টিকিট বুকিং

Train Ticket Booking: কনফার্ম টিকিট পাবেনই, ২৫ শতাংশ টাকা দিয়ে ‘সিট লক’ করুন আগেভাগে! কীভাবে জানুন

*ট্রেন যাত্রা সহজ করতে বেশ কিছু প্রযুক্তিগত পরিবর্তন করল MakeMyTrip। টিকিট বুকিংয়ের সময় যে সব সমস্যার মুখে পড়তেন যাত্রীরা, তার সমাধানে চালু করা হল নতুন ফিচার। টিকিট বুকিংয়ের পুরো প্রক্রিয়াটিকে বেশ কয়েকটি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রত্যেক পর্যায়ে কাজ সহজ করতে নেওয়া হয়েছে প্রযুক্তির সাহায্য। এই বিশেষ ফিচারগুলির মধ্যে একটি হল ‘সিট লক’। সংগৃহীত ছবি। 
*ট্রেন যাত্রা সহজ করতে বেশ কিছু প্রযুক্তিগত পরিবর্তন করল MakeMyTrip। টিকিট বুকিংয়ের সময় যে সব সমস্যার মুখে পড়তেন যাত্রীরা, তার সমাধানে চালু করা হল নতুন ফিচার। টিকিট বুকিংয়ের পুরো প্রক্রিয়াটিকে বেশ কয়েকটি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রত্যেক পর্যায়ে কাজ সহজ করতে নেওয়া হয়েছে প্রযুক্তির সাহায্য। এই বিশেষ ফিচারগুলির মধ্যে একটি হল ‘সিট লক’। সংগৃহীত ছবি।
*এটা একদম নতুন ফিচার। এই ফিচারে যাত্রী টিকিটের দামের মাত্র ২৫ শতাংশ দিয়ে আগেভাগেই সিট বুক করতে পারেন। বাকি টাকা দিতে হবে যাত্রার ২৪ ঘণ্টা আগে। ফলে সিট পাওয়া নিয়ে আর ঝামেলা পোহাতে হবে না। সংগৃহীত ছবি। 
*এটা একদম নতুন ফিচার। এই ফিচারে যাত্রী টিকিটের দামের মাত্র ২৫ শতাংশ দিয়ে আগেভাগেই সিট বুক করতে পারেন। বাকি টাকা দিতে হবে যাত্রার ২৪ ঘণ্টা আগে। ফলে সিট পাওয়া নিয়ে আর ঝামেলা পোহাতে হবে না। সংগৃহীত ছবি।
*MakeMyTrip-এর কানেক্টেড ট্রাভেল ফিচার: ট্রেনের টিকিট বুক করার সময় আরও একটা সমস্যায় পড়েন যাত্রীরা। সেটা হল, পছন্দসই দিনে টিকিট পাওয়া খুব মুশকিল। তাছাড়া সরাসরি ট্রেনের কনফার্ম টিকিটও মেলে না। এমন পরিস্থিতিতে হাতে খুব কম বিকল্প থাকে। সংগৃহীত ছবি। 
*MakeMyTrip-এর কানেক্টেড ট্রাভেল ফিচার: ট্রেনের টিকিট বুক করার সময় আরও একটা সমস্যায় পড়েন যাত্রীরা। সেটা হল, পছন্দসই দিনে টিকিট পাওয়া খুব মুশকিল। তাছাড়া সরাসরি ট্রেনের কনফার্ম টিকিটও মেলে না। এমন পরিস্থিতিতে হাতে খুব কম বিকল্প থাকে। সংগৃহীত ছবি।
*এই সমস্যা মেটাতে ‘কানেক্টেড ট্রাভেল’ ফিচার চালু করেছে MakeMyTrip। পছন্দসই দিনে বাস আর ট্রেন মিলিয়ে কীভাবে গন্তব্যে পৌঁছনো যায়, তা বাতলে দেয় এই ফিচার। কতক্ষণ সময় লাগবে, কতক্ষণ দাঁড়াতে হবে, সব কিছু ছকে দেওয়া হয়। সংগৃহীত ছবি। 
