Gardening Tips In Cyclone Remal: তেড়ে আসছে রিমল, বিপর্যয় থেকে ছাদবাগান রক্ষা করুন ১০টি সহজ টিপসে, শখের গাছ-ফুল-ফল একটুও নষ্ট হবে না

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রিমল৷ রবিবার অর্থাৎ আজ থেকেই শুরু হবে তার তান্ডব৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশের অবস্থা বদলাচ্ছে৷ মেঘাচ্ছন্ন আকাশ৷ এবং বিকেলের পর থেকেই ঘূর্ণিঝড়ের প্রকোপ বুঝতে পারা যাবে৷ বঙ্গোপসাগরের উপর থাকা গভীর নিম্নচাপ শনিবার রাতে শক্তি বৃদ্ধি করে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। ক্রমে আরও শক্তি বৃদ্ধি করতে চলেছে রিমল।
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রিমল৷ রবিবার অর্থাৎ আজ থেকেই শুরু হবে তার তান্ডব৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশের অবস্থা বদলাচ্ছে৷ মেঘাচ্ছন্ন আকাশ৷ এবং বিকেলের পর থেকেই ঘূর্ণিঝড়ের প্রকোপ বুঝতে পারা যাবে৷ বঙ্গোপসাগরের উপর থাকা গভীর নিম্নচাপ শনিবার রাতে শক্তি বৃদ্ধি করে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। ক্রমে আরও শক্তি বৃদ্ধি করতে চলেছে রিমল।
কয়েকদিন থেকেই আসছে সেই সতর্কবার্তা৷ ফলে প্রশাসন ব্যবস্থা নিতে শুরু করেছে৷ বদল হয়েছে রেল পরিষেবায়৷ আকাশ পথে উড়ান পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে৷ কোনও ভাবে যাতে দূর্ঘটনা না হয়, সেদিকে নজর করেছে সরকারের৷
কয়েকদিন থেকেই আসছে সেই সতর্কবার্তা৷ ফলে প্রশাসন ব্যবস্থা নিতে শুরু করেছে৷ বদল হয়েছে রেল পরিষেবায়৷ আকাশ পথে উড়ান পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে৷ কোনও ভাবে যাতে দূর্ঘটনা না হয়, সেদিকে নজর করেছে সরকারের৷
আজ, রবিবার ভোরবেলা থেকেই বৃষ্টি শুরু হয়েছে ৷ বেলা যত গড়াবে বৃষ্টির পরিমাণও বাড়বে ৷ হাওয়া অফিস জানিয়েছে, সব ঠিকঠাক চললে রবিবার সকালে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং তা মধ্যরাতে আছড়ে পড়বে স্থলভাগে। তখন তার গতি থাকবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। Remal-এর প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে জারি রয়েছে লাল সতর্কতা। কলকাতা-সহ এই ছ’জেলাতেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ, রবিবার ভোরবেলা থেকেই বৃষ্টি শুরু হয়েছে ৷ বেলা যত গড়াবে বৃষ্টির পরিমাণও বাড়বে ৷ হাওয়া অফিস জানিয়েছে, সব ঠিকঠাক চললে রবিবার সকালে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং তা মধ্যরাতে আছড়ে পড়বে স্থলভাগে। তখন তার গতি থাকবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। Remal-এর প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে জারি রয়েছে লাল সতর্কতা। কলকাতা-সহ এই ছ’জেলাতেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ফলে এই এলাকায় যাঁদের বাড়িতে রয়েছে ছাদ বাগান, তারা কয়েকটি পদ্ধতি মেনে চলুন৷ দেখবেন আপনার শখের বাগান আগের মতোই রয়েছে৷ বিপর্যযের আগে কীভাবে রক্ষা করবেন বাগনের গাছ?
ফলে এই এলাকায় যাঁদের বাড়িতে রয়েছে ছাদ বাগান, তারা কয়েকটি পদ্ধতি মেনে চলুন৷ দেখবেন আপনার শখের বাগান আগের মতোই রয়েছে৷ বিপর্যযের আগে কীভাবে রক্ষা করবেন বাগনের গাছ?
