Cyclone Remal: কারেন্ট নেই? রাজ্যের যে কোনও প্রান্ত থেকে ফোন করুন এই নম্বরে, মুহূর্তে হবে ব্যবস্থা

রিমল ঝড়ের প্রভাবে বিদ্যুৎবিভ্রাট। যার ফলে অতিষ্ঠ সাধারণ মানুষজন।‌ ঝড়ের প্রভাবে গাছের ডাল ভেঙে বিদ্যুতের তার ছিড়ে এই বিদ্যুৎবিভ্রাটের ঘটনা ঘটেছে। রবিবার রাতে পূর্বাভাস অনুযায়ী ল্যান্ডফল করেছে ঘূর্ণিঝড় রিমল।
রিমল ঝড়ের প্রভাবে বিদ্যুৎবিভ্রাট। যার ফলে অতিষ্ঠ সাধারণ মানুষজন।‌ ঝড়ের প্রভাবে গাছের ডাল ভেঙে বিদ্যুতের তার ছিড়ে এই বিদ্যুৎবিভ্রাটের ঘটনা ঘটেছে। রবিবার রাতে পূর্বাভাস অনুযায়ী ল্যান্ডফল করেছে ঘূর্ণিঝড় রিমল।
এর ফলে বিদ্যুৎ বিপর্যয়ের সবথেকে বেশি খবর পাওয়া যাচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। রাজপুর-সোনারপুর পুরসভার একাধিক অঞ্চল বিদ্যুৎহীন। কামালগাজি গ্রিন পার্ক নরেন্দ্রপুরের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন। দক্ষিণ ২৪ পরগনার সমস্ত দ্বীপাঞ্চলে বিদ্যুৎ নেই।
এর ফলে বিদ্যুৎ বিপর্যয়ের সবথেকে বেশি খবর পাওয়া যাচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। রাজপুর-সোনারপুর পুরসভার একাধিক অঞ্চল বিদ্যুৎহীন। কামালগাজি গ্রিন পার্ক নরেন্দ্রপুরের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন। দক্ষিণ ২৪ পরগনার সমস্ত দ্বীপাঞ্চলে বিদ্যুৎ নেই।
মূলত বিভিন্ন জায়গায় ইলেকট্রিক তারের উপর গাছ পড়ে যাওয়াতেই এই সমস্যা। তবে ডায়মন্ড হারবারের কিছু যায়গায় বিদ্যুৎ এসেছে দুপুরের পর।এদিকে মথুরাপুর ও জয়নগর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা এলাকার অধিকাংশ জায়গায় বিদ্যুৎ নেই।
মূলত বিভিন্ন জায়গায় ইলেকট্রিক তারের উপর গাছ পড়ে যাওয়াতেই এই সমস্যা। তবে ডায়মন্ড হারবারের কিছু যায়গায় বিদ্যুৎ এসেছে দুপুরের পর।এদিকে মথুরাপুর ও জয়নগর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা এলাকার অধিকাংশ জায়গায় বিদ্যুৎ নেই।
তবে ২৪ ঘন্টার মধ্যে সমস্যার অনেকটাই সমাধান করা হবে বলে জানানো হয়েছে বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে। সমস্যা সমাধানে ২৪ ঘন্টাই কাজ চালানো হচ্ছে। বিদ্যুৎ না থাকায় সমস্যা হচ্ছে মোবাইলে চার্জ দিতে। সেজন্য অনেকেই স্টেশনে স্টেশনে মোবাইল চার্জ দেওয়ার জন্য ছুটছেন। চার্জ দিতে ভিড় রয়েছে সেখানে। এই মুহূর্তে কার্যত বিদ্যুৎহীন হয়ে রয়েছে গোটা দক্ষিণ ২৪ পরগণা।
তবে ২৪ ঘন্টার মধ্যে সমস্যার অনেকটাই সমাধান করা হবে বলে জানানো হয়েছে বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে। সমস্যা সমাধানে ২৪ ঘন্টাই কাজ চালানো হচ্ছে। বিদ্যুৎ না থাকায় সমস্যা হচ্ছে মোবাইলে চার্জ দিতে। সেজন্য অনেকেই স্টেশনে স্টেশনে মোবাইল চার্জ দেওয়ার জন্য ছুটছেন। চার্জ দিতে ভিড় রয়েছে সেখানে। এই মুহূর্তে কার্যত বিদ্যুৎহীন হয়ে রয়েছে গোটা দক্ষিণ ২৪ পরগণা।