*এই সমস্যা মেটাতে ‘কানেক্টেড ট্রাভেল’ ফিচার চালু করেছে MakeMyTrip। পছন্দসই দিনে বাস আর ট্রেন মিলিয়ে কীভাবে গন্তব্যে পৌঁছনো যায়, তা বাতলে দেয় এই ফিচার। কতক্ষণ সময় লাগবে, কতক্ষণ দাঁড়াতে হবে, সব কিছু ছকে দেওয়া হয়। সংগৃহীত ছবি।
*MakeMyTrip-এর সহ প্রতিষ্ঠাতা এই কথা জানিয়েছেন: MakeMyTrip-এর সহ-প্রতিষ্ঠাতা এবং গ্রুপ সিইও রাজেশ মাগোভান বলছেন, “ট্রেন যাত্রা উন্নত করতে এবং প্রতিটা ভ্রমণকে স্মরণীয় করে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ভ্রমণের জন্য সঠিক ট্রেন বেছে নেওয়া থেকে শুরু করে টিকিক কেনা, সবকিছুই এর মধ্যে রয়েছে। আমরা প্রযুক্তির সাহায্যে যাত্রীকে আরও স্বাচ্ছন্দ্য, সুবিধা এবং আরামে রাখার চেষ্টা করেছি। ট্রেন যাত্রাকে সহজ, সুবিধাজনক এবং মজাদার করাই আমাদের লক্ষ্য”। সংগৃহীত ছবি। 
*MakeMyTrip-এর সহ প্রতিষ্ঠাতা এই কথা জানিয়েছেন: MakeMyTrip-এর সহ-প্রতিষ্ঠাতা এবং গ্রুপ সিইও রাজেশ মাগোভান বলছেন, “ট্রেন যাত্রা উন্নত করতে এবং প্রতিটা ভ্রমণকে স্মরণীয় করে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ভ্রমণের জন্য সঠিক ট্রেন বেছে নেওয়া থেকে শুরু করে টিকিক কেনা, সবকিছুই এর মধ্যে রয়েছে। আমরা প্রযুক্তির সাহায্যে যাত্রীকে আরও স্বাচ্ছন্দ্য, সুবিধা এবং আরামে রাখার চেষ্টা করেছি। ট্রেন যাত্রাকে সহজ, সুবিধাজনক এবং মজাদার করাই আমাদের লক্ষ্য”। সংগৃহীত ছবি।
*রুট এক্সটেনশন অ্যাসিস্টেন্স: আরেকটি নতুন ফিচার হল ‘রুট এক্সটেনশন অ্যাসিস্টেন্স’। এটা MakeMyTrip-এর নিজস্ব প্রযুক্তিতে তৈরি। যাত্রী যদি পছন্দের ট্রেনে টিকিট না পান, এই ফিচার বিকল্প রুটের হদিশ দেয়। সংগৃহীত ছবি। 
*রুট এক্সটেনশন অ্যাসিস্টেন্স: আরেকটি নতুন ফিচার হল ‘রুট এক্সটেনশন অ্যাসিস্টেন্স’। এটা MakeMyTrip-এর নিজস্ব প্রযুক্তিতে তৈরি। যাত্রী যদি পছন্দের ট্রেনে টিকিট না পান, এই ফিচার বিকল্প রুটের হদিশ দেয়। সংগৃহীত ছবি।
*যদি ক স্টেশন থেকে খ স্টেশনে যাওয়ার কনফার্ম টিকিট না মেলে তাহলে এই ফিচার একই ট্রেনে ক স্টেশন থেকে গ স্টেশনে যাওয়ার পরামর্শ দিতে পারে। তারপর সেখানে নেমে খ স্টেশনে চলে এলেই হল। এর জন্য আলাদাভাবে রুট ম্যাপ বা ট্রেনের কম্বিনেশনও দেখতে হবে না। সংগৃহীত ছবি।
*যদি ক স্টেশন থেকে খ স্টেশনে যাওয়ার কনফার্ম টিকিট না মেলে তাহলে এই ফিচার একই ট্রেনে ক স্টেশন থেকে গ স্টেশনে যাওয়ার পরামর্শ দিতে পারে। তারপর সেখানে নেমে খ স্টেশনে চলে এলেই হল। এর জন্য আলাদাভাবে রুট ম্যাপ বা ট্রেনের কম্বিনেশনও দেখতে হবে না। সংগৃহীত ছবি।