তার আগে ২০১৪ সালে, প্রধানমন্ত্রী মোদি মহারাষ্ট্রের প্রতাপগড় পরিদর্শন করেন এবং ছত্রপতি শিবাজীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ১৬৫৯ সালের নভেম্বরে বিজাপুরের আদিল শাহী সুলতানদের সেনাপতি আফজাল খানকে হত্যা করার পরে ঐতিহাসিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধে জয়ী হন শিবাজী। তাঁর বিজয় মারাঠা সাম্রাজ্যের প্রধান হিসাবে তাঁর রাজ্যাভিষেকের পথ পরিষ্কার করে।

Narendra Modi on Bengal elections: গোটা দেশের মধ্যে বাংলাতেই সবথেকে ভাল ফল করবে বিজেপি! শেষ দফার আগে হুঙ্কার মোদির

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনে গোটা দেশের মধ্যে বাংলাতেই সবথেকে ভাল ফল করবে বিজেপি৷ সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর দাবি, বাংলায় অস্তিত্ব রক্ষার লড়াই করছে তৃণমূল৷

লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির সম্ভাবনা কতটা, সেই প্রশ্নের জবাবে মোদি বলেন, ‘বাংলায় তৃণমূল অস্তিত্ব রক্ষার লড়াই করছে৷ গত বিধানসভা নির্বাচনের আগে বাংলায় আমাদের তিন জন বিধায়ক ছিলেন৷ সেখান থেকে বাংলার মানুষ আমাদের বিধায়ক সংখ্যা ৮০-র কাছাকাছি নিয়ে গিয়েছেন৷ গত লোকসভা নির্বাচনে বাংলা থেকে আমরা প্রচুর আসন পেয়েছি৷ এবার গোটা দেশের মধ্যে বাংলাতেই বিজেপি সবথেকে ভাল ফল করবে৷ বাংলাতেই বিজেপি সবথেকে বেশি সাফল্য পাবে৷ বাংলার নির্বাচন একপেশে হচ্ছে৷’

আরও পড়ুন: উত্তর কলকাতা দখলে যুযুধান দুই পক্ষই! মঙ্গলে মোদির রোড শো, বুধে মমতার

তৃণমূলকে নিশানা করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মানুষই এই নির্বাচনে বাংলায় নেতৃত্ব দিচ্ছে৷ এই কারণেই ক্ষমতায় থাকা তৃণমূলের নেতারা তাঁরা ভয় পাচ্ছেন৷ বাংলায় একের পর এক খুন হচ্ছে, হামলা হচ্ছে, বিজেপি কর্মীদের জেলে বন্দি করা হচ্ছে৷ তার পরেও বাংলার মানুষ ভোট দিচ্ছেন, ভোটের হারও বাড়ছে৷’

লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

এ দিন শেষ দফার ভোটের আগে পশ্চিনবঙ্গে ভোট প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী৷ আজ কলকাতায় রোড শো করার কথা রয়েছে তাঁর৷ তার আগে উত্তর চব্বিশ পরগণার অশোকনগরের সভা থেকেও তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন নরেন্দ্র মোদি৷

যদিও প্রধানমন্ত্রীর এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল৷ দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘২০২১ সালেও ওনার এই আশা আমরা দেখেছি৷ তখনও উনি বলেছিলেন, বাংলায় বিজেপি দুশো পার করবে৷ গোটা দেশ থেকে খবর আসছে, বিজেপি হারছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে৷ ভোটের পর তিনি অনুভব করবেন, তাঁর চেয়ারটা আছে, কিন্তু তিনি আর ক্ষমতায় নেই৷’