Nandigram: ভোটের ঠিক আগেই উত্তপ্ত নন্দীগ্রাম, বিজেপি কর্মী খুন! জেলাশাসকে রিপোর্ট পাঠানোর নির্দেশ কমিশনের

নন্দীগ্রাম: নন্দীগ্রামের ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কী পদক্ষেপ? জানতে চাইল নির্বাচন কমিশন। কী কারণে মৃত্যু? পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে দ্রুত রিপোর্ট পাঠানোর নির্দেশ দিল কমিশন। অশান্তি প্রবণ অঞ্চলে রুট মার্চ করানোর নির্দেশ দিয়েছে কমিশন।

নন্দীগ্রামে বিজেপির মহিলা কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে  তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার রাতে সোনাচূড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোটা নন্দীগ্রাম জুড়ে। যদিও এই হামলার দায় অস্বীকার করেছে তৃণমূল। এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলেই পুলিশ সূত্রে খবর। নন্দীগ্রামের পরিস্থিতি স্বাভাবিক করতে এসপিকে ঘটনাস্থলে যেতে বলা হয়েছে।

আরও পড়ুন: বাতিল ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট…প্রচারমঞ্চে দাঁড়িয়েই বিস্ফোরক মমতা! বললেন, ‘আমরা এই রায় মানছি না!’

এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, সনাতনী শহিদ বীরাঙ্গনা রথীবালা আড়ি অমর রহে। গতকাল রাতে নন্দীগ্রামের সোনাচূড়ার মনসাবাজার এলাকায় বিজেপি কর্মীরা বুথ পাহারা দিচ্ছিলেন। সেইসময় ধারাল অস্ত্র নিয়ে তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূলী দুষ্কৃতীরা। ৭ জন ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। স্থানীয় বিজেপি নেতৃত্ব বনধের ডাক দেয়। পাশাপাশি নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভ দেখানো হয়।