ পরগনার: সুভাষগ্রামের নাম উঠলেই নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা মনে পড়ে যায়। এটি হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম ভিটে। সুভাষগ্রামের কোদালিয়াতে তাঁর পৈতৃক ভিটে। আর সেই থেকে এলাকার নাম সুভাষগ্রাম হয়ে ওঠে। সেখানেই এবার ভোট প্রচারে গেলেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য।

সুভাষগ্রামের কোদালিয়ায় নেতাজীর পৈত্রিক ভিটেতে গিয়ে তাঁর মূর্তিতে মাল্যদান করে আশেপাশের এলাকায় প্রচার করেন যাদবপুর কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তিনি এদিন সুভাষগ্রাম এলাকার প্রতিটা মানুষের সঙ্গে দেখা করে ভোট দেওয়ার আহ্বান জানায় এবং এদিন তিনি প্রচারের ফাঁকে সৌজন্য সাক্ষাৎ করেন রাজপুর-সোনারপুর পুরসভার পুরপ্রধানের সঙ্গে।

আরও পড়ুন: গাছের ডালে বাঁধা হাঁড়িতে রাখা জল মেটাচ্ছে পাখিদের তৃষ্ণা

পরে সৃজন বলেন, প্রচারের পথে তাঁর প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের বাড়ি পড়লে সেখানে গিয়েও ভোট চাইবেন। তিনি জানান, যাদবপুরের সব ভোটারের কাছে যাচ্ছেন। তাই কে তৃণমূল, কে বিজেপি দেখছেন না। নেতাজীর মুর্তিতে মাল্যদান করে তিনি বলেন, বাংলার এইসব আইকনরা আর‌এস‌এস-এর হাতে পড়ে বিপন্ন হয়ে পড়েছে। তিনি বাংলার এই ঐতিহ্য বজায় রাখার লড়াই’ও লড়ছেন।

সুমন সাহা

Lok Sabha Election 2024: “তোতাকাহিনী” পাঠ করে দিনের শুরু বাঁকুড়ার বিজেপি প্রার্থীর

বাঁকুড়া: পঁচিশে বৈশাখ উপলক্ষে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে তোতাকাহিনী পাঠ করলেন বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। বুধবার রবীন্দ্রসকালে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় কবিগুরুর ১৬৩তম জন্ম জয়ন্তীতে উপস্থিত ছিলেন সুভাষ সরকার। কবির চিত্রে মাল্য দান করে অনুষ্ঠানের সূচনা করেন তিনি। এরপর তৎকালীন সময়ে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থাকে টিপ্পনী করে লেখা রবীন্দ্রনাথের “তোতাকাহিনী” পাঠ করলেন বিজেপি প্রার্থী।

আরও পড়ুনঃ ভোটের পর জমিদারদের তৈরি এই প্রাচীন মন্দিরের সংস্কার চায় গোটা গ্রাম

তিনি জানান, বর্তমান সময়ে তোতাকাহিনীর প্রাসঙ্গিকতা বিপুল। এছাড়াও যে ২০২০ নতুন শিক্ষা ব্যবস্থা এসেছে সেটা কিছুটা তোতাকাহিনীর আদলেই। এছাড়াও রবীন্দ্রনাথের বহুমুখী প্রতিভার কোথাও শোনা গেল সুভাষ সরকারের মুখে। মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনও বাদ পড়ল না ভোটের প্রচারে।

উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পাশাপাশি, ভোটের প্রচার এবং ২৫ বৈশাখ, সব মিলিয়ে ইভেন্টফুল একটা দিনের ইঙ্গিত দিয়েছেন সুভাষ সরকার। এছাড়াও তিনি বলেন, বিকেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসছেন জঙ্গলমহলে। সেক্ষেত্রে একটি বিরাট র‍্যালির আশা করছেন বিজেপি প্রার্থী। তিনি জানান, “জঙ্গল মহলে সাড়া পড়ে গেছে ইতিমধ্যেই।”

২৫ মে ভোট বাঁকুড়ায় আর তার আগে ২৫ শে বৈশাখে বাঁকুড়ায় শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে কবিগুরুর জন্মজয়ন্তী। যোগদান করেছেন প্রার্থীরাও। কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে তোতাকাহিনী পাঠ করে একটি গুরুত্বপূর্ণ দিনের শুরু করলেন বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার।

নীলাঞ্জন ব্যানার্জী