হাতি 

Elephant Attack: কাঠমিস্ত্রিকে পিষে মারল হাতি! ফের আতঙ্ক উত্তরে

আলিপুরদুয়ার: ডুয়ার্সে আবারও হাতির আক্রমণে নৃশংস মৃত্যু হল এক ব্যক্তির। এক প্রবীণ নাগরিককে বিষে মারল। দুলাল সূত্রধর (৬০) নামে ওই কাঠমিস্ত্রি উত্তর মহাকালগুড়ি এলাকায় হাতির আক্রমণে মারা গিয়েছেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে কাজ থেকে বাড়ি ফিরছিলেন দুলালবাবু। কিন্তু শেষ পর্যন্ত বাড়ি এসে পৌঁছনি। এদিন সকালে তাঁর থেঁতলানো মৃতদেহ মহাকালগুড়ি এলাকায় খুঁজে পায় পরিবারের সদস্যরা। এরপর তাঁরা পুলিশের দ্বারস্থ হন। শনিবার সকালে উত্তর মহাকালগুড়ি এলাকায় মাঠে গরু চড়াতে গিয়ে স্থানীয়রা ওই ব্যক্তির দেহটি প্রথম দেখতে পান। মৃতদেহের পাশে হাতির পায়ের ছাপ পাওয়া যায়।

আরও পড়ুন: রেল লাইনে শুয়ে পড়ার হুমকি ব্যবসায়ীদের! কারণ শুনলে চমকে উঠবেন আপনিও

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বনকর্মীরা। এসে পৌঁছয় শামুকতলা থানার পুলিশ‌ও। বনকর্মীদের প্রাথমিক অনুমান হাতির হানাতেই ওই প্রবীণ ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

অনন্যা দে