সাধারণ জ্ঞান আমাদের বার বার অবাক করে। আবার এই জ্ঞানের মধ্যেই লুকিয়ে থাকে নানা অজানা তথ্য যা চাকরির পরীক্ষা থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আনতে দুর্দান্ত কাজে দেয়।

শরীরের কোন দুই ‘অঙ্গ’ সারাজীবন বাড়তে থাকে বলুন তো দেখি…? ৯৯% মানুষই জানেন না ‘সঠিক’ উত্তর! চমকে যাবেন শুনলে

সাধারণ জ্ঞান আমাদের বার বার অবাক করে। আবার এই জ্ঞানের মধ্যেই লুকিয়ে থাকে নানা অজানা তথ্য যা চাকরির পরীক্ষা থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আনতে দুর্দান্ত কাজে দেয়।
সাধারণ জ্ঞান আমাদের বার বার অবাক করে। আবার এই জ্ঞানের মধ্যেই লুকিয়ে থাকে নানা অজানা তথ্য যা চাকরির পরীক্ষা থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আনতে দুর্দান্ত কাজে দেয়।
ইতিহাস, বিজ্ঞান থেকে দেশ বিদেশের নানা তথ্য যেমন আছে এই তালিকায় তেমনই আছে মানব দেহের অবাক করা রহস্য যা শুনলে আকাশ থেকে পড়তে হয়।
ইতিহাস, বিজ্ঞান থেকে দেশ বিদেশের নানা তথ্য যেমন আছে এই তালিকায় তেমনই আছে মানব দেহের অবাক করা রহস্য যা শুনলে আকাশ থেকে পড়তে হয়।
ঠিক যেমন আমাদের বেশিরভাগেরই জানা নেই যে আমাদের শরীর শুধুমাত্র ২০ বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায়। এর পর এর বৃদ্ধি বন্ধ হয়ে যায়। ততক্ষণে শরীরের হাড়গুলি তাদের পূর্ণ আকার নিয়ে নিয়েছে। তাই শরীরের সেই অর্থে বৃদ্ধি কিন্তু বন্ধ হয়ে যায় এই বয়সের পরই।
ঠিক যেমন আমাদের বেশিরভাগেরই জানা নেই যে আমাদের শরীর শুধুমাত্র ২০ বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায়। এর পর এর বৃদ্ধি বন্ধ হয়ে যায়। ততক্ষণে শরীরের হাড়গুলি তাদের পূর্ণ আকার নিয়ে নিয়েছে। তাই শরীরের সেই অর্থে বৃদ্ধি কিন্তু বন্ধ হয়ে যায় এই বয়সের পরই।
খুব কম লোকই জানেন যে আমাদের শরীরের দুটি অংশ আছে যা সারাজীবন বাড়তে থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই দুই অঙ্গই তাদের আকৃতি পরিবর্তন করতে থাকে। আপনি শুনে অবাক হতে পারেন ঠিকই, কিন্তু একথা সত্যি যে এই দুই অঙ্গের বৃদ্ধি বন্ধ হয় না।
খুব কম লোকই জানেন যে আমাদের শরীরের দুটি অংশ আছে যা সারাজীবন বাড়তে থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই দুই অঙ্গই তাদের আকৃতি পরিবর্তন করতে থাকে। আপনি শুনে অবাক হতে পারেন ঠিকই, কিন্তু একথা সত্যি যে এই দুই অঙ্গের বৃদ্ধি বন্ধ হয় না।
আরও আশ্চর্য হবেন এই দুই অঙ্গের নাম শুনলে। অনেকেরই অজানা যে মানব শরীরের যে দুটি অঙ্গের বৃদ্ধি আজীবন চলে সেই দুই অঙ্গ হল কান ও নাক। বয়সের সঙ্গে সঙ্গে কান এবং নাকের আকার পরিবর্তন হতে থাকে।
আরও আশ্চর্য হবেন এই দুই অঙ্গের নাম শুনলে। অনেকেরই অজানা যে মানব শরীরের যে দুটি অঙ্গের বৃদ্ধি আজীবন চলে সেই দুই অঙ্গ হল কান ও নাক। বয়সের সঙ্গে সঙ্গে কান এবং নাকের আকার পরিবর্তন হতে থাকে।
তবে এর পেছনের কারণ ঠিক কী? এই সম্পর্কে খুব কম লোকেরই যথেষ্ট জ্ঞান রয়েছে। আসুন জেনে নিই কান ও নাকের ক্রমাগত বৃদ্ধির পেছনে বিজ্ঞানের (হিউম্যান বডি ফ্যাক্ট) উত্তর ঠিক কী বলে।
তবে এর পেছনের কারণ ঠিক কী? এই সম্পর্কে খুব কম লোকেরই যথেষ্ট জ্ঞান রয়েছে। আসুন জেনে নিই কান ও নাকের ক্রমাগত বৃদ্ধির পেছনে বিজ্ঞানের (হিউম্যান বডি ফ্যাক্ট) উত্তর ঠিক কী বলে।
কান এবং নাক বড় হওয়ার কারণ :Webmd ওয়েবসাইট অনুসারে, বিজ্ঞান বলে যে কান এবং নাকের বৃদ্ধি অব্যাহত থাকার পিছনে কারণটি ত্বকের পরিবর্তন এবং মাধ্যাকর্ষণ প্রভাব ছাড়া আর কিছুই নয়। শরীরের অন্যান্য অংশও একইভাবে পরিবর্তিত হয়। তবে কান ও নাক বাইরে থাকায় দ্রুত দৃশ্যমান হয়।
