প্রতীকী ছবি

Three People Died Due To Lightning Strike: পুরুলিয়ায় বজ্রপাতে কেলেঙ্কারি কাণ্ড! বাজ পড়ে মৃত একই পরিবারের তিন

অযোধ্যা: পুরুলিয়ার অযোধ্যায় বজ্রপাতে মৃত্যু হল তিনজনের৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়৷ এর আগেও মালদহে একই কাণ্ড দেখা গিয়েছিল৷ দেখা গিয়েছিল অন্য জেলাতেও৷ সম্প্রতি কলকাতা এয়ারপোর্টে বজ্রাহত হতে গুরুতর আহত হন বিমানবন্দরের কয়েকজনের কর্মী৷ তাই নিয়ে আলোচনাও শুরু হয়৷ তার মধ্যেই পুরুলিয়ায় বজ্রাহত হয়ে মৃত্যুর খবর এল৷

শেষ কয়েকদিন ধরেই উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির দাপট চলছেই৷ আগের তুলনায় রাজ্যে বিভিন্ন জায়গায় বজ্রপাতের পরিমাণ অনেকটাই বেড়েছে৷ অত্যাধিক পরিমাণে দূষণ-সহ একাধিক কারণে বজ্রপাতের পরিমাণ অনেকটাই বেড়েছে৷ আর তাতেই একাধিক মানুষের প্রাণ গিয়েছে৷ বুধবার ফের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে৷

আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুসারে, এই সর্তাহের শেষ পর্যন্ত রাজ্যজুড়ে টানা বৃষ্টি চলবে৷ উত্তরের পাশাপাশি, দক্ষিণের জেলাগুলিতেও বৃষ্টির দাপট দেখা দেবে৷ বৃষ্টি ও ঝড়ের সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে৷ সেই কারণে দুর্যোগের সময় নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে৷ পাশাপাশি, আশঙ্কা রয়েছে, সপ্তাহের শেষে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রিমল৷ সেই নিয়েও দুর্যোগের আশঙ্কা রয়েছে৷