ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে এমনই ছিল চট্টগ্রামের আকাশ৷

Cyclone Remal in Bangladesh: ঠিক যেন কালো দানব, কতটা ভয়ঙ্কর ছিল ঘূর্ণিঝড় রিমল? বাংলাদেশের এই ভিডিও দেখলে বুক কাঁপবে

চট্টগ্রাম: রবিবার রাতেই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলের মাঝামাঝি আছড়ে পড়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমল৷ বাংলাদেশের মঙ্গলা বন্দর এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপেই মূলত আঘাত হানে এই ঘূর্ণিঝড়৷ ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় অন্তত ১১০ থেকে ১২০ কিলোমিটার৷

রিমলের দাপটে পশ্চিমবঙ্গের থেকেও বাংলাদেশে ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা অনেক বেশি ছিল৷ বাংলাদেশের মঙ্গলা এবং চট্টগ্রাম বন্দর এবং ৯টি উপকূলবর্তী জেলাগুলির বাসিন্দা প্রায় ৮ লক্ষ মানুষকে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল৷

আরও পড়ুন: চোখের সামনে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে একই পরিণতি ছেলেরও! রাজ্যে রিমল দুর্যোগের বলি ৪

ঘূর্ণিঝড় রিমল কতটা শক্তিশালী ছিল, ঝড় শুরু হওয়ার পর তা ভাল ভাবেই টের পেয়েছেন দুই দেশের মানুষ৷ তবে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার ঠিক আগে প্রকৃতির রূপ কতটা ভয়াবহ আকার ধারণ করেছিল, বাংলাদেশের একটি ভিডিও থেকেই তা স্পষ্ট৷

বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম ডেইলি স্টারের ইউটিউব পেজে পোস্ট করা ওই ভিডিও-তে দেখা গিয়েছে, চট্টগ্রাম উপকূলে ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ৷ আকাশের এই রূপ থেকেই পরিষ্কার, ঠিক কতখানি শক্তি নিয়ে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রিমল৷ ঝড়ের পরেই একটানা প্রবল বৃষ্টিও শুরু বাংলাদেশ এবং ভারতের উপকূলবর্তী এলাকাগুলিতে৷

ঘূর্ণিঝড়ের জেরে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ ভারত এবং বাংলাদেশে ঝড়ের দাপটে ভেঙে পড়েছে অসংখ্য গাছ, প্রাণহানির ঘটনাও ঘটেছে৷