প্রত্যেকে নিজের মতো করেও ব্যবস্থা নিচ্ছেন৷ যাঁদের বাড়ি নিচু, তাঁরা জিনিস পত্র উপরে তুলে রাখছেন৷ প্রচন্ড বৃষ্টির ফলে যদি বাড়িতে জল ঢুকে যায়, তাহলে আগে থেকে সেদিকেও নজর দেওয়া হচ্ছে৷
প্রত্যেকে নিজের মতো করেও ব্যবস্থা নিচ্ছেন৷ যাঁদের বাড়ি নিচু, তাঁরা জিনিস পত্র উপরে তুলে রাখছেন৷ প্রচন্ড বৃষ্টির ফলে যদি বাড়িতে জল ঢুকে যায়, তাহলে আগে থেকে সেদিকেও নজর দেওয়া হচ্ছে৷
একই ভাবে যাঁদের বাড়িতে সাধের বাগান রয়েছে, তাদের ভারী চিন্তা৷ সুন্দর করে সাজানো ছাদ বাগানও ঝড়-বৃষ্টির তান্ডবে লন্ডভন্ড হয়ে যায়৷ প্রচুর গাছও নষ্ট হয়ে যায়৷ ছোট ছোট গাছ এবাবে পড়ে নষ্ট হয় যে সুগুলো আর বাঁচানো সম্ভব হয় না৷
একই ভাবে যাঁদের বাড়িতে সাধের বাগান রয়েছে, তাদের ভারী চিন্তা৷ সুন্দর করে সাজানো ছাদ বাগানও ঝড়-বৃষ্টির তান্ডবে লন্ডভন্ড হয়ে যায়৷ প্রচুর গাছও নষ্ট হয়ে যায়৷ ছোট ছোট গাছ এবাবে পড়ে নষ্ট হয় যে সুগুলো আর বাঁচানো সম্ভব হয় না৷
কিন্তু এত পরিশ্রম করে ধীরেধীরে বড় করা গাছ নষ্ট হলে কার না মন খারাপ হয়৷ তাই আগে থেকে আপনিও যদি একটু সকর্ত হন, তাহলে ছাদ বাগানের অধিকাংশ ফুল-ফলের গাছ বেঁচে থাকবে৷ ঝড়ে কোনও ভাবে ভেঙে চূড়ে পড়বে না৷
কিন্তু এত পরিশ্রম করে ধীরেধীরে বড় করা গাছ নষ্ট হলে কার না মন খারাপ হয়৷ তাই আগে থেকে আপনিও যদি একটু সকর্ত হন, তাহলে ছাদ বাগানের অধিকাংশ ফুল-ফলের গাছ বেঁচে থাকবে৷ ঝড়ে কোনও ভাবে ভেঙে চূড়ে পড়বে না৷
এখন অনেকেই বারান্দা কিংবা বাড়ির ছাদে গড়ে তোলেন ছোট্ট একফালি বাগান। খুব সহজে বড় হয় বলে এবং বেশি যত্নের প্রয়োজন হয় না বলে, অনেকেই ক্যাকটাস জাতীয় গাছ বাড়িতে রাখেন। সাধারণত ক্যাকটাসের খুব বেশি জলের প্রয়োজন হয় না। তাই অতিরিক্ত জল জমলে ক্ষতি হতে পারে। এই ধরনের গাছ ছাদে থাকলে ঘরের ভিতর এনে রাখুন।
এখন অনেকেই বারান্দা কিংবা বাড়ির ছাদে গড়ে তোলেন ছোট্ট একফালি বাগান। খুব সহজে বড় হয় বলে এবং বেশি যত্নের প্রয়োজন হয় না বলে, অনেকেই ক্যাকটাস জাতীয় গাছ বাড়িতে রাখেন। সাধারণত ক্যাকটাসের খুব বেশি জলের প্রয়োজন হয় না। তাই অতিরিক্ত জল জমলে ক্ষতি হতে পারে। এই ধরনের গাছ ছাদে থাকলে ঘরের ভিতর এনে রাখুন।
ব্যালকনি কিংবা ছাদের রেলিং-এ যে টবে গাছ রয়েছে, সেগুলি অবশ্যই নামিয়ে সরিয়ে রাখুন৷ ঝড়ে টব পড়ে গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাংইং বাস্কেট গুলোও খুলে নিন৷
ব্যালকনি কিংবা ছাদের রেলিং-এ যে টবে গাছ রয়েছে, সেগুলি অবশ্যই নামিয়ে সরিয়ে রাখুন৷ ঝড়ে টব পড়ে গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাংইং বাস্কেট গুলোও খুলে নিন৷
যে সব ছাদ বাগানে অস্থায়ী ছাউনি রয়েছে, সম্ভব হলে তা খুলে ফেলুন৷ না হলে সেই ছাউনি সমেত ভেঙে পড়বে গাছ৷ ইট, কাঠ, লোহার রেকের উপর গাছ থাকলে তা সরিয়ে ফেলুন৷
যে সব ছাদ বাগানে অস্থায়ী ছাউনি রয়েছে, সম্ভব হলে তা খুলে ফেলুন৷ না হলে সেই ছাউনি সমেত ভেঙে পড়বে গাছ৷ ইট, কাঠ, লোহার রেকের উপর গাছ থাকলে তা সরিয়ে ফেলুন৷
