Remal Cyclone: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় Remal! বিদ্যুৎ দফতর খুলেছে কন্ট্রোল রুম, লোড শেডিংয়ের ধাক্কা এড়াতে চলছে মনিটারিং

কলকাতা: আয়লা, আমফান থেকে শুরু করে ইয়াস৷ পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এই সাইক্লোনের আগেও যথেষ্ট সচেতনতা অবলম্বন করছে প্রশাসন৷

সাইক্লোন পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় আগে থেকে সচেষ্ট বিদ্যুৎ দফতর। কলকাতা পুরসভার ১৪৪ ওয়ার্ডের জন্য রাখতে হবে সিইএসসির দলকে। কোথাও যাতে সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। একই ব্যবস্থা রাখা হচ্ছে বিভিন্ন জেলাতেও।

বিদ্যুৎ দফতর খুলেছে কন্ট্রোল রুম সেখান থেকেই চলছে মনিটরিং। এছাড়া, বিদ্যুৎ দফতরে মন্ত্রী ও শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকছেন। Control Room 8900793503, 8900793504, 19121

আরও পড়ুন: বদলে গেল ল্যান্ডফলের জায়গা, প্রবল বিক্রমে সমুদ্রের উপর শক্তি বাড়িয়ে ঝাঁপিয়ে পড়বে সাইক্লোন, দিঘা থেকে মাত্র এতটুকু দূরে

সাইক্লোন নিয়ে প্রতি মুহূর্তেই আপডেট আসছে৷ এই মুহূর্তে সকাল থেকেই ঘণ্টায় প্রায় ৪০ কিমি প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বইছে৷ আকাশেও মেঘ দেখা গেছে৷ সকালেই দফায় দফায় ইতঃস্তত -বিক্ষিপ্ত বৃষ্টিও শুরু হয়ে গেছে৷

সাইক্লোন রিমল সমুদ্রের উপর ক্রমশ রুদ্রমূর্তি ধারণ করছে৷ সিভিয়ার সাইক্লোনের তকমা পেয়ে গেছে৷ আইএমডি-র লেটেস্ট ওয়েদার আপডেটে জানা গেছে শেষ ৬ ঘণ্টায় ৬ কিমি প্রতি ঘণ্টা গতিতে এগোচ্ছে রিমল৷

আরও পড়ুন: কলকাতায় এক মাত্র রোড শো! টানা দু’দিনের কর্মসূচি, সপ্তম দফার আগে বঙ্গে ফের আসছেন নরেন্দ্র মোদি

সমুদ্রের উপর যত বেশিক্ষণ থাকবে সাইক্লোন তত শক্তিবৃদ্ধি হবে আর সেইভাবেই অতি মারাত্মক শক্তিবৃদ্ধি করেই ল্যান্ডফল করবে সাইক্লোন৷ আইএমডি সাইক্লোন আপডেটে দেখা গেছে ভোর সাড়ে পাঁচটা নাগাদ সাইক্লোন Remal বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৯০ কিমি দূরে, সাগর দ্বীপের দক্ষিণ-দক্ষিণ পূর্বে ২৭০ কিমি দূরে, দিঘা থেকে ৩৯০ কিমি দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং ক্যানিংয়ের ৩১০ কিমি দক্ষিণ ও দক্ষিণ পূর্বে অবস্থিত ছিল৷

এদিকে শুক্রবার পর্যন্ত Cyclone Remal-র ল্যান্ডফল কোথায় হতে পারে এই প্রশ্নে আইএমডির আপডেট ছিল বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি কোথাও হবে ল্যান্ডফল৷