বাংলায় লিচু নিতে এসেছেন ভিন্ন রাজ্যের ব্যবসায়ীরা

Nadia News: এবার আকাশ ছুঁতে পারে লিচুর দাম! জামাইষষ্ঠীর আগেই মাথায় হাত… পাতে পড়বে তো?

এবছর গোটা বাংলা জুড়েই লিচুর ফলন তুলনামূলক কম হয়েছে বলে জানায় কৃষকেরা। কিন্তু তারপরেও বাংলার সুস্বাদু লিচু উড়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তার ফলেই আসন্ন জামাইষষ্ঠীতে লিচুর মূল্য খানিক বৃদ্ধি পতে পারে বলে  মনে করছেন দোকানদারেরা।
এবছর গোটা বাংলা জুড়েই লিচুর ফলন তুলনামূলক কম হয়েছে বলে জানায় কৃষকেরা। কিন্তু তারপরেও বাংলার সুস্বাদু লিচু উড়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তার ফলেই আসন্ন জামাইষষ্ঠীতে লিচুর মূল্য খানিক বৃদ্ধি পতে পারে বলে  মনে করছেন দোকানদারেরা।
বিহার পাঞ্জাব হিমাচল সহ একের পর এক রাজ্যের বাজারে ছড়িয়ে পড়ে লিচু। বিহার, পঞ্জাব, হিমাচলে লিচুর উৎপাদন হলেও তা পাকতে এখনও বেশ কিছু দেরি। তবে বাংলার লিচু স্বাদে গন্ধে যেমন জগৎ বিখ্যাত তেমনই বাজারে আসে সর্বপ্রথম। ইংরেজি মে মাসের মধ্যেই আন্তঃরাজ্য এবং বহিঃরাজ্য, এমনকি দেশ ছাড়িয়ে বিদেশেও পাড়ি দেয় বাংলার লিচু।
বিহার পাঞ্জাব হিমাচল সহ একের পর এক রাজ্যের বাজারে ছড়িয়ে পড়ে লিচু। বিহার, পঞ্জাব, হিমাচলে লিচুর উৎপাদন হলেও তা পাকতে এখনও বেশ কিছু দেরি। তবে বাংলার লিচু স্বাদে গন্ধে যেমন জগৎ বিখ্যাত তেমনই বাজারে আসে সর্বপ্রথম। ইংরেজি মে মাসের মধ্যেই আন্তঃরাজ্য এবং বহিঃরাজ্য, এমনকি দেশ ছাড়িয়ে বিদেশেও পাড়ি দেয় বাংলার লিচু।
বারুইপুর, মালদহ, মুর্শিদাবাদ এবং নদিয়া অন্যতম। তবে, আঁটির লিচু অর্থাৎ দেশীয় প্রজাতির টক মিষ্টি লিচুই বেশি প্রচলিত স্থানীয় বাজারে। এরপরেই বোম্বাই লিচুর স্থান।
বারুইপুর, মালদহ, মুর্শিদাবাদ এবং নদিয়া অন্যতম। তবে, আঁটির লিচু অর্থাৎ দেশীয় প্রজাতির টক মিষ্টি লিচুই বেশি প্রচলিত স্থানীয় বাজারে। এরপরেই বোম্বাই লিচুর স্থান।
নদিয়ার শান্তিপুর, হরিপুর, শ্রীরামপুর, আলুইপাড়া, বোয়লিয়ায় লিচু বাগানে আগমন ঘটে বহিঃরাজ্যের বিভিন্ন ব্যবসাদারদের। আগে বিভিন্ন এজেন্সি মারফত লিচু কিনলেও এখন তারা সরাসরি বাগানিদের কাছ থেকে কেনার চেষ্টা করেন, এতে কৃষকরাও সরাসরি তাদের উৎপাদিত ফসলের উপযুক্ত মূল্য পান।
নদিয়ার শান্তিপুর, হরিপুর, শ্রীরামপুর, আলুইপাড়া, বোয়লিয়ায় লিচু বাগানে আগমন ঘটে বহিঃরাজ্যের বিভিন্ন ব্যবসাদারদের। আগে বিভিন্ন এজেন্সি মারফত লিচু কিনলেও এখন তারা সরাসরি বাগানিদের কাছ থেকে কেনার চেষ্টা করেন, এতে কৃষকরাও সরাসরি তাদের উৎপাদিত ফসলের উপযুক্ত মূল্য পান।
প্রতিটি পিচবোর্ডের বাক্সে, ৪০ থেকে ৫০ টি লিচু দিয়ে প্যাকিং হয় বক্স। বাগান থেকে দমদম বিমানবন্দর, তারপরেই উড়ে যায় বাংলার গর্বের লিচু। শোভা পায় দেশে-বিদেশের বিভিন্ন শপিংমল থেকে শুরু করে আন্তর্জাতিক বাজারে।
প্রতিটি পিচবোর্ডের বাক্সে, ৪০ থেকে ৫০ টি লিচু দিয়ে প্যাকিং হয় বক্স। বাগান থেকে দমদম বিমানবন্দর, তারপরেই উড়ে যায় বাংলার গর্বের লিচু। শোভা পায় দেশে-বিদেশের বিভিন্ন শপিংমল থেকে শুরু করে আন্তর্জাতিক বাজারে।