বড় গাছের আড়ালে ছোট গাছ৷ ছোট গাছ ঘন করে এক জায়গায় রাখুন৷ টবের উপর ইট এবং পাশেও ইট দিয়ে চেপে রাখতে পারেন৷ এতে গাছ নড়ে যাওয়ার ভয় থাকবে না৷
বড় গাছের আড়ালে ছোট গাছ৷ ছোট গাছ ঘন করে এক জায়গায় রাখুন৷ টবের উপর ইট এবং পাশেও ইট দিয়ে চেপে রাখতে পারেন৷ এতে গাছ নড়ে যাওয়ার ভয় থাকবে না৷
সদ্য লাগানো গাছ কিংবা ছোট চারাগুলির সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে৷ অতিরিক্ত জলে পচে যেতে পারে চারা। এই ধরনের ছোট গাছগুলিও ঘরের ভিতর রেখে দিন৷ রাতে ঝড়ের তান্ডব থেকে বাঁচবে৷ কাল বিকেলের পর ঝড় থামলে তারপর আবার জায়গা মতো রেখে দেবেন৷ প্রয়োজনে চাদর দিয়ে ঢেকে দিন৷ তাহলে গাছের কোনও ক্ষতি হবে না৷
সদ্য লাগানো গাছ কিংবা ছোট চারাগুলির সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে৷ অতিরিক্ত জলে পচে যেতে পারে চারা। এই ধরনের ছোট গাছগুলিও ঘরের ভিতর রেখে দিন৷ রাতে ঝড়ের তান্ডব থেকে বাঁচবে৷ কাল বিকেলের পর ঝড় থামলে তারপর আবার জায়গা মতো রেখে দেবেন৷ প্রয়োজনে চাদর দিয়ে ঢেকে দিন৷ তাহলে গাছের কোনও ক্ষতি হবে না৷
ছোট টবের ক্ষেত্রে না হয় ঘরে রাখলেন, কিন্তু বড় টব সরানো একটু মুশকিল৷ সেই গাছগুলির শিকরে জল জমলে গাছে পচন ধরতে পারে৷ তার থেকেও বাঁচানোর উপায় রয়েছে৷ এই গাছগুলি শুয়ে রাখতে পারেন৷ এবং পাঁচিলের ধারে কোনও বড় খুঁটির সঙ্গে বেঁধে দিতে পারেন৷ তাহলে গাছের গোড়ায় জল জমার ভয় থাকবে না এবং গাছ উল্টে পড়ে নষ্ট হবে না৷
ছোট টবের ক্ষেত্রে না হয় ঘরে রাখলেন, কিন্তু বড় টব সরানো একটু মুশকিল৷ সেই গাছগুলির শিকরে জল জমলে গাছে পচন ধরতে পারে৷ তার থেকেও বাঁচানোর উপায় রয়েছে৷ এই গাছগুলি শুয়ে রাখতে পারেন৷ এবং পাঁচিলের ধারে কোনও বড় খুঁটির সঙ্গে বেঁধে দিতে পারেন৷ তাহলে গাছের গোড়ায় জল জমার ভয় থাকবে না এবং গাছ উল্টে পড়ে নষ্ট হবে না৷
বড় গাছের লম্বা ডালপালা ছোট করুন৷ যাঁরা ফল কিংবা সবজির গাছ লাগিয়েছেন, ঝড়ের আগে ফল বা সবজি তুলে ফেলুন৷
বড় গাছের লম্বা ডালপালা ছোট করুন৷ যাঁরা ফল কিংবা সবজির গাছ লাগিয়েছেন, ঝড়ের আগে ফল বা সবজি তুলে ফেলুন৷
ছাদে যদি ইতিউতি প্ল্যাস্টিক ছড়িয়ে থাকে তাহলে তা ফেলে দিন৷ না হলে সেই প্ল্যাস্টিক উড়ে সমস্যা তৈরি হবে৷ এছাড়া ছাদের ড্রেন পরিষ্কার রাখুন৷ না হলে ঝড়-জলে ভেঙে পড়া গাছের ডালপালায় ছাদ নোংরা হবে এবং বৃষ্টির জল জমে ছাদ থৈ থৈ করবে৷
ছাদে যদি ইতিউতি প্ল্যাস্টিক ছড়িয়ে থাকে তাহলে তা ফেলে দিন৷ না হলে সেই প্ল্যাস্টিক উড়ে সমস্যা তৈরি হবে৷ এছাড়া ছাদের ড্রেন পরিষ্কার রাখুন৷ না হলে ঝড়-জলে ভেঙে পড়া গাছের ডালপালায় ছাদ নোংরা হবে এবং বৃষ্টির জল জমে ছাদ থৈ থৈ করবে৷
তবে অবশ্যই ঝড় শুরু হলে এগুলো করবেন না৷ কারণ এতে আপনার ক্ষতি হতে পারে৷ কারণ ঝড়ের সময় বাড়ির বাইরে থাকলে জীবনের ঝুঁকি হতে পারে৷
তবে অবশ্যই ঝড় শুরু হলে এগুলো করবেন না৷ কারণ এতে আপনার ক্ষতি হতে পারে৷ কারণ ঝড়ের সময় বাড়ির বাইরে থাকলে জীবনের ঝুঁকি হতে পারে৷