Cyclone Remal Update: সমুদ্রের উপরে শক্তি বাড়াচ্ছে সাইক্লোন, গঙ্গাসাগরের দিকে হুড়মুড়িয়ে এগোচ্ছে Remal, রেড অ্যালার্ট বৃষ্টির জন্য তৈরি থাকুন

Cyclone Remal Update:  অনেকগুলি দিন থেকেই ওয়েদার বিভাগের পক্ষ থেকে সাইক্লোনের সতর্কবার্তা জারি হয়েছিল৷ এবার সেই সাইক্লোন রেমালের খেলা দেখানোর দিন একেবারে সামনে এগিয়ে এল৷ সকাল বেলাতেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা যেখানে সূর্যের ঝকঝকে আলো আরও চরম আর্দ্রতায় জনতা হেসে উড়িয়ে দিচ্ছিল ঘূর্ণিঝড়ের সতর্কতা, সেখানেই বেলা বাড়তেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা ঢেকেছে কালো মেঘের চাদরে৷
Cyclone Remal Update:  অনেকগুলি দিন থেকেই ওয়েদার বিভাগের পক্ষ থেকে সাইক্লোনের সতর্কবার্তা জারি হয়েছিল৷ এবার সেই সাইক্লোন রেমালের খেলা দেখানোর দিন একেবারে সামনে এগিয়ে এল৷ সকাল বেলাতেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা যেখানে সূর্যের ঝকঝকে আলো আরও চরম আর্দ্রতায় জনতা হেসে উড়িয়ে দিচ্ছিল ঘূর্ণিঝড়ের সতর্কতা, সেখানেই বেলা বাড়তেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা ঢেকেছে কালো মেঘের চাদরে৷
এদিকে আইএমডি দুপুরবেলা আসা লেটেস্ট ওয়েদার আপডেটে জানা গেল দ্রুত এগোচ্ছে সাইক্লোনটি৷ নিম্নচাপ অত্যন্ত ঘনীভূত হয়ে সাইক্লোনটি বঙ্গোপসাগর দিয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে চলেছে৷ অতি গভীর নিম্নচাপটি গত ৬ ঘণ্টায় ১৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে সমুদ্রের উপর দিয়ে এগিয়ে চলেছে ৷ Photo Courtesy- Windy
এদিকে আইএমডি দুপুরবেলা আসা লেটেস্ট ওয়েদার আপডেটে জানা গেল দ্রুত এগোচ্ছে সাইক্লোনটি৷ নিম্নচাপ অত্যন্ত ঘনীভূত হয়ে সাইক্লোনটি বঙ্গোপসাগর দিয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে চলেছে৷ অতি গভীর নিম্নচাপটি গত ৬ ঘণ্টায় ১৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে সমুদ্রের উপর দিয়ে এগিয়ে চলেছে ৷ Photo Courtesy- Windy
এই মুহূর্তে বাংলাদেশের খেপুপাড়া থেকে ৪৯০ কিমি দক্ষিণে অবস্থান করছে, অন্যদিকে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে ৩৮০ কিমি দক্ষিণ- দক্ষিণ পূর্বে অবস্থান করছে ঘূর্ণাবর্তটি৷ পশ্চিমবঙ্গের  ক্যানিং থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্বে ৫৩০ কিমি দূরে এই ঝড়টি এই মুহূর্তে অবস্থান করছে৷ Photo Courtesy- Windy
এই মুহূর্তে বাংলাদেশের খেপুপাড়া থেকে ৪৯০ কিমি দক্ষিণে অবস্থান করছে, অন্যদিকে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে ৩৮০ কিমি দক্ষিণ- দক্ষিণ পূর্বে অবস্থান করছে ঘূর্ণাবর্তটি৷ পশ্চিমবঙ্গের  ক্যানিং থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্বে ৫৩০ কিমি দূরে এই ঝড়টি এই মুহূর্তে অবস্থান করছে৷ Photo Courtesy- Windy
আগামী ১২ ঘণ্টায় পূর্ব -মধ্য বঙ্গোপসাগর থেকে এটি আরও উত্তর ও উত্তরপূর্ব দিকে এগিয়ে চলবে৷ ২৬ মে সকালে এটি অতি প্রবল অর্থাৎ সিভিয়র সাইক্লোনে পরিণত হবে৷