কান এবং নাক বড় হওয়ার কারণ :
Webmd ওয়েবসাইট অনুসারে, বিজ্ঞান বলে যে কান এবং নাকের বৃদ্ধি অব্যাহত থাকার পিছনে কারণটি ত্বকের পরিবর্তন এবং মাধ্যাকর্ষণ প্রভাব ছাড়া আর কিছুই নয়। শরীরের অন্যান্য অংশও একইভাবে পরিবর্তিত হয়। তবে কান ও নাক বাইরে থাকায় দ্রুত দৃশ্যমান হয়।
আমাদের শরীর কত বয়স পর্যন্ত বৃদ্ধি পায়?বেশিরভাগের ক্ষেত্রেই আমাদের শরীর শুধুমাত্র ২০ বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায়। এর পর এর বৃদ্ধি বন্ধ হয়ে যায়। ততক্ষণে হাড়গুলি তাদের পূর্ণ আকার নিয়েছে। গ্রোথ প্লেট একত্রে মিশে যাওয়ায় এরপর হাড়ের বৃদ্ধির কোনও সুযোগ থাকে না।
আমাদের শরীর কত বয়স পর্যন্ত বৃদ্ধি পায়?
বেশিরভাগের ক্ষেত্রেই আমাদের শরীর শুধুমাত্র ২০ বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায়। এর পর এর বৃদ্ধি বন্ধ হয়ে যায়। ততক্ষণে হাড়গুলি তাদের পূর্ণ আকার নিয়েছে। গ্রোথ প্লেট একত্রে মিশে যাওয়ায় এরপর হাড়ের বৃদ্ধির কোনও সুযোগ থাকে না।
মাথার খুলি (skull) এবং নিতম্ব (Pelvis) কতটা বৃদ্ধি পায়?শরীরে যে হাড়গুলি উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পায় তা হল মাথার খুলি এবং পেলভিস। এটি ২০ থেকে ৭৯ বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায়। এই বয়সে নিতম্বের ব্যাস এক ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে, এই বয়সে মাথার খুলি কপালের চারপাশে কিছুটা বেশি ফুলে যেতে পারে।
মাথার খুলি (skull) এবং নিতম্ব (Pelvis) কতটা বৃদ্ধি পায়?
শরীরে যে হাড়গুলি উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পায় তা হল মাথার খুলি এবং পেলভিস। এটি ২০ থেকে ৭৯ বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায়। এই বয়সে নিতম্বের ব্যাস এক ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে, এই বয়সে মাথার খুলি কপালের চারপাশে কিছুটা বেশি ফুলে যেতে পারে।
নাক ও কান ঝুলে থাকে কেন?হাড়ের বৃদ্ধি বন্ধ হওয়ার পরেও ত্বক, তরুণাস্থি এবং পেশী পরিবর্তন হতে থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বক এবং তরুণাস্থি টিস্যু দুর্বল হয়ে পড়ে এবং ভাঙতে শুরু করে। এমন অবস্থায় কান ও নাক নীচের দিকে ঝুলে যায়।
নাক ও কান ঝুলে থাকে কেন?
হাড়ের বৃদ্ধি বন্ধ হওয়ার পরেও ত্বক, তরুণাস্থি এবং পেশী পরিবর্তন হতে থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বক এবং তরুণাস্থি টিস্যু দুর্বল হয়ে পড়ে এবং ভাঙতে শুরু করে। এমন অবস্থায় কান ও নাক নীচের দিকে ঝুলে যায়।
নাক এবং কান তরুণাস্থি দিয়ে তৈরি, যা একটি নমনীয় টিস্যু। এটি ত্বকের চেয়ে শক্ত এবং হাড়ের চেয়ে নরম। মানুষের ক্রমবর্ধমান বয়সের সঙ্গে এটি খারাপ হয়ে যায় এবং উপরের ত্বকের সঙ্গে সামঞ্জস্য রাখতে অক্ষম হয়ে যায়। যার কারণে বয়সের সঙ্গে সঙ্গে ত্বক আলগা হতে শুরু করে এবং এর কারণে কান ও নাক লম্বা দেখাতে শুরু করে।
নাক এবং কান তরুণাস্থি দিয়ে তৈরি, যা একটি নমনীয় টিস্যু। এটি ত্বকের চেয়ে শক্ত এবং হাড়ের চেয়ে নরম। মানুষের ক্রমবর্ধমান বয়সের সঙ্গে এটি খারাপ হয়ে যায় এবং উপরের ত্বকের সঙ্গে সামঞ্জস্য রাখতে অক্ষম হয়ে যায়। যার কারণে বয়সের সঙ্গে সঙ্গে ত্বক আলগা হতে শুরু করে এবং এর কারণে কান ও নাক লম্বা দেখাতে শুরু করে।