জল নেই, খাবার নেই! নির্বাচনের কাজে আসা গাড়ির চালকরা দেখালেন বিক্ষোভ

কলকাতা: নির্বাচন পরিচালনা করার জন্য প্রচুর গাড়ির প্রয়োজন হয়৷ সে বাহিনীকে নিয়ে যাওয়া হোক বা আধিকারিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য সেই রকম ভাবে গাড়ি জোগাড় করা হয়, প্রশাসনের তরফে৷

শেষ দফার নির্বাচন রয়েছে রাজ্যের কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম এবং বসিরহাট কেন্দ্রে। সেই নির্বাচনে পরিচালনা করার জন্য গাড়িদেওয়ার ব্যবস্থা করা হয়েছে ইডেন গার্ডেনসের সামনে৷ এখানে কমিশনের তরফ থেকে অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে, গাড়ি নিয়ে চালকরা এখানে এসে উপস্থিত হয়েছেন সকাল নটা নাগাদ৷

আরও পড়ুুন: ‘কাউন্টিং এজেন্ট’ হিসাবে কোনও সরকারি স্কুল শিক্ষককে নিয়োগ নয়, নির্দেশ কমিশনের

কিন্তু তারপর থেকে টানা সন্ধ্যে সাতটা পর্যন্ত একইভাবে বসে থাকতে হয়েছে তাঁদের। অভিযোগ, দেওয়া হয়নি তেলের স্লিপ, জল এবং খাবার৷ এই গরমের মধ্যে এই অব্যবস্থা দেখে ফেটে পড়েন গাড়ির চালকেরা ৷বেশ কিছুক্ষণ সময় ধরে চলে বিক্ষোভ৷ তারপরে টনক নড়ে প্রশাসনের ৷ জল দেওয়া হয়, তেলের স্লিপ দেওয়ার ব্যবস্থা করা হয়৷

গাড়ির চালক মনজুর আলম বলেন,  ‘সকাল থেকে কোনও ব্যবস্থা নেই এখানে৷ সকাল থেকে জল, খাবারের কোনও ব্যবস্থা নেই৷ বিক্ষোভ দেখানোর পর জল আসে, তেলের স্লিপ দেওয়া হয়৷ তবে খাবার কখন দেওয়া হবে সেই বিষয়ে কিছুই জানানো হয়নি কমিশনের তরফ থেকে। এখানে খাবারের অনেক দাম, তার চাইতে বড় কথা খাবার পাওয়া যাচ্ছে না৷ এমন অবস্থায় যদি পদক্ষেপ না করা হয় তাহলে আমাদের মতো গরিব গাড়িচালকদের অনেক সমস্যায় পড়তে হবে৷’

এমডি রাজু নামে এক চালক বলেন, ‘নির্বাচন কমিশন যতটা আধিকারিক, বাহিনীদের খেয়াল রাখে গাড়িচালকদের খেয়াল রাখে না কিন্তু নির্বাচনের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে গাড়ি চালকদের গুরুত্ব কিন্তু কম নয়। তাঁরা যদি অসুস্থ হয়ে পড়েন গাড়ি চলবে কী করে আর গাড়ি না চললে বাহিনী বা আধিকারিকরাযাতায়াত করবেন কীভাবে?’