আগামী ১২ ঘণ্টায় পূর্ব -মধ্য বঙ্গোপসাগর থেকে এটি আরও উত্তর ও উত্তরপূর্ব দিকে এগিয়ে চলবে৷ ২৬ মে সকালে এটি অতি প্রবল অর্থাৎ সিভিয়র সাইক্লোনে পরিণত হবে৷
২৬ মে গভীর রাতে এটি বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝের কোনও একটি স্থানে ল্যান্ডফল করবে৷ এই সময় তাদের ল্যান্ডফলের স্পিড থাকবে ঘণ্টায় ১৩৫ কিমি৷ গড়ে ১১০-১২০ কিমি গতিতে প্রবল বেগে ঝড় বেয়ে যাবে৷ 
২৬ মে গভীর রাতে এটি বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝের কোনও একটি স্থানে ল্যান্ডফল করবে৷ এই সময় তাদের ল্যান্ডফলের স্পিড থাকবে ঘণ্টায় ১৩৫ কিমি৷ গড়ে ১১০-১২০ কিমি গতিতে প্রবল বেগে ঝড় বেয়ে যাবে৷
এদিকে আইএমডি-র লেটেস্ট ওয়েদার অ্যালার্ট অনুসারে আগামী দু -তিন দিন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র প্রবল ঝড় -বৃষ্টির দাপট দেখা যাবে৷ ঘণ্টায় ১০০ কিমি বেগে ঝড় বয়ে যাবে কলকাতার উপর দিয়ে৷ - Photo Courtesy- IMD
এদিকে আইএমডি-র লেটেস্ট ওয়েদার অ্যালার্ট অনুসারে আগামী দু -তিন দিন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র প্রবল ঝড় -বৃষ্টির দাপট দেখা যাবে৷ ঘণ্টায় ১০০ কিমি বেগে ঝড় বয়ে যাবে কলকাতার উপর দিয়ে৷ – Photo Courtesy- IMD
বাংলার বিভিন্ন জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে৷ উপকূলবর্তী জেলাগুলিতে হবে প্রবল ভারী ও ভারী বৃষ্টিপাত হবে৷ ২৬ ও ২৭ তারিখ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল ঝড়-বৃষ্টি জারি থাকবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷
বাংলার বিভিন্ন জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে৷ উপকূলবর্তী জেলাগুলিতে হবে প্রবল ভারী ও ভারী বৃষ্টিপাত হবে৷ ২৬ ও ২৭ তারিখ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল ঝড়-বৃষ্টি জারি থাকবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷
এদিকে এই সাইক্লোনের জেরে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণাতে ২৬ এবং ২৭ তারিখে ঝড়-বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে৷ এই সময়ে যেমন প্রবল বৃষ্টি জারি থাকবে ঠিক তেমনিই তোলপাড় করা হাওয়াও বয়ে যাবে তেমনিই জারি থাকবে প্রবল বৃষ্টি৷
এদিকে এই সাইক্লোনের জেরে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণাতে ২৬ এবং ২৭ তারিখে ঝড়-বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে৷ এই সময়ে যেমন প্রবল বৃষ্টি জারি থাকবে ঠিক তেমনিই তোলপাড় করা হাওয়াও বয়ে যাবে তেমনিই জারি থাকবে প্রবল বৃষ্টি৷
এছাড়াও পূর্ব মেদিনীপুরেও জারি রয়েছে  ঝড়-বৃষ্টির মেগা তাণ্ডবের রেড অ্যালার্ট৷ এই জেলাগুলি ছাড়া বাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে৷
এছাড়াও পূর্ব মেদিনীপুরেও জারি রয়েছে  ঝড়-বৃষ্টির মেগা তাণ্ডবের রেড অ্যালার্ট৷ এই জেলাগুলি ছাড়া বাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে৷