সিকিম পারমিট

Sikkim: গ্যাংটক থেকে নাথুলা যেতে চাইছেন? পারমিট বানাতে কত খরচ? গাড়ি ভাড়া নয়া তালিকা দেখে নিন

*সিকিম প্রশাসনের তরফে গ্যাংটক থেকে ছাঙ্গুলেক, বাবা ধাম, গুরুদংমার, নাথুলা পাস, নিউ জলপাইগুড়ি-সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করতে কত ভাড়া দিতে হবে সেই তালিকা প্রকাশ করা হয়েছে।
*সিকিম প্রশাসনের তরফে গ্যাংটক থেকে ছাঙ্গুলেক, বাবা ধাম, গুরুদংমার, নাথুলা পাস, নিউ জলপাইগুড়ি-সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করতে কত ভাড়া দিতে হবে সেই তালিকা প্রকাশ করা হয়েছে।
*যে নতুন চার্ট প্রকাশ করা হয়েছে সেই নতুন চার্টে দেখা যাচ্ছে, আগের তুলনায় হাজার হাজার টাকা কমেছে গাড়ি ভাড়া। সিকিম প্রশাসনের এমন পদক্ষেপের পর এক ধাক্কায় কমে গেল গাড়ি ভাড়া।
যে *যে নতুন চার্ট প্রকাশ করা হয়েছে সেই নতুন চার্টে দেখা যাচ্ছে, আগের তুলনায় হাজার হাজার টাকা কমেছে গাড়ি ভাড়া। সিকিম প্রশাসনের এমন পদক্ষেপের পর এক ধাক্কায় কমে গেল গাড়ি ভাড়া।
*নাথু লা যেতে ভারতীয়দের ক্ষেত্রে প্রয়োজন ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সাইজ ফটো, ১৮ বছরের নীচের সকলের বার্থ সার্টিফিকেট অথবা বাবার ভোটার কার্ড অথবা পাসপোর্ট।
*নাথু লা যেতে ভারতীয়দের ক্ষেত্রে প্রয়োজন ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সাইজ ফটো, ১৮ বছরের নীচের সকলের বার্থ সার্টিফিকেট অথবা বাবার ভোটার কার্ড অথবা পাসপোর্ট।
*সরকারি নিয়মে নাথুলাতে প্রতিদিন ৮০০ গাড়ি যাওয়ার পারমিট দেওয়া হয়। মাথাপিছু ২৫০ টাকা করে নেওয়া হয় এক একটি পারমিটের বিনিময়ে। ছাঙ্গু বা বাবা মন্দিরের জন্য ১০ টাকা দিয়ে পারমিট নেওয়া হয়।
*সরকারি নিয়মে নাথুলাতে প্রতিদিন ৮০০ গাড়ি যাওয়ার পারমিট দেওয়া হয়। মাথাপিছু ২৫০ টাকা করে নেওয়া হয় এক একটি পারমিটের বিনিময়ে। ছাঙ্গু বা বাবা মন্দিরের জন্য ১০ টাকা দিয়ে পারমিট নেওয়া হয়।
*তৃতীয় মাইলে পারমিট প্রথম চেকিং করা হয় পারমিটগুলির। ৫ মাইলের ছাঙ্গুর পারমিট দেখা হয়। আর শেরথাং এলাকায় নাথুলার ডকুমেন্ট পরীক্ষা করা হয়। মাঝে কিছু অসাধু লোক লাগাম ছাড়া টাকা নিচ্ছিলেন। এবার তাদের উপর কড়া নজরদারি চলবে প্রশাসন।
*তৃতীয় মাইলে পারমিট প্রথম চেকিং করা হয় পারমিটগুলির। ৫ মাইলের ছাঙ্গুর পারমিট দেখা হয়। আর শেরথাং এলাকায় নাথুলার ডকুমেন্ট পরীক্ষা করা হয়। মাঝে কিছু অসাধু লোক লাগাম ছাড়া টাকা নিচ্ছিলেন। এবার তাদের উপর কড়া নজরদারি চলবে প্রশাসন।
*লাক্সারি গাড়িতে গ্যাংটক থেকে নাথু লা যাওয়ার জন্য এবার পর্যটকদের খরচ করতে হবে ৭০০০ টাকা এবং লাক্সারি নয় এমন গাড়ির জন্য খরচ করতে হবে ৬৫০০ টাকা। তার মধ্যেই পারমিটের যাবতীয় খরচ ধরা রয়েছে।
*লাক্সারি গাড়িতে গ্যাংটক থেকে নাথু লা যাওয়ার জন্য এবার পর্যটকদের খরচ করতে হবে ৭০০০ টাকা এবং লাক্সারি নয় এমন গাড়ির জন্য খরচ করতে হবে ৬৫০০ টাকা। তার মধ্যেই পারমিটের যাবতীয় খরচ ধরা রয়েছে।
*সরকারের নির্দেশ অনুযায়ী, যদি কোনও চালক ভাড়া দাবি করেন অথবা ভাড়া নেওয়ার চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে কেন্দ্রীয় মোটর ভেহিকল অ্যাক্ট ১৯৮৮, কেন্দ্রীয় মোটর ভেহিকল অ্যাক্ট ১৯৮৯ এবং সিকিম মোটর ভেহিকল অ্যাক্ট ১৯৯১ অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হবে।
*সরকারের নির্দেশ অনুযায়ী, যদি কোনও চালক ভাড়া দাবি করেন অথবা ভাড়া নেওয়ার চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে কেন্দ্রীয় মোটর ভেহিকল অ্যাক্ট ১৯৮৮, কেন্দ্রীয় মোটর ভেহিকল অ্যাক্ট ১৯৮৯ এবং সিকিম মোটর ভেহিকল অ্যাক্ট ১৯৯১ অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হবে।