কলকাতা দক্ষিণের সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম৷

CPIM: অনারম্বর প্রচারেই বাজিমাত হবে, শেষ প্রচারে আত্মবিশ্বাসী সায়রা শাহ হালিম

কলকাতা: প্রতিপক্ষের তুলনায় অনেকটাই ম্যাড় ম্যাড়ে প্রচার আর তাতেই নাকি সাফল্য মিলবে, শেষ বেলার প্রচারে এমনটাই বিশ্বাস কলকাতা দক্ষিণের সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিমের৷

আগামী পয়লা জুন শেষ দফার ভোট। তার প্রচার শেষ হয়েছে বৃহস্পতিবার৷ টানা দুমাস ধরে নিয়ম করে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে ছুটে গিয়েছেন প্রার্থী বাড়ি গিয়ে মানুষের কাছে সমর্থন চেয়েছেন৷ রোটি-কপড়াৃ-মাকানে,র পাশাপাশি কর্মসংস্থান শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার নিয়ে কথা বলেছেন এই বাম প্রার্থী৷

আরও পড়ুন: ‘কাউন্টিং এজেন্ট’ হিসাবে কোনও সরকারি স্কুল শিক্ষককে নিয়োগ নয়, নির্দেশ কমিশনের

এলাকায় ঘোরা ছাড়া ছোট ছোট পথসভা মিছিল ইত্যাদির মাধ্যমে প্রচার করেছে দল। মনোনয়নপত্র দাখিল করার দিন আশীর্বাদ দিতে পৌঁছে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে। আবার বর্তমান মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে প্রচার করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে৷

তবুও দমে না গিয়ে একটার পর একটা সভা করে গিয়েছেন, শেষ পর্যন্ত ঘুরে বেড়িয়েছেন ক্লান্তিহীন ভাবে৷ কেমন হল প্রচার? মানুষের মন কি বুঝতে পারলেন? তৃণমূলের শক্ত ঘাঁটি কলকাতা দক্ষিণে দাঁড়িয়ে আত্মবিশ্বাস দেখালেন সিপিআইএম প্রার্থী৷ তিনি বলেন, ‘আমরা ইলেক্টোরাল বন্ডের টাকা নিইনি, আমাদের কাছে দুর্নীতির কোনও টাকা নেই তাই বিরাট খরচ করে প্রচার করার সামর্থ্য আমাদের নেই। সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সাহায্য নিয়েই আমাদের প্রচার হয়। তাতে মানুষ আশীর্বাদ করেছেন। মানুষের মন জয় করতে আমরা সক্ষম হয়েছি। আশা করি এর প্রভাব ইভিএমে পড়বে৷’

এর আগে বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হওয়ার অভিজ্ঞতা রয়েছে৷ জয় না পেলেও তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে বিজেপি প্রার্থীকে টপকে দু নম্বরে শেষ করেছিলেন সায়রা৷ যে ফল বামেদেরও আত্মবিশ্বাস ফিরিয়েছিল৷ এবার তাই আরও আশাবাদী সায়রা৷