আশ্চর্য এক 'খুন'

Bangladesh: আশ্চর্য! খুন হয়েছেন নিশ্চিত, কিন্তু এখনও মেলেনি দেহ! নিউ টাউনে বাংলাদেশি সাংসদ ‘খুন’

উত্তর ২৪ পরগনা: বাংলাদেশের সাংসদ খুনে সামনে আসল বিস্ফোরক তথ্য। খুন হয়েছে তার প্রমাণ মিললেও এখনও উদ্ধার হয়নি দেহ! তবে কোথায় কীভাবে গায়েব হল দেহ! সিআইডির তরফ থেকে জানা যাচ্ছে, ১৮ মে নিখোঁজের ডাইরি হওয়ার পর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। ২০ তারিখ বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশ পায় সিআইডি, বিষয়টিকে দেখার জন্য। ২২ তারিখে তদন্তের উঠে আসে সাংসদকে খুন করা হয়েছে। তারপরেই পুলিশ লোকেশন দেখে শেষ থাকা জায়গাটি খুঁজে বার করে।

এরপরই মামলা রুজু করে তদন্ত ভার নেয় সিআইডি। তবে এখনও পর্যন্ত দেহ উদ্ধার হয়নি বাংলাদেশি সাংসদের। নিউ টাউনের এই বহুতল আবাসনের ফ্ল্যাটটি সন্দীপ রায় বলে একজনের, যিনি ওয়েস্ট বেঙ্গল সরকারের এক্সাইজ ডিপার্টমেন্টে কর্মরত। তবে তিনি ভাড়া দেন আখতারুল জামান বলে একজনকে।

আরও পড়ুন: পৃথিবীর সবচেয়ে শিক্ষিত দেশ কোনটি জানেন? নামটি শুনে বিশ্বাসই হবে না গ্যারান্টি, কিন্তু এটাই সত্যি

যিনি ইউএস-এর বাসিন্দা বলে জানা যাচ্ছে। অখিলেশ কুমার চতুর্বেদী সিআইডির আইজি জানান, ইতিমধ্যেই সিআইডি-র ফরেনসিক থেকে শুরু করে ফটোগ্রাফার ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সহ বেশ কয়েকজন সিআইডি আধিকারিক ইতিমধ্যেই ওই ফ্ল্যাটে তদন্ত চালাচ্ছেন এবং নমুনা সংগ্রহ করছেন।

তবে খুন যে হয়েছে তার প্রমাণ মিলেছে বলেই সিআইডি-র তরফ থেকে দাবি করা হয়। যদিও এর থেকে বেশি তদন্তের স্বার্থে আর কিছুই বলতে চাননি সিআইডি-র এই আধিকারিক।

—– Rudra Narayan Roy