২৬ মে থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ক্ষেত্রে এই ঝড় আছড়ে পড়ার ঘটনা ঘটতে পারে৷ এ ছাড়াও ২৬ ও ২৭ মে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলায় ভারী বৃষ্টি হতে পারে৷ এ ছাড়া মিজোরাম, ত্রিপুরা, মণিপুরেও ২৬-২৭ মে ভারী বৃষ্টি হতে পারে৷

Cyclone Remal Update:ভোটের দিনেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা! এনডিআরএফ-কে প্রস্তুত থাকতে নির্দেশ

নয়াদিল্লি: সাইক্লোন রিমল ভ্রুকুটি। এনডিআরএফ দলকে প্রস্তুত থাকতে বলল কমিশন। তবে এখনও ষষ্ঠ দফার নির্বাচনের দিন পিছানোর বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে খবর কমিশন সূত্রে। সাইক্লোনের অভিমূখ কোন দিকে জানতে টাস্কফোর্সের তথ্যের উপর নজর রাখা হচ্ছে বলে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর। এদিকে মঙ্গলবারই মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের তরফে একটি বৈঠক করা হয় স্থানীয় আবহাওয়া দপ্তরের আধিকারিকদের সঙ্গে। সূত্রের খবর, আবহাওয়া দপ্তরের তরফে সিইও অফিসকে জানানো হয়েছে ২৬ তারিখই মূল ঝঞ্ঝা হওয়ার সম্ভাবনা রাজ্যে। সম্ভাবনায় বলা হয়েছে,মূল আশঙ্কা কেন্দ্রীভূত হচ্ছে শনিবার থেকে রবিবারের মধ্যে৷